Connect with us

ছবি ও কথা

মুম্বাইয়ে বঙ্গবন্ধুর বায়োপিকের প্রিমিয়ারের কিছু মুহূর্ত

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

ভারতে বাংলা ও হিন্দি ভাষায় মুক্তি পেলো বঙ্গবন্ধুর বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’। এ উপলক্ষে গত ২৬ অক্টোবর সন্ধ্যায় মুম্বাইয়ের ন্যাশনাল মিউজিয়াম অব ইন্ডিয়ান সিনেমা প্রাঙ্গণে ছিলো এর জমকালো প্রিমিয়ার। ছবিতে দেখুন অনুষ্ঠানের বিভিন্ন মুহূর্ত।

নাসিরুদ্দিন শাহ ও শ্যাম বেনেগালের সঙ্গে আড্ডায় আরিফিন শুভ।

বলিউড অভিনেত্রী দিব্যা দত্ত, শ্যাম বেনেগাল ও রজিত কাপুর। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো চরিত্রে অভিনয় করেছেন বলিউড অভিনেতা রজিত কাপুর।

‘মুজিব: দ্য মেকিং অব অ্যা নেশন’ সিনেমার হিন্দি সংস্করণে একটি গান গেয়েছেন ভারতীয় গায়িকা শ্রেয়া ঘোষাল। সুর ও সংগীত পরিচালনায় শান্তনু মৈত্র।

প্রিমিয়ারে অতিথি হিসেবে এসেছিলেন অভিনেত্রী অদিতি রাও হায়দারি এবং অভিনেতা সিদ্ধার্থ।

প্রিমিয়ারে প্রধান অতিথি ছিলেন ভারতের বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহ।

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থা (বিএফডিসি) ও ভারতের ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশনের (এনএফডিসি) যৌথ প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন শ্যাম বেনেগাল। প্যানোরামা স্টুডিওসের পরিবেশনায় গতকাল (২৭ অক্টোবর) ভারতে মুক্তি পেয়েছে সিনেমাটি।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চরিত্রে অনবদ্য নৈপুণ্যের জন্য আরিফিন শুভর হাতে স্মারক তুলে দেন ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (ফিল্মস) এবং এনএফডিসির ব্যবস্থাপনা পরিচালক পৃথুল কুমার।

নাসিরুদ্দিন শাহের প্রশংসা কুড়িয়েছেন আরিফিন শুভ।

‘মুজিব: দ্য মেকিং অব অ্যা নেশন’ সিনেমার অ্যাকশন পরিচালক শ্যাম কৌশল। তিনি বলিউড অভিনেতা ভিকি কৌশলের বাবা।

সিনেমাওয়ালা প্রচ্ছদ