Connect with us

ওয়ার্ল্ড সিনেমা

রেইনড্যান্স উৎসবে পুরস্কার জিতলো নুহাশের ‘পেট কাটা ষ’

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

রেইনড্যান্স ফিল্ম ফেস্টিভ্যালের পুরস্কার হাতে নুহাশ হুমায়ূন (ছবি: চরকি)

নুহাশ হুমায়ূন পরিচালিত ‘পেট কাটা ষ’ আরেকটি আন্তর্জাতিক স্বীকৃতি পেলো। ৩১তম রেইনড্যান্স ফিল্ম ফেস্টিভ্যালের জুরি অ্যাওয়ার্ডসে সেরা আন্তর্জাতিক কাহিনিচিত্র হয়েছে এটি। লন্ডনের ওয়ান্ডারভিলে বিজয়ীদের নাম ঘোষণা ও পুরস্কার বিতরণ করেছে আয়োজকেরা।

সেরা আন্তর্জাতিক কাহিনিচিত্র শাখায় এবার মনোনীত হয় ‘পেট কাটা ষ’সহ ১০টি সিনেমা। অন্যগুলো হলো মেক্সিকোর ‘অল দ্য সাইলেন্স’, যুক্তরাষ্ট্রের ‘ব্লাড ফর ডাস্ট’, জার্মানির ‘ক্ল্যাশিং ডিফারেন্সেস’, ফিনল্যান্ডের ‘পালিম্পসেস্ট’, কানাডার ‘সুইট সিক্সটিন’, স্পেনের ‘টেন্ডার মেটালহেডস’ এবং হাঙ্গেরি ও স্লোভাকিয়ার ‘হোয়াইট প্লাস্টিক স্কাই’।

রেইনড্যান্স ফিল্ম ফেস্টিভ্যালের পুরস্কার হাতে নুহাশ হুমায়ূন (ছবি: চরকি)

সোশ্যাল মিডিয়ায় নুহাশ হুমায়ূন লিখেছেন, “রেইনড্যান্সে সেরা আন্তর্জাতিক কাহিনিচিত্র হয়েছে ‘পেট কাটা ষ’। উৎসবটির সর্বোচ্চ পুরস্কার বিজয়ী হিসেবে বাংলা সিনেমার নাম নাম শুনে খুব ভালো লাগলো। আয়োজক ও বিচারকদের ধন্যবাদ।”

‘পেট কাটা ষ’র জন্য সেরা চিত্রগ্রাহক হিসেবে মনোনয়ন পেয়েছেন তাহসিন রহমান। তবে পুরস্কারটি জিতেছে ‘অল দ্য কালারস অব দ্য ওয়ার্ল্ড আর বিটউইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট’ সিনেমার জন্য ডেভিড ওয়াইট। মনোনীত অন্য চিত্রগ্রাহক হলেন রুবেন উডিন ডিচ্যাম্পস (সাইলেন্ট রোর)।

রেইনড্যান্স ফিল্ম ফেস্টিভ্যালের পুরস্কার প্রদান করা হয়েছে লন্ডনের ওয়ান্ডারভিলে (ছবি: চরকি)

সেরা শর্টফিল্মের পুরস্কার জিতেছে টম বার্কলি ও রস হোয়াইটের ‘দ্য গোল্ডেন ওয়েস্ট’। উৎসবের এই শাখা অস্কার-কোয়ালিফাইং হিসেবে ধরা হয়। ৯৫তম অস্কারে তাদের ‘অ্যান আইরিশ গুডবাই’ সেরা শর্টফিল্ম হয়।

এবারের আসরে বিচারক ছিলেন ওয়েলশের অভিনেতা-পরিচালক সেলিন জোন্স, ব্রিটিশ নির্মাতা ডানকান জোন্স, ফিন ব্রুস ও মাইকেল উইন্টারবটম, অভিনেতা ররি কিনিয়ার, স্যামুয়েল বটমলি, মাইকেল সোচা, সোপে দিরিসু, অভিনেত্রী ভিনেট রবিনসনসহ বেশ কয়েকজন ফিল্ম ক্রিটিক।

গত ২৫ অক্টোবর শুরু হয় এবারের রেইনড্যান্স ফিল্ম ফেস্টিভ্যাল। এর পর্দা নামবে ৪ নভেম্বর। ১৯৯২ সাল থেকে এই উৎসব হয়ে আসছে। বিশ্বের বিভিন্ন প্রান্তের স্বাধীন সিনেমার নিবাস ভাবা হয়ে থাকে এই রেইনড্যান্সকে।

‘পেট কাটা ষ’র দৃশ্যে চঞ্চল চৌধুরী (ছবি: চরকি)

গত ২৫ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত নেদারল্যান্ডসে অনুষ্ঠিত ইউরোপের সম্মানজনক রটারড্যাম ফিল্ম ফেস্টিভ্যালের অফিসিয়াল সিলেকশনে জায়গা পায় ‘পেট কাটা ষ’। এর ১১০ মিনিটের সিনেমা সংস্করণ দেখানো হয় ইন্টারন্যাশনাল প্রিমিয়ারে।

‘পেট কাটা ষ’ চরকির ওয়েব সিরিজ হিসেবে মুক্তি পায় ২০২২ সালের এপ্রিলে। মুখে মুখে প্রচলিত বিভিন্ন কুসংস্কার ও লোককথার প্রেক্ষাপটে বর্তমান আবহে ভৌতিক ঘরানার চারটি গল্প নিয়ে সাজানো হয়েছে এটি। এগুলো হলো ‘এই বিল্ডিংয়ে মেয়ে নিষেধ’, ‘মিষ্টি কিছু’, ‘লোকে বলে’ ও ‘নিশির ডাক’। এগুলোতে অভিনয় করেছেন আফজাল হোসেন, চঞ্চল চৌধুরী, কাজী নওশাবা আহমেদ, সোহেল মন্ডল, শিরিন আক্তার শিলা, মোরশেদ মিশু, সাঈদা তাসলিমা হোসেন নদী, প্রীতম হাসান ও মাসুদা খান।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ