গান বাজনা
মেলবোর্নে সোলসের কনসার্টে গাইলেন পার্থ বড়ুয়ার মেয়ে

মেলবোর্নে একমঞ্চে পার্থ বড়ুয়া ও রূপা বড়ুয়ার সংগীত পরিবেশনা (ছবি: সোলস)
সোলস ব্যান্ড ৫০ বছরে পদার্পণ উপলক্ষে এখন অস্ট্রেলিয়ায় বিভিন্ন কনসার্টে সংগীত পরিবেশন করছে। ব্যান্ডটির প্রধান পার্থ বড়ুয়ার মেয়ে রূপা বড়ুয়া লেখাপড়া করেন দেশটির ভিক্টোরিয়া রাজ্যের মেলবোর্নে। উপকূলীয় শহরটির উইলিয়ামস টাউন হলে বাবা ও মেয়ে প্রথমবার একসঙ্গে গান গেয়েছেন।
গত ১৬ সেপ্টেম্বর মেলবোর্নে সোলসের কনসার্ট উপভোগ করতে এসেছিলেন রূপা বড়ুয়া। তিনি মঞ্চে উঠে পার্থ বড়ুয়ার সঙ্গে ‘রাত এখনো বাকি’ শিরোনামের গান গেয়ে শোনান।

মেলবোর্নে একমঞ্চে পার্থ বড়ুয়া ও রূপা বড়ুয়ার সংগীত পরিবেশনা (ছবি: সোলস)
মেয়েকে নিয়ে গান গাওয়া প্রসঙ্গে পার্থ বড়ুয়া বলেন, ‘রূপা মেলবোর্নে লেখাপড়া করে। মাঝে মধ্যে গান করে। সে আমাদের সঙ্গে গাইবে কল্পনা করিনি। এটি সত্যিই আমার জন্য বিশেষ একটি ঘটনা। দীর্ঘ সংগীতজীবনের মধ্যে এই কনসার্ট তাই আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে।’

মেলবোর্নে একমঞ্চে পার্থ বড়ুয়া ও রূপা বড়ুয়ার সংগীত পরিবেশনা (ছবি: সোলস)
কনসার্টে ছিলেন সোলসের প্রতিষ্ঠাতা সদস্য নকীব খান। ব্যান্ডের বর্তমান সদস্যদের আহ্বানে মঞ্চে আসেন এই সুরকার, সংগীত পরিচালক ও গায়ক। সোলসের সঙ্গে তিনি একে একে পরিবেশন করেন ‘মুখরিত জীবন’, ‘তোরে পুতুলের মতো করে’, ‘ভালো লাগে জোৎস্না রাতে’, ‘হৃদয় কাদামাটি’ গানগুলো।

মেলবোর্নে সোলসের কনসার্টে নকীব খান (ছবি: সোলস)
সোলস, নকীব খান ও রূপা বড়ুয়ার গান আর সুরের মূর্ছনায় মিলনায়তনভর্তি দর্শক-শ্রোতাদের মধ্যে অন্যরকম উচ্ছ্বাস দেখা গেছে। প্রায় দুই ঘণ্টায় ১৬টি গান পরিবেশন করে ব্যান্ডটি।

মেলবোর্নে সোলসের কনসার্টে নকীব খান (ছবি: সোলস)
পার্থ বড়ুয়া বলেন, ‘মেলবোর্নের কনসার্ট সোলসের জন্য অনেক স্মরণীয়। কারণ সোলসের ৫০ বছরে একমঞ্চে নকীব ভাইকে পাবো আশা করিনি। দর্শকদের একটি ভালো অনুষ্ঠান উপহার দিতে পেরে খুব ভালো লাগছে।’

মেলবোর্নে সোলসের কনসার্টে নকীব খান (ছবি: সোলস)
এর আগে গত ২ সেপ্টেম্বর সিডনি শহরে সংগীত পরিবেশন করবেন সোলস। আগামী ২৩ সেপ্টেম্বর অ্যাডিলেড ও ২৪ সেপ্টেম্বর পার্থে কনসার্ট করবেন তারা। চলতি মাসের শেষের দিকে তাদের দেশে ফেরার কথা রয়েছে।

সোলস ব্যান্ডের বর্তমান লাইনআপ (ছবি: ফেসবুক)
৫০ বছরে পদার্পণ উপলক্ষে শ্রোতাদের একে একে ৫০টি গান উপহার দিচ্ছে সোলস। ইতোমধ্যে পাঁচটি গান প্রকাশিত হয়েছে। এগুলো হলো– ‘কিতা ভাইসাব’, ‘রিক্সা’, ‘যদি দেখো’, ‘সাগরের প্রান্তরে’ ও ‘হাওয়াই মিঠাই’।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস