ছবিঘর
রুনা খানের নতুন ৯টি ছবি সাড়া ফেলেছে
নতুন ফটোশুটে সাড়া ফেলেছেন অভিনেত্রী রুনা খান। আজ (১২ ফেব্রুয়ারি) দুপুরে সোশ্যাল মিডিয়ায় ৯টি ছবি শেয়ার দিয়েছেন তিনি। এগুলোতে আবেদনময়ী ভঙ্গিতে হাজির হয়ে উত্তাপ ছড়িয়েছেন নায়িকা। নেটিজেনদের মধ্যে এসব ছবিকে ঘিরে সাড়া পড়ে গেছে। সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে এখন তিনি।

নতুন ছবি শেয়ার করে রুনা খান লিখেছেন, ‘পোশাক পৃথিবীতে পরিবর্তন আনতে পারবে না। যেসব নারী এগুলো পরে, তারা চারপাশ বদলে দিতে পারেন।’

রুনা খানের নতুন ছবিগুলো তুলেছেন আলোকচিত্রী নাসির হোসেন। নায়িকার মেকআপ করেছেন ফারহানা চৈতী।

৪২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ‘হালদা’র জন্য সেরা পার্শ্ব অভিনেত্রী হওয়া রুনা খান গত দুই বছরে ৪০ কেজি ওজন কমিয়ে আলোচনায় এসেছেন। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ঘরে তৈরি বাঙালি খাবার খেয়ে থাকেন। এর সঙ্গে কিছু বিষয় নিয়মিত মেনে চলেন। এরমধ্যে রয়েছে ব্ল্যাক কফি, সবুজ শাকসবজি, বাদাম, গ্রিন টি ও লেবু খাওয়া। এছাড়া প্রতিদিন এক ঘণ্টা হাঁটেন, যোগব্যায়াম করেন এবং চিনি পুরোপুরি এড়িয়ে চলেন।

রুনা খান অভিনীত সিনেমার তালিকায় আরো আছে সাজেদুল আউয়ালের ‘ছিটকিনি’ (২০১৭), বদরুল আনাম সৌদের ‘গহীন বালুচর’ (২০১৭), মৃত্তিকা গুণ পরিচালিত ‘কালো মেঘের ভেলা’ (২০১৮), গোলাম সোহরাব দোদুলের ‘সাপলুডু’ (২০১৯) ও পঙ্কজ পালিতের ‘একটি না বলা গল্প’ (২০২৩)।

রুনা খানকে সর্বশেষ কাজল আরেফিন অমি পরিচালিত ‘অসময়’ ওয়েব ফিল্মে আইনজীবী চরিত্রে দেখা গেছে। তার অভিনীত ওয়েব ফিল্মের তালিকায় আরো আছে আশফাক নিপুনের ‘কষ্টনীড়’ (হইচই, ২০২১), গৌতম কৈরীর ‘আন্তঃনগর’ (চরকি, ২০২৩), আবু হায়াত মাহমুদের “মার্ডার নাইনটি’স” (আরটিভি প্লাস, ২০২৩)।

রুনা খানের ওয়েব সিরিজের তালিকায় আছে আশফাক নিপুনের ‘সাবরিনা’ (হইচই, ২০২২), অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত ‘বোধ’ (হইচই, ২০২২) এবং সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ পরিচালিত ‘বিলাপ’ (সিনেম্যাটিক, ২০২১)।

রুনা খানের হাতে এখন আছে দুই সিনেমা মাসুদ পথিকের ‘বক’ ও কৌশিক শংকর দাসের ‘দাফন’, শাহরিয়ার নাজিম জয়ের ওয়েব ফিল্ম ‘শোধ’ এবং সঞ্জয় সমদ্দারের নাটক ‘স্বর্ণ মানব’।

২০০২ সালে নাগরিক নাট্য সম্প্রদায়ে যোগ দেন রুনা খান। ২০০৫ সালে শিশুতোষ অনুষ্ঠান ‘সিসিমপুর’-এর মাধ্যমে পরিচিতি পান তিনি। মঞ্চে কয়েকটি নাটকে অভিনয় করে সুনাম কুড়িয়েছেন। মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘ফ্যামিলি ক্রাইসিস’ ধারাবাহিকের সুবাদে জনপ্রিয়তা ধরা দেয় তার হাতে।

ব্যক্তিজীবনে এশন ওয়াহিদকে বিয়ে করেছেন রুনা খান। তাদের মেয়ের নাম রাজেশ্বরী।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস