Connect with us

বলিউড

রবীন্দ্রনাথ ঠাকুর চরিত্রে বলিউডের এই অভিনেতা

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

অনুপম খের (ছবি: ইনস্টাগ্রাম)

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের চরিত্রে অভিনয় করবেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা অনুপম খের। এটি হতে যাচ্ছে তার ৫৩৮তম কাজ। কবিগুরুর সাজে প্রথম দর্শনেই মুগ্ধ করেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় এটি দেখে ভক্ত ও সিনেমাপ্রেমীরা ব্যাপক কৌতূহলী হয়ে উঠেছে।

অনুপম খের (ছবি: ইনস্টাগ্রাম)

বরাবরই বৈচিত্র্যময় চরিত্র উপস্থাপনে অনুপম খের দক্ষতার প্রমাণ রেখেছেন। আবার একটি চ্যালেঞ্জিং ভূমিকায় দেখা যাবে তাকে। এবার রবীন্দ্রনাথ ঠাকুরের চরিত্রে দর্শকদের সামনে আসতে চলেছেন তিনি। ভারতের ইতিহাসে অন্যতম শ্রদ্ধেয় সাহিত্য ব্যক্তিত্বকে বড় পর্দায় ফুটিয়ে তুলতে তার নিবেদন কাজে লাগবে বলে আশা করা হচ্ছে।

 

View this post on Instagram

 

A post shared by Anupam Kher (@anupampkher)

নোবেল জয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের সাজে তোলা ছবি দিয়ে সাজানো একটি ভিডিও গতকাল (৭ জুলাই) নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছেন অনুপম খের। সাদা পরচুলা ও দাড়ির সঙ্গে ধূসর রঙের পোশাকে তাকে বেশ মানিয়েছে। কবিগুরুর বেশে তাকে এতোটাই বিশ্বাসযোগ্য লাগছে যে, একঝটকায় বোঝার উপায় নেই এটি তার নতুন গেটআপ!

অনুপম খের (ছবি: ইনস্টাগ্রাম)

সোশ্যাল মিডিয়ায় অনুপম খের ভক্তদের আশ্বস্ত করেছেন, ধীরে ধীরে সিনেমাটির ব্যাপারে বিস্তারিত জানাবেন। ভিডিও ক্লিপের ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমার ৫৩৮তম কাজ। গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের চরিত্রে অভিনয় করতে পারা আমার সৌভাগ্য। সিনেমাটির বিস্তারিত তথ্য যথাসময়ে আপনাদের জানাবো।’

১৯৩৫ সালে যেমন ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর (ছবি: ইনস্টাগ্রাম)

১৮৬১ সালের ৮ মে কলকাতায় জন্মগ্রহণ করেন রবীন্দ্রনাথ ঠাকুর। ৮ বছর বয়স থেকে কবিতা লিখতেন তিনি। ছদ্মনাম ভানুসিমহা নামে ১৬ বছর বয়সে প্রথম কাব্যগ্রন্থ বের হয় তার। ১৯১৩ সালে ‘গীতাঞ্জলি’ কাব্যগ্রন্থের সুবাদে প্রথম ভারতীয় ও প্রথম অ-ইউরোপীয় হিসেবে সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করেন কবিগুরু। ভারতের জাতীয় সংগীত ‘জন গণ মন’ এবং বাংলাদেশের জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা’ তারই লেখা।

অনুপম খের (ছবি: ইনস্টাগ্রাম)

অনুপম খেরকে সর্বশেষ ‘আইবি ৭১’ সিনেমায় দেখা গেছে। ৬৮ বছর বয়সী এই অভিনেতার হাতে এখন আরো আছে কঙ্গনা রনৌত পরিচালিত ‘ইমার্জেন্সি’, অনুরাগ বসুর ‘মেট্রো ইন দিনো’ (আদিত্য রয় কাপুর, সারা আলি খান, ফাতিমা সানা শেখ), বিবেক অগ্নিহোত্রীর ‘দ্য ভ্যাকসিন ওয়ার’, ‘বিজয় ৬৯’, ‘কুছ খাট্টা হো জায়ে’ (সাই মাঞ্জরেকার, গুরু রানধাওয়া), ‘দ্য সিগনেচার’ (মহিমা চৌধুরী)। গত বছর অনুপম খের অভিনীত ‘দ্য কাশ্মির ফাইলস’ ব্লকবাস্টার হিট হয়েছে।

সিনেমাওয়ালা প্রচ্ছদ