Connect with us

ওটিটি

রায়হান রাফীর ‘মায়া’য় নতুন এক ইমন

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘মায়া’ ওয়েব ফিল্মে ইমন (ছবি: কানন ফিল্মস

চিত্রনায়ক মামনুন ইমনকে আগে এভাবে দেখা যায়নি! ‘মায়া’ নামের একটি ওয়েব ফিল্মে তাকে নতুন আঙ্গিকে পাওয়া যাবে। এর মাধ্যমে ওটিটিতে অভিষেক হচ্ছে এই তারকার। 

‘মায়া’র মাধ্যমে প্রথমবার আলোচিত নির্মাতা রায়হান রাফীর পরিচালনায় কাজ করেছেন ইমন। ‘তুফান’ দিয়ে দেশ-বিদেশে ঝড় তোলার পর রাফীর এই কন্টেন্ট প্রকাশ্যে আসছে। তার কাজ বলেই ইমন বেশ আশাবাদী। তার বিশ্বাস, কন্টেন্টটি দর্শকদের মন জয় করবে।

রায়হান রাফী (ছবি: কানন ফিল্মস

‘মায়া’ ওয়েব ফিল্মের ট্যাগলাইন রাখা হয়েছে ‘সকলই ফুরায়ে যায়, যায় না মায়া’। ইতোমধ্যে অবমুক্ত হয়েছে এর পোস্টার ও টিজার। এতে রাহান চরিত্রে অভিনয় করেছেন ইমন। চরিত্রের প্রয়োজনে তাকে চুল ছোট করতে হয়েছে।

‘মায়া’য় নাম ভূমিকায় আছেন অভিনেত্রী সারিকা সাবরিন। এছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নাদের চৌধুরী, হারুন রশিদ, শিশুশিল্পী মুনতাহা এমেলিয়া।

মামনুন ইমন (ছবি: ফেসবুক)

আগামী ৩০ সেপ্টেম্বর বিঞ্জ অ্যাপে মুক্তি পাচ্ছে ‘মায়া’। ওয়েব ফিল্মটির চিত্রনাট্য লিখেছেন রায়হান রাফী, মেহেদি হাসান মুন ও সাইদুজ্জামান আহাদ।

সিনেমাওয়ালা প্রচ্ছদ