নাটক
মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কারে বাপ্পির ডাবল মনোনয়ন

‘পরস্পর’ নাটকে তাসনিয়া ফারিণ ও খায়রুল বাসার, (ডানে) সাজ্জাদ হোসেন বাপ্পি (ছবি: সিনেমাওয়ালা)
তরুণ নির্মাতা সাজ্জাদ হোসেন বাপ্পি মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৪-এ সীমিতদৈর্ঘ্য কাহিনিচিত্রের জন্য দুটি মনোনয়ন পেলেন। ‘পরস্পর’ নাটকের জন্য সেরা নির্দেশক ও সেরা চিত্রনাট্যকার শাখায় মনোনীত হয়েছেন তিনি। ইতোমধ্যে তার হাতে এসেছে অভিনন্দনপত্র।
মেরিল-প্রথম আলো পুরস্কারের জন্য মনোনয়ন পাওয়ার প্রতিক্রিয়ায় সিনেমাওয়ালা নিউজকে সাজ্জাদ হোসেন বাপ্পি বলেন, ‘আলহামদুলিল্লাহ! এতো বড় একটি প্ল্যাটফর্মে দুটি মনোনয়ন আমার জন্য অনেক বড় পাওয়া ও আনন্দের বিষয়। জুরি বোর্ডের প্রতি কৃতজ্ঞতা জানাই। আগামীতে এই দুটি মনোনয়ন আমাকে আরো ভালো কাজ করতে উৎসাহ জোগাবে।’

মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৪-এর অভিনন্দনপত্রের সঙ্গে সাজ্জাদ হোসেন বাপ্পির কোলাজ (ছবি: সিনেমাওয়ালা)
‘পরস্পর’ নাটকের জন্য মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৪-এ খায়রুল বাসার সেরা অভিনেতা ও তাসনিয়া ফারিণ সেরা অভিনেত্রী হিসেবে মনোনয়ন পেয়েছেন।
আগামী ২৩ মে সন্ধ্যায় বিজয়ীদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেওয়া হবে।

‘পরস্পর’ নাটকে তাসনিয়া ফারিণ ও খায়রুল বাসার (ছবি: সিনেমাওয়ালা)
২০২৪ সালের ১৯ মে ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে মুক্তি পেয়েছে ‘পরস্পর’। এতে ডিমের আড়তদার রকিবুল চরিত্রে অভিনয় করেছেন খায়রুল বাসার। পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়েছে সে। তার স্ত্রী নাজিয়া লেখাপড়ায় মেধাবী। এই চরিত্রে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ। রকিবুল অতিরিক্ত ডিমভক্ত! ডিম খেয়ে দিন শুরু না করলে সে উত্তেজিত হয়ে যায়। দিন যত যায় স্ত্রীকে চড়-থাপ্পড় দেওয়া অভ্যাসে পরিণত করে ফেলে রকিবুল। এদিকে বিয়ের পর নাজিয়াকে পড়াশোনা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিলেও সন্তান নিতে চাপ দেয় শাশুড়ি। একদিন সবাইকে চমকে দেয় নাজিয়া। নাটকটি এখন পর্যন্ত দেখা হয়েছে ১ কোটি বারের বেশি। ‘পরস্পর’ প্রযোজনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস