Connect with us

বলিউড

মেয়েকে ৫০ কোটি রুপির বাংলো উপহার দিলেন অমিতাভ

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

অমিতাভ বচ্চন ও শ্বেতা নন্দা বচ্চন (ছবি: এক্স)

বলিউড মহাতারকা অমিতাভ বচ্চন ব্যক্তিজীবনে একজন দারুণ বাবা। সোশ্যাল মিডিয়ায় নিজের বিভিন্ন লেখায় তিনি প্রায়ই সন্তান ও নাতি-নাতনিদের কথা তুলে ধরেন এবং তাদের প্রতি ভালোবাসা প্রকাশ করেন। এবার মেয়ে শ্বেতা বচ্চনকে মূল্যবান উপহার দিয়ে অনেকের মন ছুঁয়েছেন বিগ বি।

অমিতাভের দুটি বাংলো আছে। একটির নাম ‘প্রতীক্ষা’, অন্যটি ‘জলসা’। এরমধ্যে মুম্বাইয়ের অন্যতম অভিজাত এলাকা জুহুতে অবস্থিত প্রতীক্ষা তার কেনা প্রথম বাংলো। এখানেই বাবা হরিবংশ রাই বচ্চন ও মা তেজি বচ্চনের সঙ্গে থাকতেন তিনি।

অমিতাভ বচ্চন, জয়া বচ্চন ও শ্বেতা নন্দা বচ্চন (ছবি: এক্স)

অর্থনীতি সংক্রান্ত ভারতীয় সংবাদমাধ্যম মানিকন্ট্রোল এক প্রতিবেদনে জানিয়েছে, ভিথাল নগর কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের অংশ ‘প্রতীক্ষা’ মেয়েকে উপহার দিয়েছেন অমিতাভ। ৮৯০ দশমিক ৪৭ বর্গমিটার এবং ৬৭৪ বর্গমিটার আকারের দুটি প্লটে এটি অবস্থিত।

অমিতাভ বচ্চন ও শ্বেতা নন্দা বচ্চন (ছবি: এক্স)

শ্বেতা বচ্চনকে গত ৮ নভেম্বর স্বাক্ষরিত বাংলোর দলিল বুঝিয়ে দেওয়া হয়েছে, যার মূল্য ৫০ কোটি ৬৫ লাখ রুপি। দলিল অনুযায়ী, অমিতাভ বচ্চন ও তার স্ত্রী জয়া বচ্চন দানকারী হিসেবে শ্বেতা নন্দা বচ্চনকে বাংলো উপহার দিয়েছেন। মা-বাবার কাছ থেকে ‘প্রতীক্ষা’ পেয়ে আনন্দিত তিনি।

অমিতাভ বচ্চন ও শ্বেতা নন্দা বচ্চন (ছবি: এক্স)

অমিতাভ ও জয়ার ছেলে অভিষেক বচ্চন বলিউডে নাম লেখালেও বরাবরই রুপালি পর্দা থেকে দূরে ছিলেন শ্বেতা নন্দা বচ্চন। তবে বাবার সঙ্গে একটি বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছেন তিনি। এছাড়া ফ্যাশন শোতে মাঝে মধ্যে ক্যাটওয়াক করতে দেখা গেছে তাকে।

বচ্চন পরিবার (ছবি: এক্স)

শিল্পপতি নিখিল নন্দাকে বিয়ে করেন শ্বেতা নন্দা বচ্চন। তাদের দুই সন্তান নব্যা নাভেলি নন্দা ও আগাস্তিয়া নন্দা। মেয়ে বাবার মতো উদ্যোক্তা হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আর শ্বেতার ছেলে অভিনয়ে নাম লিখিয়েছে। আগাস্তিয়ার প্রথম সিনেমা ‘দ্য আর্চিস’ নেটফ্লিক্সে মুক্তি পাবে। জোয়া আখতারের পরিচালনায় এর মাধ্যমে শাহরুখ খানের মেয়ে সুহানা খান ও শ্রীদেবীকন্যা খুশি কাপুরের অভিষেক হচ্ছে বলিউডে।

জয়া বচ্চন, নব্যা নাভেলি নন্দা ও শ্বেতা নন্দা বচ্চন (ছবি: এক্স)

অন্যদিকে ৮১ বছর বয়সী অমিতাভ বচ্চন এখনো সিনেমা অঙ্গনে বেশ সক্রিয়। তার অভিনীত ‘কালকি ২৮৯৮ এডি’ মুক্তি পাবে ২০২৪ সালে। নাগ অশ্বিনের পরিচালনায় বিশাল ক্যানভাসে নির্মিত এই প্যান-ইন্ডিয়ান সিনেমার প্রধান দুটি চরিত্রে কাজ করেছেন প্রভাস ও দীপিকা পাড়ুকোন। এছাড়া আছেন দিশা পাটানি।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ