Connect with us

টেলিভিশন

কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার ঘটনায় তারকারা যা বললেন

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীসহ দেশজুড়ে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ জানিয়েছেন শোবিজ তারকারা। সোশ্যাল মিডিয়ায় তারা নিজেদের ভাবনা তুলে ধরেছেন। একইসঙ্গে তাদের প্রত্যাশা, শিক্ষাঙ্গনসহ দেশে শান্তি ফিরে আসুক।

অভিনেতা চঞ্চল চৌধুরী পেশাগত কাজে প্রায় ২০ দিন আমেরিকায় থাকার পর গত ১৬ জুলাই রাতে ঢাকায় ফিরেছেন। সেখানে বসে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির খবর দেখে হতবাক ও শোকাহত হয়েছেন তিনি। ফেসবুক স্ট্যাটাসে সেই তথ্য জানিয়ে চঞ্চল লিখেছেন, ‘সমাধানের অন্য কোনো পথ কি খোলা ছিলো না? গুলি কেন করতে হলো? বুকের রক্ত না ঝরিয়ে সুষ্ঠু সমাধান করা যেতো না? যা ঘটে গেলো এটা যেমন মোটেও কাঙ্ক্ষিত নয়, বিষয়টা তেমনি হৃদয়বিদারক, মর্মান্তিক ও সভ্যতা বহির্ভূত! আমি খুব সাধারণ একজন মানুষ এবং অভিভাবক হিসেবে রাজনীতির এত এত কঠিন কৌশল বুঝি না! শুধু একটা প্রশ্ন বুঝি। তরুণ তাজা যে প্রাণগুলো অকালে ঝরে গেলো, তার দায় কে নেবে? যে মায়ের বুক খালি হলো, তার আর্তনাদ কি কোনো জনমে শেষ হবে? হায়রে দুর্ভাগা দেশ! নোংরা রাজনীতির নামে এই রক্তপাত বন্ধ হোক!’

অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব লিখেছেন, ‘সংঘাত-রক্তপাতে কোনো সমাধান আসে না। শিক্ষার্থীদের কথাগুলো শুনে তাদের সাথে কথা বলে যুক্তিতর্ক দিয়ে কি সমাধান হয় না? আমাদের কি কথা বলার মতো কারো মুখ নেই? কথা শোনার মতো কান নেই? সাধারণ শিক্ষার্থীদের ওপর আঘাত করা হচ্ছে, তারা আমাদেরই কারো না কারো সন্তান, ভাইবোন, বন্ধু কিংবা সহপাঠী। আমার করজোড়ে অনুরোধ, দয়া করে সকল প্রতিনিধি আলোচনায় বসুন, সকল ভুল বোঝাবুঝির অবসান ঘটুক অতিদ্রুতই। আর রক্ত দেখতে চাই না, আর কারো প্রাণ যাক চাই না। চাই না আর কোনো বাবা-মায়ের কোল খালি হোক। সংঘাত চাই না। সমাধান উপহার দিন। সহিংসতায় কখনো সমাধান আসে না।’

অভিনেত্রী তানজিন তিশার মন্তব্য, ‘শিক্ষাই জাতির মেরুদণ্ড। আজকের শিক্ষার্থীরা আগামীর দেশ গড়ার কারিগর। কিন্ত আজ ভালো নেই আমার দেশ, আমার শহর। শিক্ষাঙ্গনে শান্তিপূর্ণ পরিবেশ ফিরে আসুক। খুব দ্রুত চলমান সংকটের সমাধান হবে, সেটাই প্রত্যাশা করছি।’

সংগীতশিল্পী প্রিন্স মাহমুদের জন্মদিন ছিলো গতকাল। তিনি নিজের ফেসবুক প্রোফাইল ব্ল্যাক করে লিখেছেন, ‘এই সময় জন্মদিন-টিন পালনের নয়। লজ্জাহীন, বে-হায়ার মতো হাস্যরস ছবি দেওয়ারও সময় নয়।’

হেলমেট বাহিনীর মারধরের শিকার হওয়া শিক্ষার্থীদের একটি গ্রাফিতি ফেসবুক প্রোফাইল করেছেন সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। তিনি লিখেছেন, ‘আর কোনো মায়ের বুক খালি হোক চাই না, দেখতে চাই না রক্তাক্ত মুখ। শুনতে চাই না আর কোনো আর্তনাদ। তাই দয়া করে আলোচনার টেবিলে বসে যৌক্তিক সমাধানের উপায় খুঁজুন। ছেলে-মেয়েগুলোকে বাসায় ফিরতে দিন নিরাপদে। বিশ্ববিদ্যালয়গুলোকে নিরাপদ রাখুন, প্লিজ। শান্তি ফিরে আসুক আমাদের প্রিয় মাতৃভূমিতে। সহিংসতা নয়, দ্রুত সঠিক সমাধান হোক।’

একই গ্রাফিতি ফেসবুকে পোস্ট করে নতুন প্রজন্মের অভিনেত্রী সাদিয়া আয়মান তার ছোট ভাই সাদের বিদেশে পড়তে চলে যাওয়ার ঘটনা জানিয়েছেন। তিনি লিখেছেন, “আমি ওকে প্রায় রোজই বলতাম, ‘কেন যাবি তুই দেশের বাইরে, এখানে কত ভালো ভালো ইউনিভার্সিটি আছে, চাকরির সুযোগ সুবিধা আছে, তুই চলে গেলে তোর মায়া হবে না এই দেশের জন্য? কষ্ট লাগবে না মানুষগুলোর জন্য?’ সাদ কোনো উত্তর দিতো না। চুপ করে থাকতো। আমি ভাবতাম কথাবার্তা কম বলে তাই চুপ করে শুনে শুধু। কিন্তু আজ মনে হলো শান্তশিষ্ট আমার ছোট ভাইটা একা একা ঠিক সিদ্ধান্তই নিয়েছে। ও নিশ্চয়ই বুঝেছে এই দেশের প্রতি ওর মায়া রেখে লাভ নেই কারণ এই দেশ দেশের সন্তানদের মায়া করে না। যতগুলো স্টুডেন্টদের রক্তাক্ত ছবি দেখছি, ততবারই বুকের মধ্যে একটা ধাক্কা লাগছে। মনে হচ্ছে আমার ছোট ভাই ওদের মধ্যে কেউ!”

চিত্রনায়িকা মাহিয়া মাহির আহ্বান, ‘আমার ভাইবোনদের আর কেউ আঘাত করবেন না।’

চিত্রনায়ক নিরব হোসেন লিখেছেন, ‘আমার সোনার বাংলা আজ ভালো নেই। শিক্ষাই জাতির মেরুদণ্ড আর আজকের শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ। কিন্তু সেই শিক্ষার্থীদের রক্তক্ষরণ হচ্ছে, এটা মেনে নেওয়া যায় না। সকল শিক্ষাঙ্গনে শান্তিপূর্ণ পরিবেশ ফিরে আসুক। অতিদ্রুত চলমান সংকটের সমাধান হোক এটাই কাম্য। ছাত্র-ছাত্রীদের শরীরের আর এক ফোঁটাও রক্ত না ঝরুক।’

চিত্রনায়ক ইমন লিখেছেন, ‘আর কোনো সংঘাত চাই না। চাই না কোনো হানাহানি। সবার মাঝে শান্তি ফিরে আসুক। ভালো থাকুক আমাদের প্রিয় মাতৃভূমি।’

মুশফিক আর. ফারহানের মন্তব্য, ‘এই যে সন্তানসম ছাত্রদের লাঠিপেটা করছেন, বুকের কাছে এসে বিঁধিয়ে দিলেন বুলেট। ঘুম আসে তো রাতে? কই আমরা তো ঘুমাতে পারছি না?’

অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের আশা, ‘এই মুহূর্তে সবাই বাংলাদেশের এই পরিস্থিতির জন্য দোয়া করবেন,যাতে সঠিক পদক্ষেপ ও সময়োপযোগী যৌক্তিকতা বজায় রেখে সবকিছু সঠিক সমাধান হয়।’

সিনেমাওয়ালা প্রচ্ছদ