Connect with us

ঢালিউড

রাজের নতুন সিনেমা ‘ওমর’

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

মুহাম্মদ মোস্তফা কামাল রাজ (ছবি: ফেসবুক)

নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ চার বছর পর সিনেমা পরিচালনায় ফিরছেন। এর নাম রাখা হয়েছে ‘ওমর’। তবে এতে কারা অভিনয় করবেন সেসব আপাতত চমক হিসেবে রেখে দিয়েছেন তিনি।

‘ওমর’ কী ধরনের সিনেমা হবে? রাজের উত্তর, ‘আমার আগের সিনেমাগুলোর চেয়ে এটি একটু আলাদা ঘরানার অর্থাৎ রহস্য থ্রিলার। গল্পের বাঁকে বাঁকে অনেক টুইস্ট আছে। এর চেয়ে আর বেশি কিছু বলতে চাই না আপাতত।’

মুহাম্মদ মোস্তফা কামাল রাজ (ছবি: ফেসবুক)

আগামী জুন কিংবা জুলাইয়ে ‘ওমর’-এর শুটিং শুরুর পরিকল্পনা করেছেন রাজ। আসন্ন ঈদুল ফিতরের আগেই নায়ক-নায়িকা চূড়ান্ত করে তাদের নাম ঘোষণার ইচ্ছে আছে তার।

মুহাম্মদ মোস্তফা কামাল রাজ (ছবি: ফেসবুক)

রাজ আরো জানান, তার নতুন সিনেমার চিত্রনাট্য তৈরি করেছেন সিদ্দিক আহমেদ। এটি প্রযোজনা করবেন খোরশেদ আলম। মাস্টার কমিউনিকেশন্স এটি নির্মাণে যুক্ত থাকবে।

মুহাম্মদ মোস্তফা কামাল রাজ (ছবি: ফেসবুক)

‘ওমর’ হতে যাচ্ছে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ষষ্ঠ সিনেমা। এরমধ্যে প্রথমটি অর্থাৎ ‘প্রজাপতি’ মুক্তি পায় ২০১১ সালে। এরপর তিনি একে একে পরিচালনা করেছেন ‘ছায়া-ছবি’ (২০১২), ‘তারকাঁটা’ (২০১৪), ‘সম্রাট’ (২০১৬) এবং ‘যদি একদিন’ (২০১৯) সিনেমাগুলো।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ