Connect with us

ছবি ও কথা

মেহজাবীন লিখলেন, ‘শেষ ছবিটা আমার আসল চেহারা’

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এখন ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্র বাহামার নাসাউয়ে ফুরফুরে মেজাজে আছেন। দর্শনীয় স্থানে ঘুরে বেড়ানোর সময় তোলা নিজের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি। ভক্তরা মন্তব্যের ঘরে লিখেছেন কোন ছবি বেশি সুন্দর।

মেহজাবীন চৌধুরী আজ (৪ নভেম্বর) ছয়টি স্থিরচিত্র শেয়ার দিয়ে হাসির ইমোজি জুড়ে দিয়ে লিখেছেন, ‘শেষ ছবিটা আমার আসল চেহারা।’

মেহজাবীনের এটাই সেই শেষ ছবি। ভক্তদের অনেকে মন্তব্য করেছেন, ‘শেষ ছবিটাই সেরা।’

নাসাউয়ে বাহারি রঙের ছাতায় সাজানো পথে মেহজাবীন।

মেহজাবীনের নতুন ওয়েব ফিল্ম ‘নীল জলের কাব্য’ ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পাবে আগামী ১৬ নভেম্বর। শিহাব শাহীনের পরিচালনায় এতে আরো অভিনয় করেছেন আফরান নিশো।

দীপ্ত প্লে অ্যাওয়ার্ডে ভিকি জাহেদ পরিচালিত ‘কাজলের দিনরাত্রি’র জন্য একক নাটকের আলোচিত অভিনেত্রী শাখায় মনোনয়ন পেয়েছেন মেহজাবীন।

ব্লেন্ডার্স চয়েস-দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কন্টেন্ট অ্যাওয়ার্ডসে চরকির ‘রেডরাম’ ওয়েব ফিল্মের সুবাদে জনপ্রিয় অভিনেত্রী হয়েছেন মেহজাবীন।

নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে তোলা ছবিটি পোস্ট করে মেহজাবীন লিখেছেন, ‘একেকজন মানুষ আমাকে একেক রকম মনে করে। কারো কাছে আমি শান্ত, কারো কাছে চঞ্চল। কেউ ভাবে আমি বন্ধু, কেউবা ভাবে আমাকে উপেক্ষা করাই ভালো।’

আমেরিকায় যাওয়ার আগে কলকাতায় কয়েকদিন বেড়িয়েছেন মেহজাবীন।

সিনেমাওয়ালা প্রচ্ছদ