Connect with us

ওয়ার্ল্ড সিনেমা

কিশোরী-তরুণীদের বিরিয়ানি খাওয়ালেন নয়নতারা

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

নয়নতারা (ছবি: ইনস্টাগ্রাম)

দক্ষিণের লেডি সুপারস্টার নয়নতারা সম্প্রতি বলিউড বাদশা শাহরুখ খানের বিপরীতে ‘জওয়ান’ সিনেমায় কাজের সুবাদে দর্শকদের ভালোবাসায় সিক্ত হয়েছেন। এরপর মুক্তি পেয়েছে তার অভিনীত তামিল সিনেমা ‘ইরাইভান’। এবার রান্নাকে কেন্দ্র করে নির্মিত ‘আন্নাপুরানি’র মাধ্যমে সিনেমাহলে ফিরেছেন তিনি। এতে উচ্চাকাঙ্ক্ষী রন্ধনশিল্পীর ভূমিকায় অভিনয় করেছেন ৩৯ বছর বয়সী এই তারকা।

বড় পর্দায় সুস্বাদু বেশ কিছু খাবার পরিবেশন করতে দেখা যাচ্ছে নয়নতারাকে। সিনেমাটির প্রচারণার জন্য অভিনব পন্থা হিসেবে সমাজের বেশ কিছু কিশোরী ও তরুণীকে বিরিয়ানি খাইয়েছেন তিনি। ‘আন্নাপুরানি’র প্রচারণামূলক অনুষ্ঠানে তাকে সামনে থেকে দেখার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত এসব মেয়েরা। নয়নতারা হেঁটে হেঁটে নিজের হাতে খাবার পরিবেশন করছেন দেখে অবাক হয়েছে তারা।

অনুষ্ঠানে নয়নতারার পাশাপাশি তার সহশিল্পী জয় বিরিয়ানি পরিবেশন করেন। এসব মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেখে আপ্লুত নেটিজেনরা।

বিরিয়ানি পরিবেশনের ফাঁকে ফাঁকে মেয়েদের সঙ্গে আলাপ করেছেন নয়নতারা। ভক্তদের সঙ্গে বেশ স্বতস্ফূর্ত ছিলেন তিনি। প্রায় সব মেয়ের সঙ্গেই হাত মিলিয়েছেন নায়িকা।

‘আন্নাপুরানি’র দৃশ্যে নয়নতারা (ছবি: জি স্টুডিওস)

নয়নতারা ও জয় সামনে আসতেই ভক্তরা উল্লাসে মেতে ওঠে। তাদের মধ্যে দুই-একজন নায়িকাকে জড়িয়ে ধরে খাবার পরিবেশনের জন্য তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

‘আন্নাপুরানি’র দৃশ্যে নয়নতারা (ছবি: জি স্টুডিওস)

‘আন্নাপুরানি’তে ব্রাহ্মণ নারীর চরিত্রে অভিনয় করেছেন নয়নতারা। শাস্ত্রবিশ্বাসী একটি পরিবারে বেড়ে ওঠায় মাংসের সংস্পর্শ থেকে বিরত থাকতে হয় তাকে। কিন্তু আন্নাপুরানির স্বপ্ন নামি রন্ধনশিল্পী হওয়া। তাই পরিবারে এমবিএ পড়ার মিথ্যা কথা বলে হসপিটালিটি ইনস্টিটিউটে যোগ দেন তিনি।

নয়নতারা (ছবি: এক্স)

নিলেশ কৃষ্ণ পরিচালিত ‘আন্নাপুরানি’ মুক্তি পেয়েছে গত ১ ডিসেম্বর। এতে আরো অভিনয় করেছেন সত্যরাজ, কার্তিক কুমার, কে. এস. রবিকুমার, রেনুকাসহ অনেকে। প্রযোজনায় জি স্টুডিওস।

নয়নতারা (ছবি: এক্স)

নয়নতারার হাতে এখন আছে দুটি তামিল সিনেমা। এগুলো হলো এস. শশীকান্ত পরিচালিত ‘টেস্ট’ (মাধবন, সিদ্ধার্থ) ও ডুড ভিকির ‘মান্নানগাট্টি সিন্স ১৯৬০’ (যোগী বাবু, গৌরি কিষান)। দুটোই মুক্তি পাবে ২০২৪ সালে।

স্বামী ও যমজ সন্তানের মাঝে নয়নতারা (ছবি: এক্স)

সাত বছর প্রেমের পর ২০২২ সালের ৯ জুন পরিচালক বিগনেশ শিবানকে বিয়ে করেন নয়নতারা। তাদের সংসারে আছে যমজ পুত্রসন্তান উইর এবং উলাগাম। উইর অর্থ জীবন, উলাগাম অর্থ বিশ্ব। গত ৩১ আগস্ট ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুলে দুই ছেলেকে ভক্তদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন নয়নতারা।

সিনেমাওয়ালা প্রচ্ছদ