Connect with us

ওয়ার্ল্ড সিনেমা

রটারড্যাম ফিল্ম ফেস্টিভ্যালে ‘শবনম’ ও ‘পেট কাটা ষ’

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

শবনম

‘শবনম’ শর্টফিল্মের দৃশ্য (ছবি: ফেসবুক)

ইউরোপের সম্মানজনক রটারড্যাম ফিল্ম ফেস্টিভ্যালের অফিসিয়াল সিলেকশনে জায়গা পেলো বাংলাদেশের দুটি ফিল্ম। আমোডো টাইগার শর্ট কম্পিটিশন শাখায় নির্বাচিত হয়েছে ঋতু সাত্তার পরিচালিত ‘শবনম’। অন্যদিকে ইন্টারন্যাশনাল প্রিমিয়ারে রয়েছে নুহাশ হুমায়ূন পরিচালিত ওয়েব সিরিজ ‘পেট কাটা ষ’। এর ১১০ মিনিটের সিনেমা সংস্করণ দেখানো হবে এই আয়োজনে।

‘শবনম’ ফিল্মের দৈর্ঘ্য ২৩ মিনিট। এর ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে রটারড্যাম ফিল্ম ফেস্টিভ্যালে। পরিচালক ঋতু সাত্তার সোশ্যাল মিডিয়ায় এর একটি পোস্টার শেয়ার করে সুখবরটি জানিয়েছেন।

ঋতু সাত্তার

ঋতু সাত্তার (ছবি: ফেসবুক)

শর্টফিল্মটিতে দেখানো হয়েছে বাংলার মসলিন তৈরির খণ্ডিত ইতিহাস এবং বিশ্বের বিভিন্ন আর্কাইভে ছড়িয়ে ছিটিয়ে থাকা এর ডকুমেন্টেশন। বাংলা ও ইংরেজি ভাষায় সাজানো ফিল্মটি প্রযোজনা করেছে ব্রিটিশ টেক্সটাইল বিয়েনিয়াল। চিত্রগ্রহণ করেছেন ইশতিয়াক হোসেন, মুনেম ওয়াসিফ, মো. সোহাগ ও সজল হোসেন। সম্পাদনায় ঋতু সাত্তার ও মো. আশিকুর রহমান। শব্দসজ্জা করেছেন আরমীন মুসা ও ঋতু সাত্তার।

আমোডো টাইগার শর্ট কম্পিটিশন শাখায় ‘শবনম’ ছাড়াও রয়েছে বিভিন্ন দেশের ২৩টি ফিল্ম। এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের পাশাপাশি ভারতের দুটি, দক্ষিণ কোরিয়া ও থাইল্যান্ডের একটি করে ফিল্ম নির্বাচিত হয়েছে।

আগামী বছরের ২৫ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত নেদারল্যান্ডসের রটারড্যাম শহরে অনুষ্ঠিত হবে উৎসবটি। করোনা মহামারি কাটিয়ে এবারই প্রথম স্বাভাবিকভাবে হতে যাচ্ছে এই আয়োজন।

পেট কাটা-ষ

‘পেট কাটা ষ’র বিভিন্ন দৃশ্য (ছবি: চরকি)

এদিকে চরকির ওয়েব সিরিজ ‘পেট কাটা ষ’র মাধ্যমে বাংলা ওটিটি প্ল্যাটফর্মের কোনো কন্টেন্ট প্রথমবারের মতো জায়গা করে নিলো রটারড্যাম ফিল্ম ফেস্টিভ্যালে। এ প্রসঙ্গে পরিচালক নুহাশ হুমায়ূন বলেন, ‘ইউরোপের এমন সম্মানজনক উৎসবে নিজেদের উপস্থাপন করা বাংলাদেশি ওটিটি কন্টেন্টের জন্য নিঃসন্দেহে দারুণ ব্যাপার। আমাদের বাংলা ভূতের গল্পগুলো দক্ষিণ এশিয়ার দর্শকদের কল্পনাকে স্পর্শ করেছে। এবার আরও বিস্তৃত পরিসরে দর্শকদের কাছে পৌঁছাবে এটি।’

নুহাশ হুমায়ূন

নুহাশ হুমায়ূন (ছবি: ফেসবুক)

চরকির প্রধান পরিচালন কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ‘আমার ওটিটি প্ল্যাটফর্মের জন্য এই অর্জন অভাবনীয়। দেশের সীমানা ছাড়িয়ে ধীরে ধীরে চরকি বিশ্বব্যাপী ছড়িয়ে যাচ্ছে।’

মুখে মুখে প্রচলিত বিভিন্ন কুসংস্কার, লোককথার প্রেক্ষাপটে বর্তমান আবহে ভৌতিক ঘরানার চারটি গল্প নিয়ে সাজানো হয়েছে ‘পেট কাটা ষ’। এগুলো হলো ‘এই বিল্ডিংয়ে মেয়ে নিষেধ’, ‘মিষ্টি কিছু’, ‘লোকে বলে’ ও ‘নিশির ডাক’। চলতি বছরের এপ্রিলে সিরিজটি মুক্তি পায় চরকিতে। এতে অভিনয় করেছেন আফজাল হোসেন, চঞ্চল চৌধুরী, কাজী নওশাবা আহমেদ, সোহেল মন্ডল, শিরিন আক্তার শিলা, মোরশেদ মিশু, সাঈদা তাসলিমা হোসেন নদী, প্রীতম হাসান ও মাসুদা খান।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ