Connect with us

ওয়ার্ল্ড সিনেমা

মুম্বাইয়ে দর্শকদের ভালোবাসায় সিক্ত ফারুকী-তিশা

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

মুম্বাই ফিল্ম ফেস্টিভ্যালে নুসরাত ইমরোজ তিশা ও মোস্তফা সরয়ার ফারুকী (ছবি: ফেসবুক)

মুম্বাই ফিল্ম ফেস্টিভ্যালে দর্শকদের ভালোবাসায় সিক্ত হলেন মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা দম্পতি। তাদের নতুন সিনেমা ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ প্রশংসা কুড়িয়েছে উৎসবে। এজন্য তারা আপ্লুত। বিভিন্ন বয়সীদের ইতিবাচক প্রতিক্রিয়া পেয়ে আনন্দিত দু’জনই।

উৎসবের আইকনস: সাউথ এশিয়া শাখায় দেখানো হয়েছে ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’। গত ২৮ অক্টোবর বিকেলে জিও ওয়ার্ল্ড ড্রাইভ শপিংমলের মেইজন পিভিআর সিনেমাহলে প্রদর্শনীর পর ছিলো দর্শকদের প্রশ্নোত্তর পর্ব। এতে অংশ নেন ফারুকী ও তিশা। তখন তোলা কয়েকটি ছবি শেয়ার করেছেন ফারুকী। তিনি ফেসবুকে লিখেছেন, ‘মুম্বাই ফিল্ম ফেস্টিভ্যালে কী চমৎকার প্রদর্শনী ও প্রশ্নোত্তর পর্ব ছিলো। দর্শকদের মন্তব্য, প্রশ্ন, উৎসাহ-উদ্দীপনা ও ভালোবাসা আমাদের আবেগাপ্লুত করেছে। সিনেমাটি থেকে শুরু করে আমার ক্রিয়েটিভ প্রক্রিয়া, আমাদের ছবিয়ালের ভাই-বেরাদার দিনগুলোর উদ্দাম গল্পসহ বিভিন্ন বিষয়ে সবার আগ্রহ দেখে দারুণ লেগেছে।’

মুম্বাই ফিল্ম ফেস্টিভ্যালে মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশার সঙ্গে ইলহাম (ছবি: ফেসবুক)

মুম্বাই ফিল্ম ফেস্টিভ্যালে আজ (৩০ অক্টোবর) বিকেলে ইনফিনিটি মলের পিভিআর আইকন সিনেমাহলে ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’র আরেকটি প্রদর্শনী হবে। এরপর প্রশ্নোত্তর পর্বে থাকবেন ফারুকী ও তিশা। উৎসবে তাদের সঙ্গে আছেন একমাত্র কন্যাসন্তান ইলহাম, চরকির কনটেন্ট প্রধান অনিন্দ্য ব্যানার্জি এবং ছবিয়ালের ভাই-বেরাদার দলের অন্যতম নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।

মুম্বাই ফিল্ম ফেস্টিভ্যালে অনিন্দ্য ব্যানার্জি ও নুসরাত ইমরোজ তিশা (ছবি: ফেসবুক)

মুম্বাই ফিল্ম ফেস্টিভ্যালের এবারের আসরে আইকনস: সাউথ এশিয়া শাখায় আরো রয়েছে বুসানে জিসোক শাখায় পুরস্কৃত শ্রীলঙ্কার প্রসন্ন বীথানাগের ‘প্যারাডাইস’, বিক্রমাদিত্য মোতওয়ানের প্রামাণ্যচিত্র “ইন্দিরা’স ইমার্জেন্সি”।

অনিন্দ্য ব্যানার্জি, নুসরাত ইমরোজ তিশা, মুহাম্মদ মোস্তফা কামাল রাজ ও মোস্তফা সরয়ার ফারুকী (ছবি: ফেসবুক)

গত মাসে বুসান ফিল্ম ফেস্টিভ্যালে জিসোক শাখায় ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’র ওয়ার্ল্ড প্রিমিয়ারে অংশ নেন ফারুকী ও তিশা। তবে বুসানে দেখানো সিনেমাটির সঙ্গে নতুন একটি দৃশ্য সংযোজন করা হয়েছে। মুম্বাই উৎসবে প্রদর্শিত হয়েছে সেই সংস্করণ। ঢাকাবাসী নির্মাতা ফারহান ও অভিনেত্রী তিথি দম্পতিকে কেন্দ্র করে এর গল্প। সন্তান নিতে সামাজিক চাপে পড়ে তারা। একপর্যায়ে তিথি গর্ভধারণ করে এবং তার গর্ভাবস্থার শেষের দিকে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এতে অভিনয় করেছেন ফারুকী ও তিশা। চিত্রনাট্য লিখেছেন তারাই।

মুম্বাই ফিল্ম ফেস্টিভ্যালে নুসরাত ইমরোজ তিশা ও মোস্তফা সরয়ার ফারুকী (ছবি: ফেসবুক)

জাপানের প্রয়াত কিংবদন্তি নির্মাতা আকিরা কুরোসাওয়ার স্মৃতিগ্রন্থের নামানুসারে সিনেমার নামকরণ হয়েছে ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’। এর মাধ্যমে তারকা দম্পতি ফারুকী ও তিশার বাস্তব জীবনের প্রতিফলন পাওয়া যায়।

‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’র দৃশ্যে নুসরাত ইমরোজ তিশা ও মোস্তফা সরয়ার ফারুকী (ছবি: চরকি)

‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ হলো ওটিটি প্ল্যাটফর্ম চরকির ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রকল্পের অংশ। এর সার্বিক তত্ত্বাবধানে আছেন ফারুকী। ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রকল্পের ১২টি ফিল্মের মধ্যে তিনি বানিয়েছেন দুটি। অন্যটি হলো ‘লাস্ট ডিফেন্ডারস অব মনোগামী’। এতে মধ্যবয়সী শাফকাত চৌধুরী চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। সিনেমাটির মাধ্যমে অভিনয়ে নাম লিখিয়েছেন সংগীতশিল্পী জেফার রহমান। এতে আরো অভিনয় করেছেন নৃত্যশিল্পী সামিনা হোসেন প্রেমা, শুদ্ধ রায়। দুটো সিনেমাই প্রযোজনা করেছেন চরকির সিইও রেদওয়ান রনি।

সিনেমাওয়ালা প্রচ্ছদ