মঞ্চ-শিল্প
মঞ্চে মৈমনসিংহ গীতিকায় সংকলিত ‘কাজলরেখা’

‘কাজলরেখা’ নাটকের দৃশ্য (ছবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ)
মৈমনসিংহ গীতিকায় সংকলিত ‘কাজলরেখা’ কাহিনি অবলম্বনে একই নামের একটি মঞ্চনাটক প্রযোজনা করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের একাডেমিক থিয়েটার। আজ (১৭ জুলাই) বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে এর প্রদর্শনী হবে।
‘কাজলরেখা’র রচনা ও নির্দেশনা রুবাইয়াৎ আহমেদের। তিনি বলেন, ‘ধৈর্য ও সহনশীলতার অতুলনীয় দৃষ্টান্ত কাজলরেখা। দীনেশচন্দ্র সেন কর্তৃক মৈমনসিংহ গীতিকায় সংকলিত এই আখ্যানে মানুষের অপরাজেয় মানসিকতার খোঁজ মেলে। মূলত নেত্রকোণা-কিশোরগঞ্জের হাওর অধ্যুষিত অঞ্চলে সৃষ্টি হয়েছে ‘কাজলরেখা’। মানুষ, প্রাণী, প্রকৃতি, প্রবৃত্তি, ধর্ম, দৈব– সব একাকার হয়ে মিশেছে এই অনুপম কাব্যে।’

‘কাজলরেখা’ নাটকের দৃশ্য (ছবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ)
মঞ্চনাটকটিতে সূঁচরাজার জন্ম এবং তার জীবন্মৃত অবস্থার নেপথ্য অনুঘটক হিসেবে আমাদেরই ঐতিহ্যসিক্ত মনসাকে যুক্ত করা হয়েছে। মূলত বর্ণনা-গীত, ন্যূনতম চরিত্রাভিনয় আর দর্শকের সৃজনকল্পনাকে আশ্রয় করে দৃশ্যমান হয়েছে ঘটনা পরম্পরা।

‘কাজলরেখা’ নাটকের দৃশ্য (ছবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ)
‘কাজলরেখা’র কাহিনিতে দেখা যায়, ভাগ্যের লিখন ভেবে মেয়ে কাজলরেখাকে বনবাসে দিয়ে আসে ধনেশ্বর। শরীরে সূঁচবিদ্ধ অভিশপ্ত অর্ধমৃত এক রাজকুমারকে বাঁচাতে বনবাসে দিন কাটে সওদাগর-কন্যার। দীর্ঘদিন বহু কষ্ট সহ্য করে স্বামীকে সারিয়ে তোলে সে। তবে সুস্থ হয়ে রাজা স্ত্রীকে মনে করে দাসী। স্বামীর প্রাসাদে ফিরে দাসী হয়েই থাকে সে। অশেষ কষ্ট ভোগ করেও কাজলরেখা গোপন রাখে নিজের পরিচয়।

‘কাজলরেখা’ নাটকের দৃশ্য (ছবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ)
নাটকটিতে অভিনয় করেছেন জীবন, জ্যোতি, অর্ণব, ইন্দ্রানী, কুমু, লগ্ন, মনিকা, তানিয়া, সেলিম, আমিন, সাদমান, আবুযর, স্নেহাশীষ, অদিতি, হিমা, নিলয়, ধ্রুব, মিশর, রকি, উজ্জ্বল, লাপোল, তৃষ্ণা ও কেয়া।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস