Connect with us

নাটক

মেহজাবীন সবার চেয়ে কোথায় আলাদা?

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

মেহজাবীন চৌধুরী
মেহজাবীন চৌধুরী (ছবি: কাজী সাজ্জাদ)

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর সাবলীল অভিনয় দেখে কোটি কোটি দর্শক হাসেন, কাঁদেন। বিভিন্ন নাটকে তার আবেগের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যায় দর্শকরা। কয়েক বছর ধরে দেশীয় নাটকে অভিনেত্রীদের কাতারে নিজের অবস্থান শিখরে রেখেছেন তিনি। ব্যতিক্রম কিছু চরিত্রে নৈপুণ্য দেখিয়ে নিজেকে নিয়ে গেছেন অন্য উচ্চতায়। অথচ ক্যারিয়ারের শুরুতে বাংলা সংলাপ বলতেই হিমশিম খেতে হতো তাকে!

মেহজাবীন চৌধুরী

মেহজাবীন চৌধুরী (ছবি: কাজী সাজ্জাদ)

সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেতা সজল জানিয়েছেন, মেহজাবীন যখন শুরুর দিকে অভিনয়ে আসেন, তখন বাংলা সংলাপ বলতে তার বেশ সমস্যা হতো। যেহেতু এর আগে অনেক বছর দেশের বাইরে ছিলেন তিনি। সংযুক্ত আরব আমিরাতে বেড়ে উঠেছেন চট্টগ্রামের এই মেয়ে। তাই বাংলা সংলাপ বলার ক্ষেত্রে সমস্যা হওয়াটা স্বাভাবিকই ছিলো। কিন্তু মেহজাবীন ছিলেন সবার চেয়ে আলাদা।

মেহজাবীন চৌধুরী

মেহজাবীন চৌধুরী (ছবি: কাজী সাজ্জাদ)

সজল লিখেছেন, ‘চিত্রনাট্যে নিজের প্রতিটি বাংলা সংলাপ বোঝার জন্য মেহজাবীন সেগুলোকে ইংরেজিতে অনুবাদ করে নিতেন, যেন তার বুঝতে সুবিধা হয়। এরপর সে মুখস্ত করতো। এই হলো মেহজাবীনের অক্লান্ত পরিশ্রমের নমুনা। এজন্যই সে আজকের এই অবস্থানে। আজ তার অভিনয় দেখলে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকি।’

মেহজাবীন চৌধুরী

মেহজাবীন চৌধুরী (ছবি: কাজী সাজ্জাদ)

মেহজাবিনের আরেকটি গুণের কথা জানিয়েছেন সজল, ‘অস্বাভাবিক রকমের ভালো সময়জ্ঞান তার। একদম ঠিক সময়ে সেটে আসা, এই ব্যাপারটা তাকে সবার চেয়ে আলাদা করে দেয়।’

মেহজাবীন চৌধুরী

মেহজাবীন চৌধুরী (ছবি: কাজী সাজ্জাদ)

সজল ও মেহজাবীন একসঙ্গে অনেক কাজ করেছেন। এগুলোর মধ্যে সজলের আলাদা করে মনে পড়ে কমেডি নাটকগুলোর কথা। তার কথায়, ‘কমেডি নাটকে আমাদের একটা ঝামেলা হতো। কমেডি দৃশ্যে আমাদের কেউ একজন হাসতে শুরু করলে আরেকজনও হাসতে শুরু করতো। আর সেই হাসি আর থামতো না। সেই হাসি নিয়ন্ত্রণ করা অনেক কঠিন হতো। কাজ করাটা কতটা আনন্দের হতে পারে, সেটা ভালো সহশিল্পী হলে বোঝা যায়। মেহজাবীন ঠিক সেই ধরনের একজন সহশিল্পী।’

মেহজাবীন চৌধুরী ও সজল

মেহজাবীন চৌধুরী ও সজল (ছবি: ফেসবুক)

মডেল-অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর জন্মদিন আজ (১৯ এপ্রিল)। সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে শুভকামনায় সজল বলেন, ‘জন্মদিনে আমি চাই সে এভাবেই আন্তরিকভাবে কাজ করে যাক, সে যেন শিখরে পৌঁছায়।’

মেহজাবীন চৌধুরী

মেহজাবীন চৌধুরী (ছবি: কাজী সাজ্জাদ)

এদিকে আজ সকাল থেকে পরিবার, স্বজন, বন্ধু, সহকর্মী ও ভক্তদের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন মেহজাবীন। ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৯’ প্রতিযোগিতায় বিজয়ী হয়ে পরিচিতি পান এই সুন্দরী। তার প্রথম নাটক ‘তুমি থাকো সিন্ধুপারে’। এরপর বিজ্ঞাপনচিত্র ও নাটকে নিয়মিত অভিনয় করেছেন। নাটকের গল্পও লিখেছেন। এবারের ঈদের জন্য বেশ কয়েকটি নতুন নাটকে দেখা যাবে তাকে।

সিনেমাওয়ালা প্রচ্ছদ