Connect with us

ঢালিউড

মেহজাবীনের ‘প্রিয় মালতী’ পেলো সেন্সর বোর্ডের ‘ইউ’ ছাড়পত্র

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘প্রিয় মালতী’র দৃশ্যে মেহজাবীন চৌধুরী (ছবি: ফ্রেম পার সেকেন্ড)

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ছোট পর্দার গণ্ডি পেরিয়ে অবশেষে বড় পর্দায় আসছেন। তার অভিনীত প্রথম সিনেমা ‘সাবা’র আগেই মুক্তি পেতে যাচ্ছে দ্বিতীয় সিনেমা ‘প্রিয় মালতী’। ইতোমধ্যে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর সার্টিফিকেশন বোর্ডের কাছ থেকে ‘ইউ’ গ্রেডে ছাড়পত্র পেয়েছে এটি। ‘ইউ’ গ্রেডের সিনেমা সব বয়সী দর্শকদের জন্য উন্মুক্ত।

গতকাল (১০ ডিসেম্বর) ফেসবুক প্রোফাইল ছবি বদলে মেহজাবীন লিখেছেন, ‘প্রিয় মালতী বলছি।’ এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি। মেয়েটি নিম্ন-মধ্যবিত্ত ঘরের, তবে লড়াকু মনোভাবের।

‘প্রিয় মালতী’তে মেহজাবীন চৌধুরী (ছবি: ফ্রেম পার সেকেন্ড’

ইতোমধ্যে কায়রো আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল ও ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ায় (আইএফএফআই) প্রদর্শিত হয়েছে ‘প্রিয় মালতী’। মর্যাদাপূর্ণ দুই উৎসবেই এটি দারুণ প্রশংসা কুড়িয়েছে। বাংলাদেশের প্রেক্ষাপটে নির্মিত হলেও সিনেমাটির সঙ্গে নিজেদের সম্পৃক্ত করতে পেরেছেন বিভিন্ন দেশের দর্শকরা।

কায়রো ফিল্ম ফেস্টিভ্যালে (বাঁ থেকে) রেদওয়ান রনি, মেহজাবীন চৌধুরী, আদনান আল রাজীব ও শঙ্খ দাসগুপ্ত (ছবি: চরকি)

‘প্রিয় মালতী’র মাধ্যমে চলচ্চিত্র পরিচালক হিসেবে যাত্রা শুরু করেছেন শঙ্খ দাশগুপ্ত। তিনিই এর গল্প ও চিত্রনাট্য লিখেছেন। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছে ফ্রেম পার সেকেন্ড ও চরকি।

এ সিনেমায় অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন নাদের চৌধুরী, আজাদ আবুল কালাম, শাহজাহান সম্রাট, রিজভী রিজুসহ অনেকে। গত বছরের সেপ্টেম্বর-অক্টোবরে ঢাকা ও বরিশালসহ দেশের বিভিন্ন স্থানে সিনেমাটির শুটিং হয়েছে।

রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে মেহজাবীন চৌধুরী (ছবি: ফেসবুক)

এদিকে মেহজাবীন এখন সৌদি আরবে রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নিচ্ছেন।

সিনেমাওয়ালা প্রচ্ছদ