Connect with us

হলিউড

যুক্তরাষ্ট্রের আগে বাংলাদেশে ‘গ্ল্যাডিয়েটর টু’

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

‘গ্ল্যাডিয়েটর টু’র দৃশ্যে পেড্রো পাসকাল ও পল মেসকাল (ছবি: প্যারামাউন্ট পিকচার্স)

হলিউডের সাড়া জাগানো সিনেমা ‘গ্ল্যাডিয়েটর’-এর বহুল প্রতীক্ষিত সিক্যুয়েল আসছে দুই যুগ পর। প্যারামাউন্ট পিকচার্সের পরিবেশনায় আগামী ২২ নভেম্বর যুক্তরাষ্ট্রে মুক্তি পাবে এটি। চমকপ্রদ খবর হলো, আমেরিকার আগেই বাংলাদেশে আসছে এই সিনেমা। স্টার সিনেপ্লেক্সে আগামীকাল (১৫ নভেম্বর) মুক্তি পাবে ‘গ্ল্যাডিয়েটর টু’। বাংলাদেশের পাশাপাশি যুক্তরাজ্যে আগামীকাল থেকে চলবে এর প্রদর্শনী।

২০০০ সালে মুক্তির পর বিশ্বব্যাপী ৪৬ কোটি ৫৪ লাখ ডলার আয় করে রিডলি স্কটের মাস্টারপিস ‘গ্ল্যাডিয়েটর’। এরপর মোট পাঁচটি অস্কার জিতেছে এই সিনেমা। গ্ল্যাডিয়েটর ম্যাক্সিমাস চরিত্রে অনবদ্য নৈপুণ্যের জন্য সেরা অভিনেতা বিভাগে অস্কার ঘরে তোলেন অস্ট্রেলিয়ান তারকা রাসেল ক্রো।

‘গ্ল্যাডিয়েটর টু’র দৃশ্যে পল মেসকাল (ছবি: প্যারামাউন্ট পিকচার্স)

নতুন কিস্তিতে গ্ল্যাডিয়েটর (মল্লযোদ্ধা) লুসিয়াস চরিত্রে অভিনয় করেছেন আইরিশ অভিনেতা পল মেসকাল। লুসিয়াস হলো দুর্নীতিবাজ সাবেক সম্রাট কমোডাসের ভাগ্নে। ‘গ্ল্যাডিয়েটর’ সিনেমায় কমোডাস চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছেন আমেরিকান তারকা ওয়াকিন ফিনিক্স।

‘গ্ল্যাডিয়েটর টু’র দৃশ্যে কনি নিলসেন ও জোসেফ কুইন (ছবি: প্যারামাউন্ট পিকচার্স)

নতুন পর্বে দেখা যাবে, যমজ সম্রাট কারাকাল্লা ও গেতার নির্দেশে রোমান সৈন্যরা লুসিয়াসকে ধরেবেঁধে এনে বন্দি হিসেবে রেখে দাসত্বে বাধ্য করে। ম্যাক্সিমাসের বীরত্বের স্মৃতিতে অনুপ্রাণিত হয়ে গ্ল্যাডিয়েটরে রূপ নেয় সে। মাক্রিনাসের উৎসাহে লড়াইয়ের জন্য প্রস্তুত হয় লুসিয়াস।

‘গ্ল্যাডিয়েটর টু’র পোস্টার (ছবি: প্যারামাউন্ট পিকচার্স)

অস্ত্র ব্যবসায়ী ও মল্লযোদ্ধাদের পৃষ্ঠপোষক মাক্রিনাস চরিত্রে আছেন আমেরিকান অভিনেতা ডেনজেল ওয়াশিংটন। আগের পর্বের মতো সিক্যুয়েলেও লুসিয়াসের মা লুসিল্লা চরিত্রে অভিনয় করেছেন ডেনিশ তারকা কনি নিলসেন। জেনারেল মার্কাস অ্যাকাসিয়াস চরিত্রে আছেন চিলিয়ান-আমেরিকান তারকা পেড্রো পাসকাল। যমজ সম্রাটের ভূমিকায় অভিনয় করেছেন জোসেফ কুইন ও ফ্রেড হেশিংয়ার।

‘গ্ল্যাডিয়েটর টু’র দৃশ্য (ছবি: প্যারামাউন্ট পিকচার্স)

রোমান সাম্রাজ্যের প্রেক্ষাপটে রোমের কলোসিয়ামে জলযুদ্ধ ও হাজার হাজার দর্শনার্থীর সামনে গন্ডারের সঙ্গে লুসিয়াসের লড়াইসহ রুদ্ধশ্বাস অ্যাকশন দৃশ্য দর্শকদের চোখ পর্দায় আটকে রাখবে বলে আশা করা হচ্ছে। সিনেমাটির শুটিং হয়েছে মরক্কো, মালটা ও যুক্তরাজ্যে।

‘গ্ল্যাডিয়েটর টু’র দৃশ্য (ছবি: প্যারামাউন্ট পিকচার্স)

‘গ্ল্যাডিয়েটর’ পরিচালনা করেন রিডলি স্কট। সিক্যুয়েলও ৮৬ বছর বয়সী এই ব্রিটিশ নির্মাতাই তৈরি করেছেন। আগেরবার তিনি খরচ করেছেন ১০ কোটি ৩০ লাখ ডলার। এবারের পর্বের বাজেট ৩১ কোটি ডলার। দেখা যাক ‘গ্ল্যাডিয়েটর টু’ কত আয় করে!

সিনেমাওয়ালা প্রচ্ছদ