টেলিভিশন
মেক্সিকো রাঙিয়ে দিলেন মেহজাবীন!
আমেরিকা থেকে মেক্সিকো ভ্রমণে গেলেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। কিন্তানা রু রাজ্যের কানকুন শহর রঙিন করে দিলেন তিনি! সমুদ্র সৈকতের ধারে বেড়ানোর সময় তোলা বেশকিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন এই তারকা। চলুন দেখি!

লাল রঙা লং টপ, সানগ্লাস আর কেডসে মেহজাবীন চৌধুরী।

রৌদ্রজ্জ্বল দিনে আইসক্রিমের স্বাদ নিয়েছেন মেহজাবীন চৌধুরী।

পায়ে পায়ে নীল জলরাশি পেছনে ফেলেছেন মেহজাবীন চৌধুরী।

মনোরম সৈকতে প্রাণজুড়ানো পানীয় উপভোগ করেছেন মেহজাবীন চৌধুরী।

মোবাইল ফোন ব্যবহারের ফাঁকে চেনা হাসিতে মেহজাবীন চৌধুরী।

মেহজাবীন চৌধুরীর মুখে দুষ্টুমির হাসি।

গলায় মোটা নেকলেস ও কানের দুলে দারুণ লাগছে মেহজাবীন চৌধুরীকে।

মেহজাবীন চৌধুরীর একহাতের ব্যান্ডে নিজের নাম লেখা, অন্য হাতে স্মার্ট ওয়াচ।

ক্ষণিকের জন্য সূর্যস্নানে নিমগ্ন হয়েছিলেন মেহজাবীন চৌধুরী।

কানকুনে ডলফিন পার্কে নতুন বন্ধু পেয়েছেন মেহজাবীন চৌধুরী। ডলফিনটির নাম ‘ওম’

ওমের ভালোবাসা পেয়ে আপ্লুত মেহজাবীন চৌধুরী

নীল জলে ভেসে ওমের সঙ্গে মেহজাবীন চৌধুরীর মিতালী

ডলফিনের সঙ্গে ছবি তোলা বেশ উপভোগ করেছেন মেহজাবীন চৌধুরী

ডলফিনের সঙ্গে আনন্দময় সময় কাটিয়েছেন মেহজাবীন চৌধুরী

মেহজাবীন চৌধুরীর ক্ষণিকের খেলার সঙ্গী হয়ে ওঠে ওম!

ভালোবেসে ওমকে চুম্বন উপহার দিয়েছেন মেহজাবীন চৌধুরী
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস