Connect with us

ঢালিউড

রাজনীতিতে মাহি হাওয়া!

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

মাহিয়া মাহি (ছবি: ইনস্টাগ্রাম)

রুপালি পর্দার গণ্ডি পেরিয়ে রাজনীতির ময়দানে পা রাখলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। জাতীয় সংসদের চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়ন ফরম কিনেছেন তিনি। তাই তাকে কেন্দ্র করে এখন ব্যাপক আলোচনা। বলা যায়, রাজনৈতিক অঙ্গনে এখন মাহি হাওয়া বইছে!

আজ (২৯ ডিসেম্বর) বিকালে ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন মাহিয়া মাহি। তিনি নাকি অন্য কেউ প্রার্থী হবেন সেই বিষয় চূড়ান্ত করবে ক্ষমতাসীন দলটির মনোনয়ন বোর্ড।

মাহিয়া মাহি (ছবি: ইনস্টাগ্রাম)

সংসদ থেকে বিএনপির পদত্যাগের ফলে চাঁপাইনবাবগঞ্জ-২ (ভোলাহাট-গোমস্তাপুর-নাচোল) আসনটি শূন্য হয়েছে। এতে উপ-নির্বাচন হবে আগামী বছরে ১ ফেব্রুয়ারি। মাহি যদি মনোনয়ন পান এবং বিজয়ী হন তাহলে চিত্রনায়িকা থেকে সংসদ সদস্য হওয়ার গৌরব অর্জন করবেন।

মাহিয়া মাহি (ছবি: ইনস্টাগ্রাম)

আওয়ামী লীগের উচ্চপর্যায় থেকে অনুমতি পেয়েই মনোনয়ন ফরম কিনেছেন মাহিয়া মাহি। আজ সচিবালয়ে সংবাদ সম্মেলনে দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের উল্লেখ করেন, মাহির পরিবার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। উপ-নির্বাচনে মাহির প্রার্থী হওয়ার ইচ্ছের কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা করেছেন তিনি।

মন্ত্রীর কথার সত্যতা রয়েছে। মাহিয়া মাহির স্বামী রাকিব সরকার রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি গাজীপুর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্য। গত বছরের ১৩ সেপ্টেম্বর তারা ঘর বাঁধেন। দু’ জনে এখন প্রথম সন্তানের মুখ দেখার অপেক্ষায়।

মাহিয়া মাহি

মাহিয়া মাহি ও রাকিব সরকার (ছবি: ইনস্টাগ্রাম)

অন্তঃসত্ত্বা থাকায় শুটিং থেকে কিছুদিন দূরে আছেন মাহি। তবে রাজনীতির মাঠে ঠিকই পাওয়া যাচ্ছে তাকে।

গত অক্টোবরে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটিতে পদ পেয়েছেন মাহিয়া মাহি। দুই বছরের জন্য সংগঠনটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন তিনি।

মাহিয়া মাহি (ছবি: ইনস্টাগ্রাম)

গত ৭ অক্টোবর মুক্তি পাওয়া ‘যাও পাখি বলো তারে’ সিনেমার মাধ্যমে মাহিয়া মাহিকে সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে। মোস্তাফিজুর রহমান মানিকের পরিচালনায় এতে আরও অভিনয় করেছেন আদর আজাদ ও শিপন মিত্র।

মাহিয়া মাহি (ছবি: ইনস্টাগ্রাম)

১৯৯৩ সালে রাজশাহীতে জন্মগ্রহণ করেন মাহিয়া মাহি। তার আসল নাম শারমিন আক্তার নিপা। ২০১২ সালে ‘ভালোবাসার রঙ’ সিনেমার মধ্য দিয়ে ঢালিউডে পথচলা শুরু করেন তিনি। এরপর বেশকিছু ব্যবসাসফল সিনেমায় দেখা গেছে তাকে।

সিনেমাওয়ালা প্রচ্ছদ