Connect with us

ঢালিউড

যে কারণে সাত মাস চুল-দাড়ি কাটাননি সিয়াম

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘জংলি’র দৃশ্যে সিয়াম আহমেদ (ছবি: ফিলম্যান প্রোডাকশন হাউস)

অভিনেতা সিয়াম আহমেদের কোনো সিনেমা মুক্তি পায়নি ২০২৪ সালে। ‘পোড়ামন ২’-এর মাধ্যমে ২০১৮ সালে বড় পর্দায় অভিষেকের পর টানা পাঁচ বছর দর্শকদের বিভিন্ন কাজ উপহার দিয়েছেন তিনি। গত বছর এর ব্যতিক্রম ঘটলো। তবে সবকিছু ঠিক থাকলে ‘জংলি’ মুক্তি পেতো। তবে ২০২৫ সালে এই সিনেমা নিয়ে হাজির হওয়ার ঘোষণা দিয়েছেন নায়ক।

‘জংলি’র জন্য নিবেদনের কথা জানাতে সামাজিক মাধ্যমে সিয়াম উল্লেখ করেছেন প্রায় সাত মাস চুল-দাড়ি কাটাননি তিনি। গতকাল (৩১ ডিসেম্বর, ২০২৪) রাত ১১টা ১০ মিনিটে ফেসবুক ও ইনস্টাগ্রামে এই তারকা লিখেছেন, “অভিনেতাদের জীবনে মাঝে মধ্যে এমন চরিত্র আসে যার জন্য সে নিজের সর্বস্ব দিতে রাজি হয়ে যায়। ‘জংলি’ আমার জীবনে তেমনই এক চরিত্র হয়ে এসেছে। হয়তো চুল-দাড়িতে এক্সটেনশন লাগালেই হতো, তবুও প্রায় সাত মাস চুল-দাড়ি কাটিনি। একবছর চরিত্রটাকে আগলে ধরে রেখেছি। কারণ চরিত্রটাকে যাপন করতে চেয়েছি, দর্শকদের নতুন কিছু উপহার দিতে চেয়েছি। আমি চেষ্টা করেছি, বাকিটা দর্শকের হাতে।”

‘জংলি’র শুটিংয়ে সিয়াম আহমেদ (ছবি: ফেসবুক)

এরপরের লাইনেই সিয়ামের ঘোষণা, “এই বছরের (২০২৪) সবটুকু যার নামে করে দিয়েছি, সেই ‘জংলি’ নিয়ে আসছি আগামী বছর।”

দর্শকদের প্রতি সিয়ামের আহ্বান, “আপনারা সিনেমাহলে আসবেন, আমাদের গোটা টিমের প্রচন্ড ভালোবাসা ও কষ্টের ‘জংলি’ দেখবেন সিনেমাহলে বসে, এটাই আমার কামনা। ‘জংলি’ আসছে। আসছে দারুণ চমক নিয়েই, ২০২৫ সালে। হ্যাপি নিউ ইয়ার।”

‘জংলি’ সিনেমায় শবনম বুবলী ও সিয়াম আহমেদ (ছবি: ফিলম্যান প্রোডাকশন হাউস)

‘জংলি’তে প্রধান নারী চরিত্র হিসেবে থাকছেন চিত্রনায়িকা শবনম বুবলী। পাশাপাশি চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন। এবারই প্রথম সিয়ামের সঙ্গে জুটি বাঁধলেন তিনি।

প্রার্থনা ফারদিন দীঘি (ছবি: ফেসবুক)

নতুন সিনেমায় সিয়ামকে কয়েকটি লুকে দেখা যাবে। এরমধ্যে একটি লুকে তার বিপরীতে থাকছেন দীঘি। পর্দায় তার স্বল্প উপস্থিতি দেখা যাবে। তবে চরিত্রটি বেশ গুরুত্বপূর্ণ।

‘জংলি’র ফার্স্টলুকে সিয়াম আহমেদ (ছবি: টাইগার মিডিয়া)

‘জংলি’ পরিচালনা করেছেন এম রাহিম। তার পরিচালিত প্রথম সিনেমা ‘শান’-এর নায়ক ছিলেন সিয়াম। দ্বিতীয়বারের মতো তারা একসঙ্গে কাজ করছেন।

সিনেমাটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, সোহেল খান, এরফান মৃধা শিবলু প্রমুখ। সিনেমাটির সব গানের সুর ও সংগীত পরিচালনা করছেন প্রিন্স মাহমুদ।

সিনেমাওয়ালা প্রচ্ছদ