Connect with us

ঢালিউড

‘তুমি এতদিন পর ফিরে কী করবে?’ শাবনূরের উত্তর, ‘কষ্ট করলে কেষ্ট মেলে’

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

শাবনূর (ছবি: শেখ সাদি)

দীর্ঘ বিরতির পর বড় পর্দায় প্রত্যাবর্তন করতে চলেছেন নব্বই দশকের দাপুটে চিত্রনায়িকা শাবনূর। তরুণ নির্মাতা আরাফাত হোসাইনের ‘রঙ্গনা’র মাধ্যমে ক্যামেরার সামনে ফিরছেন নন্দিত এই নায়িকা। গতকাল (১০ ফেব্রুয়ারি) ঢাকা ক্লাবে এম এস ফিল্মসের ব্যানারে নির্মাণাধীন সিনেমাটির মহরত হয়ে গেলো। অনুষ্ঠানে তাকে নিয়ে একই প্রযোজনা প্রতিষ্ঠান ও একই নির্মাতার পক্ষ থেকে আরেকটি নতুন সিনেমার ঘোষণা দেওয়া হয়। এর নাম ‘এখনো ভালোবাসি’।

‘রঙ্গনা’র মহরতে শাবনূর বলেন, ‘সিনেমাটির জন্যই দেশে ফিরেছি। এতে আমাকে ভিন্নধর্মী একটি চরিত্রে দেখা যাবে। এর গল্প ও গান আমাকে টেনে এনেছে। গান শুনেই বলেছি, এখনই শুটিং শুরু করলে ভালো! কাজে ফিরতে পারছি বলে বেশ ভালো লাগছে। একটি কথা বলতে চাই, কামব্যাক বলতে কিছু নেই। শিল্পীদের কখনও মরণ হয় না। শিল্পীরা সারাজীবন বেঁচে থাকে তার কাজে। তাই আমার এই ফেরাকে কামব্যাক বলতে চাই না।’

‘রঙ্গনা’ সিনেমার মহরতে ফজলুর রহমান বাবুকে কেক খাইয়ে দিচ্ছেন শাবনূর (ছবি: শেখ সাদি)

নতুন সিনেমার গল্প নিয়ে আপাতত কিছু বলতে চান না শাবনূর। তবে তিনি জানিয়েছেন, এটি সময়োপযোগী। তার কথায়, “দশ বছর আগে আমাদের সিনেমার এক ধরনের দর্শক ছিলো, এখন আরেক ধরনের দর্শক। সবকিছু বিবেচনা করে বর্তমান প্রেক্ষাপট মাথায় রেখেই গল্পটি লেখা হয়েছে। এখনকার দর্শক এমন গল্পই পছন্দ করে। ক্যামেরার সামনে আমার ফিরতে আর বেশিদিন লাগবে না। শিগগিরই কাজটি শুরু করবো। এখন ‘রঙ্গনা’র জন্য শেষ পর্যায়ের প্রস্তুতি নিচ্ছি।”

শাবনূর (ছবি: শেখ সাদি)

শাবনূর যোগ করেছেন, “অনেকে প্রশ্ন তুলেছেন, ‘তুমি এতদিন পর ফিরে কী করবে?’ সিনেমাটিকে কেন্দ্র করে অনেক তর্ক-বিতর্ক হয়েছে। এজন্য শুরুতেই পরিচালক আরাফাত হোসাইনকে বলেছি, কষ্ট করলে কেষ্ট মেলে। ভালো কিছু করতে গেলে ঘাত-প্রতিঘাত থাকবেই। এসব নিয়েই চলতে হয়। মনোযোগ দিয়ে কাজটি করে নিজেকে প্রমাণ দিতে হবে। সে সিনেমাটির জন্য অনেক পরিশ্রম করছে।”

শাবনূর (ছবি: শেখ সাদি)

নতুন নির্মাতা প্রসঙ্গে নায়িকা বলেন, ‘নতুনদের সঙ্গে কাজ করতে আমার বরাবরই ভালো লাগে। এখনকার নতুন নির্মাতারা মুন্সিয়ানার পরিচয় দিয়ে এগিয়ে যাচ্ছেন।’

নতুন দুই সিনেমায় কাজ করেই থেমে থাকতে চান না শাবনূর। তিনি বলেন, ‘এখানেই থেমে থাকবো না। টানা কাজ করার চেষ্টা থাকবে আমার।’

শাবনূর (ছবি: শেখ সাদি)

‘রঙ্গনা’ সিনেমায় থাকছে তিনটি গান। এগুলো লিখেছেন কবির বকুল। সুর ও সংগীত পরিচালনার পাশাপাশি কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল। ইতোমধ্যে গানগুলোর রেকর্ডিং সম্পন্ন হয়েছে। সিনেমাটির কাহিনি লিখেছেন নির্মাতা নিজেই। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন তন্ময় মুক্তাদির। শিগগিরই সিনেমাটির শুটিং শুরু হবে। বর্তমানে চলছে শুটিংয়ের প্রস্তুতি। চলতি বছরের দুই ঈদের এক ঈদে এটি সিনেমাহলে মুক্তি পাবে।

‘রঙ্গনা’র শুটিং শেষের পর ‘এখনো ভালোবাসি’ সিনেমার শুটিং শুরু হবে বলে জানিয়েছেন পরিচালক আরাফাত হোসাইন।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ