বিশ্বসংগীত
ম্যাডিসন স্কয়ার গার্ডেনে ইতিহাস গড়ার পথে চিরকুট
বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে ‘গোল্ডেন জুবিলি কনসার্ট বাংলাদেশ’ শীর্ষক আয়োজনে সংগীত পরিবেশন করতে চিরকুট ব্যান্ড এখন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। জার্মানির বিশ্বনন্দিত রক ব্যান্ড স্করপিয়নসের সঙ্গে পারফর্ম করবে বাংলাদেশের গানের দলটি।
৬ মে রাত ৮টায় (বাংলাদেশ সময় ৭ মে সকাল) বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও ঐতিহাসিক ভেন্যু ম্যাডিসন স্কয়ার গার্ডেনে রয়েছে তাদের সংগীত পরিবেশনা।
ইতিহাস গড়ার পথে গত ৪ মে নিউ ইয়র্কে পৌঁছায় চিরকুট। ব্যান্ডটির পক্ষে গেছেন কণ্ঠশিল্পী ও গীতিকবি শারমিন সুলতানা সুমী, গিটারবাদক ইমন চৌধুরী এবং ড্রামার ও পারকাশনশিল্পী পাভেল আরীন।
২০১৬ সালে যুক্তরাষ্ট্রের অস্টিনে বাংলাদেশের প্রথম ব্যান্ড হিসেবে চিরকুট বিশ্বের অন্যতম বৃহত্তম সংগীত উৎসব সাউথ বাই সাউথ ওয়েস্টে (এসএক্সএসডব্লিউ) পারফর্ম করেছে। এবার আরও বড় পরিসরের আয়োজনে থাকছে তারা।
স্করপিয়নস ব্যান্ড তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে আজ কনসার্টের পোস্টার শেয়ার দিয়ে বলেছে, ‘দেখা হচ্ছে ম্যাডিসন স্কয়ার গার্ডেনে।’
ম্যাডিসন স্কয়ার গার্ডেন এবং স্করপিয়নসের বেঁধে দেওয়া নিয়ম অনুযায়ী কনসার্টটি সরাসরি সম্প্রচার করা হবে না। তবে পাঁচ দিন পর বাংলাদেশের একটি টিভি চ্যানেলে এই আয়োজন দেখা যাবে।
বাংলাদেশ সরকারের আইসিটি বিভাগের বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের উদ্যোগে ‘লেট দ্য মিউজিক স্পিক’ প্রতিপাদ্যে আয়োজিত এই কনসার্টের অন্যতম আয়োজক ইউএনডিপি (জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি)। কনসার্ট থেকে প্রাপ্ত অর্থ সাইবার নিরাপত্তায় ইউএনডিপি’র তহবিলে দেওয়া হবে।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পণ্ডিত রবিশংকর ও তাঁর বন্ধু বিটলস ব্যান্ডের জর্জ হ্যারিসন বাংলাদেশের শরণার্থীদের সাহায্যার্থে একটি কনসার্ট করেন ম্যাডিসন স্কয়ার গার্ডেনে। সেই কনসার্ট থেকে পাওয়া অর্থ পাঠানো হয় বাংলাদেশের শরণার্থীদের কল্যাণে। তাই ঐতিহাসিক এই ভেন্যুকে বেছে নেওয়া হয়েছে।
-
ছবি ও কথা1 year ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস