শুভেচ্ছা
রণবীর-আলিয়ার মেয়ে হয়েছে

আলিয়া ভাট ও রণবীর কাপুর (ছবি: ইনস্টাগ্রাম)
তারকা দম্পতি রণবীর কাপুর ও আলিয়া ভাট মেয়ের মুখ দেখলেন। আজ (৬ নভেম্বর) তাদের কোলে এসেছে এক কন্যাসন্তান। সোশ্যাল মিডিয়ায় তারা সুখবরটি নিশ্চিত করেছেন। এরপর থেকে তাদের অভিনন্দন জানাচ্ছেন ভক্ত ও তারকারা।
মুম্বাইয়ের এইচএন রিলায়েন্স হাসপাতালে রণবীর-আলিয়ার মেয়ের জন্ম হয়েছে। নরমাল ডেলিভারিতেই সন্তান জন্ম দিয়েছেন আলিয়া। তবে এখনো দুই পরিবারের পক্ষ থেকে মেয়ের নাম জানানো হয়নি।
সোশ্যাল মিডিয়ায় রণবীর-আলিয়া বলেন, ‘আমাদের জীবনের সেরা খবর: আমাদের সন্তান এসেছে। সে কী মায়াভরা মুখ! আমরা ভালোবাসায় ভাসছি। ধন্য ও মোহাবিষ্ট বাবা-মা আমরা! ভালোবাসা রইলো।’

রণবীর কাপুর ও আলিয়া ভাট (ছবি: ইনস্টাগ্রাম)
রণবীর ও আলিয়া কয়েক বছর চুটিয়ে প্রেম করেছেন। চলতি বছরের ১৪ এপ্রিল পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বিয়ের বন্ধনে জড়ান তারা। জীবনের নতুন অধ্যায় শুরুর পর জুনে ঘরে নতুন মানুষ আসছে বলে জানান দু’জনে। প্রথম সন্তানের প্রত্যাশায় গত মাসে বেবি শাওয়ার অনুষ্ঠান উপভোগ করেন আলিয়া। তখন তাকে শুভকামনা জানান শাশুড়ি নিতু কাপুর, কারিশমা কাপুর, শ্বেতা বচ্চন, রিমা জৈন, মা সোনি রাজদান, শাম্মি কাপুরের স্ত্রী নীলা দেবীসহ পরিবারের অনেকে।

আলিয়া ভাট ও রণবীর কাপুর (ছবি: ইনস্টাগ্রাম)
রণবীর ও আলিয়া প্রথমবার একসঙ্গে অভিনয় করেন ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান-শিবা’ সিনেমায়। গত ৯ সেপ্টেম্বর মুক্তির পর এটি ব্লকবাস্টার হিট হয়েছে। সম্প্রতি পরিবেশনা সংস্থা ডিজনি এর সিক্যুয়েলে সবুজ সংকেত দিয়েছে। পরের পর্বের নাম ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান-দেব’। এতে রণবীর-আলিয়ার পাশাপাশি থাকবেন দীপিকা পাড়ুকোন।

আলিয়া ভাট (ছবি: ইনস্টাগ্রাম)
এদিকে ২৯ বছর বয়সী আলিয়ার হাতে এখন আছে করণ জোহর পরিচালিত ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’। এতে তার বিপরীতে দেখা যাবে রণবীর সিংকে। এছাড়াও আছেন ধর্মেন্দ্র, জয়া বচ্চন ও শাবানা আজমি। এটি মুক্তি পাবে ২০২৩ সালে।

আলিয়া ভাট (ছবি: ইনস্টাগ্রাম)
এছাড়া টম হারপার পরিচালিত ‘হার্ট অব স্টোন’ সিনেমার মাধ্যমে হলিউডে অভিষেক হবে আলিয়ার। এতে তার সহশিল্পী গ্যাল গ্যাডট ও জেমি ডরন্যান। এটি নেটফ্লিক্সে মুক্তি পাবে আগামী বছর।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস