ঢালিউড
মেহজাবীনের ‘প্রিয় মালতী’ পেলো সেন্সর বোর্ডের ‘ইউ’ ছাড়পত্র
অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ছোট পর্দার গণ্ডি পেরিয়ে অবশেষে বড় পর্দায় আসছেন। তার অভিনীত প্রথম সিনেমা ‘সাবা’র আগেই মুক্তি পেতে যাচ্ছে দ্বিতীয় সিনেমা ‘প্রিয় মালতী’। ইতোমধ্যে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর সার্টিফিকেশন বোর্ডের কাছ থেকে ‘ইউ’ গ্রেডে ছাড়পত্র পেয়েছে এটি। ‘ইউ’ গ্রেডের সিনেমা সব বয়সী দর্শকদের জন্য উন্মুক্ত।
গতকাল (১০ ডিসেম্বর) ফেসবুক প্রোফাইল ছবি বদলে মেহজাবীন লিখেছেন, ‘প্রিয় মালতী বলছি।’ এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি। মেয়েটি নিম্ন-মধ্যবিত্ত ঘরের, তবে লড়াকু মনোভাবের।
ইতোমধ্যে কায়রো আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল ও ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ায় (আইএফএফআই) প্রদর্শিত হয়েছে ‘প্রিয় মালতী’। মর্যাদাপূর্ণ দুই উৎসবেই এটি দারুণ প্রশংসা কুড়িয়েছে। বাংলাদেশের প্রেক্ষাপটে নির্মিত হলেও সিনেমাটির সঙ্গে নিজেদের সম্পৃক্ত করতে পেরেছেন বিভিন্ন দেশের দর্শকরা।
‘প্রিয় মালতী’র মাধ্যমে চলচ্চিত্র পরিচালক হিসেবে যাত্রা শুরু করেছেন শঙ্খ দাশগুপ্ত। তিনিই এর গল্প ও চিত্রনাট্য লিখেছেন। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছে ফ্রেম পার সেকেন্ড ও চরকি।
এ সিনেমায় অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন নাদের চৌধুরী, আজাদ আবুল কালাম, শাহজাহান সম্রাট, রিজভী রিজুসহ অনেকে। গত বছরের সেপ্টেম্বর-অক্টোবরে ঢাকা ও বরিশালসহ দেশের বিভিন্ন স্থানে সিনেমাটির শুটিং হয়েছে।
এদিকে মেহজাবীন এখন সৌদি আরবে রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নিচ্ছেন।
-
ছবি ও কথা1 year ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস