ওটিটি
মেহজাবীনের বিয়ের কার্ডে ভিকি জাহেদের ‘নীল সুখ’

মেহজাবীন চৌধুরী (ছবি: বিঞ্জ)
অভিনেত্রী মেহজাবীন চৌধুরী কয়েকটি বিয়ের কার্ড নিয়ে বসেছেন। এরমধ্যে নীল রঙের বিয়ের কার্ড পছন্দ হলো তার। তিনি একজনকে ফোন করে জানান, বিয়ের কার্ড নির্বাচন করে ফেলেছেন! এমন একটি ভিডিওকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় নানান কৌতূহল দেখা দিয়েছে। পরদিন তিনি ফেসবুকে স্ট্যাটাস দেন, ‘সুখের রঙ কি নীল? কারণ আকাশ আর সমুদ্রের মতোই তো তা সীমাহীন!’ এতে রহস্য আরও ঘণীভূত হয়। তবে দুই ঘণ্টা পরেই এসবের নেপথ্য কারণ সামনে এনেছেন তিনি।

‘নীল সুখ’ ওয়েব ফিল্মের পোস্টারে মেহজাবীন চৌধুরী ও ফররুখ আহমেদ রেহান (ছবি: বিঞ্জ)
‘নীল সুখ’ নামের একটি ওয়েব ফিল্মে অভিনয় করেছেন মেহজাবীন। এর প্রচারণার অংশ হিসেবেই তার এসব কার্যক্রম। এটি পরিচালনা করেছেন ভিকি জাহেদ। ওয়েব সিরিজ কিংবা নাটকে গত কয়েক বছর একসঙ্গে কাজ করলেও তিন বছর পর আবার ওয়েব ফিল্মের জন্য হাত মেলালেন তারা। সর্বশেষ ২০২২ সালে চরকির ‘রেডরাম’ ওয়েব ফিল্মে ভিকি জাহেদের পরিচালনায় দেখা গেছে মেহজাবীনকে।

‘নীল সুখ’ ওয়েব ফিল্মের পোস্টারে মেহজাবীন চৌধুরী ও ফররুখ আহমেদ রেহান (ছবি: বিঞ্জ)
‘নীল সুখ’-এর মাধ্যমে অনেকদিন পর নিজের লেখা নিখাদ ভালোবাসার গল্প নিয়ে কাজ করলেন ভিকি জাহেদ। ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে আগামী ১৮ ফেব্রুয়ারি মুক্তি পাবে এটি। এতে অর্পা চরিত্রে থাকছেন মেহজাবীন। মেয়েটি মারুফকে ভালোবাসে। তাদের প্রেমের গল্প নিয়েই মূলত ওয়েব ফিল্মটি সাজানো হয়েছে। মারুফ চরিত্রে অভিনয় করেছেন ফররুখ আহমেদ রেহান। ভিকি জাহেদের ‘আরারাত’ ওয়েব সিরিজ তাকে দেখা গেছে।

‘নীল সুখ’ ওয়েব ফিল্মের পোস্টারে মেহজাবীন চৌধুরী ও ফররুখ আহমেদ রেহান (ছবি: বিঞ্জ)
মেহজাবীন ও রেহানের রসায়নের একঝলক সামনে এসেছে একটি রবীন্দ্রসংগীতের আবহে। কবিগুরুর ‘কতবার ভেবেছিনু’ গানটি গেয়েছেন নাজমুন মুনিরা ন্যানসি। এর সংগীতায়োজন করেছেন মার্সেল।

‘নীল সুখ’ ওয়েব ফিল্মের পোস্টারে ফররুখ আহমেদ রেহান ও মেহজাবীন চৌধুরী (ছবি: বিঞ্জ)
নন্দিত কথাসাহিত্যিক-নির্মাতা হুমায়ূন আহমেদকে ‘নীল সুখ’ উৎসর্গ করেছেন ভিকি জাহেদ। কারণ নির্মাতা হিসেবে তার ওপর ভীষণ প্রভাব রয়েছে প্রয়াত হুমায়ূন আহমেদের। তাঁকেই আদর্শ মানেন এই তরুণ নির্মাতা। ওয়েব ফিল্মটিতে আরো অভিনয় করেছেন গোলাম ফরিদা ছন্দা, মোমেনা চৌধুরী, রেশমা আহমেদ, মুকুল সিরাজ, অশোক বেপারি, ফেরদৌসী তানভির ইচ্ছা, দীপ্ত দে, এম. কে. নয়নতারা।

ভিকি জাহেদ (ছবি: ফেসবুক)
এদিকে ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ের জন্য ভিকি জাহেদের পরিচালনায় মেহজাবীনের নতুন ওয়েব সিরিজ ‘মিথ্যাবাদী’ তৈরি হচ্ছে। এর গল্পে দেখা যাবে, স্বামীর প্রতি শতভাগ বিশ্বস্ত স্ত্রী। কিন্তু মা হওয়ার চার বছর পর সে জানতে পারে তার স্বামী সন্তান জন্মদানে সম্পূর্ণভাবে অক্ষম। স্ত্রীর মনে প্রশ্ন জাগে, তাহলে তার সন্তান কার! সন্দেহের বশীভূত হয়ে শ্বশুর ও ভাসুরের বিরুদ্ধে মামলা করে সে।

‘নীল সুখ’ ওয়েব ফিল্মের পোস্টারে মেহজাবীন চৌধুরী ও ফররুখ আহমেদ রেহান (ছবি: বিঞ্জ)
এবারের ভালোবাসা দিবসকে সামনে রেখে প্রবীর রায় চৌধুরীর পরিচালনায় ‘বেস্ট ফ্রেন্ড ২.০’ নাটকে অভিনয় করেছেন মেহজাবীন। ‘বেস্ট ফ্রেন্ড’ ফ্রাঞ্চাইজের আগের পর্বগুলোর মতোই এবারও তার সঙ্গী ফারহান আহমেদ জোভান। এটি মুক্তি পাবে ইউটিউবে সিএমভি চ্যানেলে।

‘বেস্ট ফ্রেন্ড থ্রি’ নাটকে ফারহান আহমেদ জোভান ও মেহজাবীন চৌধুরী (ছবি: সিএমভি)
মেহজাবীন সর্বশেষ ‘প্রিয় মালতী’ সিনেমার সুবাদে দর্শক-সমালোচকদের মন জয় করেছেন। বড় পর্দায় মুক্তির পর পূর্ণদৈর্ঘ্য সিনেমাটি এখন উপভোগ করা যাচ্ছে চরকিতে।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস