ঢালিউড
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
ঢালিউড সুপারস্টার শাকিব খানের ব্লকবাস্টার হিট ‘প্রিয়তমা’ সিনেমাহলে সস্ত্রীক দেখলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। গতকাল (১ সেপ্টেম্বর) রাতে ঢাকার মহাখালীতে এসকেএস টাওয়ারে স্টার সিনেপ্লেক্সে এটি উপভোগ করেন তিনি। বাবা-মায়ের সঙ্গে ছিলেন ‘প্রিয়তমা’র প্রযোজক আরশাদ আদনান।
গতকাল ছিলো রাষ্ট্রপতির স্ত্রী ড. রেবেকা সুলতানার জন্মদিন। এ উপলক্ষে স্টার সিনেপ্লেক্সে বিশাল কেক কাটা হয়। কেকে লেখা ছিলো– হ্যাপি বার্থডে ‘প্রিয়তমা’। এরপর পর্দায় রাষ্ট্রপতি ও তার পরিবারের বিভিন্ন আনন্দঘন মুহূর্তের স্থিরচিত্র দেখানো হয়।
‘প্রিয়তমা’র বিশেষ প্রদর্শনী শেষ হতেই প্রথমে শাকিবকে ও পরে ছেলেকে জড়িয়ে ধরেন রাষ্ট্রপতি। তার চোখেমুখে তখন ছেলেকে নিয়ে গর্ব ঠিকরে পড়েছে। রাষ্ট্রপতির স্ত্রীর চোখ তখন ছলছল করেছে।
সিনেমাহলে রাষ্ট্রপতির একটি ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে শাকিব লিখেছেন, “গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্যার ‘প্রিয়তমা’ দেখেছেন এবং আমার ও সব কলাকুশলীর ভূয়সী প্রশংসা করেছেন।”
রাষ্ট্রপতির পাশে বসে নিজের সিনেমা দেখে গর্বিত ‘প্রিয়তমা’র পরিচালক হিমেল আশরাফ। ফেসবুকে তিনি লিখেছেন, “এক জীবনে আমার আর কী চাওয়ার থাকতে পারে। বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি তার পরিবার নিয়ে বঙ্গভবন থেকে সিনেমাহলে এসে আমার সিনেমা উপভোগ করেছেন, তার পাশে বসে আমি আমার সিনেমা দেখেছি, বড় পর্দায় গণ্যমান্য মানুষের সঙ্গে আমার নাম দেখেছি, এক জীবনে পরিচালক হিসেবে আর কী চাইতে পারি!”
শাকিব খান, আরশাদ আদনান, ‘প্রিয়তমা’র চিত্রনাট্যকার ফারুক হোসেনসহ সিনেমাটির সব কলাকুশলী ও সাধারণ দর্শকদের ধন্যবাদ দিয়েছেন হিমেল আশরাফ। তিনি ফেসবুক স্ট্যাটাসে যোগ করেছেন, ‘অনেকেই বলবেন– রাষ্ট্রপ্রতির ছেলের সিনেমা, তাই তিনি দেখেছেন। কথাটা কিছুটা সত্যি হলেও আসল কারণ সাধারণ দর্শকদের আগ্রহ। দেশ-বিদেশে বাংলাদেশি সাধারণ মানুষের ভালোবাসাই সিনেমাটি দেখার জন্য তাদের উদ্বুদ্ধ করেছে। সাধারণ দর্শক যারা প্রিয়তমা দেখেছেন, ভালোবেসেছেন, আপনাদের কাছে আমি আজীবন কৃতজ্ঞ। বিশ্বাস করেন, শুধু আপনারাই আমার খুব সাধারণ জীবনটা অসাধারণ করে দিয়েছেন।’
সিনেমাটির অভাবনীয় সাফল্যে হিমেল আশরাফকে সম্প্রতি ২৬ লাখ টাকা মূল্যের নতুন একটি গাড়ি উপহার দিয়েছেন প্রযোজক আরশাদ আদনান। তার প্রতিষ্ঠান ভার্সেটাইল মিডিয়া প্রযোজনা করেছে ‘প্রিয়তমা’।
গত ২৯ জুন দি অভি কথাচিত্রের পরিবেশনায় ঢাকাসহ সারাদেশে মুক্তি পায় ‘প্রিয়তমা’। ঈদুল আজহার দিন থেকেই এটি দেখতে রাজধানী ঢাকাসহ সারাদেশের দর্শকেরা সিনেমাহলে হুমড়ি খেয়ে পড়েছেন। যুক্তরাষ্ট্র, কানাডা, আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফ্রান্স ও যুক্তরাজ্যে মুক্তি পেয়েছে এই সিনেমা।
বড় পর্দায় মুক্তির আট সপ্তাহের মধ্যে এই সিনেমা ডিজিটাল মাধ্যমে নিয়ে এসেছে বায়োস্কোপ। ফলে সাশ্রয়ী মূল্যে মাত্র ১৮ টাকায় নিজেদের সুবিধামতো সময়ে যেকোনো জায়গা থেকে এটি দেখতে পারছেন যে কেউ।
শাকিব খানের সঙ্গে ‘প্রিয়তমা’য় প্রথমবার জুটি বেঁধেছেন কলকাতার নায়িকা ইধিকা পাল। ওপার বাংলার টেলিভিশন অঙ্গনের পরিচিত মুখ তিনি। বাংলাদেশের সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হলো এই তারকার। ‘প্রিয়তমা’য় আরো অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, লুৎফর রহমান জর্জ, ডন, শহিদ উন নবী, এলিনা শাম্মিসহ অনেকে।
‘প্রিয়তমা’ সিনেমার সব গান শ্রোতাপ্রিয়তা পেয়েছে। এরমধ্যে ‘কোরবানি কোরবানি’র কথা, সুর ও কণ্ঠ কলকাতার আকাশ সেনের। তার সুর-সংগীতে এবং আসিফ ইকবালের কথায় ‘ও প্রিয়তমা’ গেয়েছেন বালাম ও কোনাল। প্রিন্স মাহমুদের সুর-সংগীত ও সোমেশ্বর অলির কথায় ‘ঈশ্বর’ গানটিতে কণ্ঠ দিয়েছেন রিয়াদ। এছাড়া জাহিদ আকবরের কথা ও সাজিদ সরকারের সুর-সংগীতে ‘গভীরে’ গেয়েছেন রেহান রাসুল ও প্রিয়াঙ্কা গোপ।
-
ছবি ও কথা1 year ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস
-
ওটিটি2 years ago
সঞ্জয়লীলা বানসালির প্রথম ওয়েব সিরিজে যৌনকর্মী চরিত্রে ছয় নায়িকা