মঞ্চ-শিল্প
মূকাভিনয় দিবস উপলক্ষে ‘ম্যাকবেথ’
বিশ্ব মূকাভিনয় দিবস উপলক্ষে স্বপ্নদলের মূকনাট্য ‘ম্যাকবেথ’-এর পঞ্চম মঞ্চায়ন অনুষ্ঠিত হবে। আজ (২৫ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে দেখা যাবে এই প্রযোজনা।
উইলিয়াম শেক্সপিয়রের ট্র্যাজেডি রচনা ‘ম্যাকবেথ’ অবলম্বনে জুয়েনা শবনমের কাহিনি পুনর্বিন্যাসে সাজানো হয়েছে নাটকটি। গবেষণাগার পদ্ধতিতে ঐতিহ্যের ধারায় বাংলা মূকাভিনয় রীতিতে এর নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন।
স্বার্থপরতা-ক্ষমতালিপ্সা-অতি উচ্চাকাঙ্ক্ষায় রাজা ডানকানকে হত্যাসহ ক্ষমতা দখল ও শাসন টিকিয়ে রাখার জন্য একের পর এক হত্যাকাণ্ড চালায় সাহসী সেনাপতি ম্যাকবেথ। পরিশেষে একই পরিণতির শিকার হয় সে। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেন জুয়েনা, হাসান, সুমাইয়া, নিশক, শিশির, শ্যামল, জেবু, অনিন্দ্য, অর্ক, মাসুদ, রুহুল, সাব্বির, হৃদয়, রকি প্রমুখ।
সংস্কৃতি মন্ত্রণালয়ের অনুদানে ‘ম্যাকবেথ’ প্রযোজনার মঞ্চ ও আলোক পরিকল্পনা করেছেন ফজলে রাব্বি সুকর্ন। এছাড়া কোরিওগ্রাফি পরিকল্পনায় হাসানুজ্জামান এবং পোশাক-সামগ্রী পরিকল্পনা করেছেন জুয়েনা শবনম, হাসানুজ্জামান ও সুমাইয়া শিশির। সংগীত ও আবহ পরিকল্পনা করছেন শাখাওয়াত শ্যামল ও মিজাউল ইসলাম খান।
২০০৭ সালে ফ্রান্সের বিশ্বসেরা মূকাভিনেতা মার্সেল মার্সোর প্রয়াণের পর তাঁর জন্মদিনকে (২২ মার্চ) পৃথিবীজুড়ে বিশ্ব মূকাভিনয় দিবস হিসেবে পালন করা হয়। আজকের প্রদর্শনীর আগে মার্সেল মার্সোর জীবন-কর্ম-দর্শন সম্পর্কে তথ্যাবলী উপস্থাপন করবে স্বপ্নদল।
-
ছবি ও কথা1 year ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস