Connect with us

ঢালিউড

রেকর্ডসংখ্যক ১৭৮টি সিনেমাহলে ‘অন্তর্জাল’, পুরো সিনেমায় দুই পোশাকে মিম

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘অন্তর্জাল’ সিনেমায় (বাঁ থেকে) এবিএম সুমন, বিদ্যা সিনহা মিম, সিয়াম আহমেদ ও সুনেরাহ বিনতে কামাল (ছবি: মোশন পিপল স্টুডিও)

অবশেষে মুক্তি পেলো দীপংকর দীপন পরিচালিত ‘অন্তর্জাল’। শুধু দেশেই নয়, আজ (২২ সেপ্টেম্বর) থেকে যুক্তরাষ্ট্র ও কানাডায় একযোগে প্রদর্শিত হচ্ছে এই সিনেমা। সব মিলিয়ে ১৭৮টি সিনেমাহলে চলছে এটি।

‘ঢাকা অ্যাটাক’ ও ‘অপারেশন সুন্দরবন’-এর পর ‘অন্তর্জাল’ পরিচালনা করেছেন দীপংকর দীপন। তার দাবি, আনপ্রেডিক্টেবল গল্পটিতে মোচড়সহ দর্শকদের ভালো লাগার মতো সবই আছে।

‘অন্তর্জাল’ সিনেমার পোস্টারে (বাঁ থেকে) মাশরুর এনান, বিদ্যা সিনহা মিম, সিয়াম আহমেদ, এবিএম সুমন ও সুনেরাহ বিনতে কামাল (ছবি: মোশন পিপল স্টুডিও)

সিনেমাটির পোস্টারে বলা হয়েছে, ‘সাইবার অ্যাকশন থ্রিলার সিনেমা। ইন্টারনেটে আমাদের প্রতিদিনের গল্পের সিনেমা। তারুণ্য ও টেক প্রজন্মের সিনেমা। রোবটিক্স, প্রোগ্রামিং ও হ্যাকিংয়ের সিনেমা। ভালোবাসা, প্রতিশোধ ও স্মার্ট বিনোদনের সিনেমা।’

‘অন্তর্জাল’ সিনেমায় সিয়াম আহমেদ ও বিদ্যা সিনহা মিম (ছবি: মোশন পিপল স্টুডিও)

‘অন্তর্জাল’-এ তরুণ গ্রোগ্রামার লুমিন চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ নিশাদ রূপে দর্শকদের সামনে এসেছেন বিদ্যা সিনহা মিম। রোবোটিকস প্রকৌশলী প্রিয়ম চরিত্রে আছেন সুনেরাহ বিনতে কামাল। তিনজনই পৃথকভাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।

‘অন্তর্জাল’ সিনেমায় বিদ্যা সিনহা মিম (ছবি: মোশন পিপল স্টুডিও)

মিম বলেন, ‘এটি অনেক কারণেই আমার জন্য আলাদা। পুরো সিনেমায় আমার হাসিমুখ আছে মাত্র দুইবার। এমনকি মাত্র দুটি পোশাকেই আস্ত একটা সিনেমা শেষ করতে হয়েছে। দর্শকেরা দেখলেই বুঝবেন, যেরকম টানটান উত্তেজনার মধ্য দিয়ে একেকটি মুহূর্ত গেছে, তাতে পোশাক বদলের কোনো সুযোগ ছিলো না। আমি জানি, দর্শকও পর্দা থেকে চোখ সরানোর ফুরসত পাবেন না!’

সিয়ামের কথায়, ‘প্রায় তিন বছর ধরে এই সিনেমা লালন করেছি আমরা। দর্শকদের নতুন কিছু উপহার দিতে সর্বোচ্চ চেষ্টা ছিলো আমাদের সবার।’

‘অন্তর্জাল’ সিনেমার পোস্টারে (বাঁ থেকে) মাশরুর এনান, বিদ্যা সিনহা মিম, সিয়াম আহমেদ, এবিএম সুমন ও সুনেরাহ বিনতে কামাল (ছবি: মোশন পিপল স্টুডিও)

সিআইডির ভূমিকায় অভিনয় করেছেন এবিএম সুমন। এছাড়াও আছেন মাশরুর এনান, অমিত সিনহা, রওনক হাসান, মোহাম্মদ আলী হায়দার প্রমুখ। বাংলাদেশের বিভিন্ন মনোরম স্থান ছাড়াও থাইল্যান্ডের একটি লোকেশনে সিনেমার শুটিং হয়েছে।

‘অন্তর্জাল’ সিনেমায় বিদ্যা সিনহা মিম (ছবি: মোশন পিপল স্টুডিও)

গল্পটি যৌথভাবে লিখেছেন দীপংকর দীপন, সাইফুল্লাহ রিয়াদ ও আশা জাহিদ। সংলাপও সাইফুল্লাহ রিয়াদের। পরিচালনার পাশাপাশি চিত্রনাট্যও লিখেছেন দীপংকর দীপন।

‘অন্তর্জাল’ সিনেমায় সিয়াম আহমেদ ও সুনেরাহ বিনতে কামাল (ছবি: টাইগার মিডিয়া)

‘অন্তর্জাল’ সিনেমার দুটি গান ইতোমধ্যে প্রকাশিত হয়েছে। এর একটির শিরোনাম ‘বলে দিলেই তো হয়’। এটি সুর ও সংগীত পরিচালনা করেছেন ইমন চৌধুরী। তার সঙ্গে এটি গেয়েছেন অবন্তী সিঁথি। কয়েকদিন আগে এসেছে প্রচারণামূলক গান ‘ওয়েলকাম টু অন্তর্জাল’। ঢাকার রবীন্দ্র সরোবরে ধুমধাম আয়োজনে এর প্রকাশনা হয়। সুর ও সংগীতায়োজনে এপিরাস ব্যান্ডের শেখ শফি মাহমুদ ও শেখ সামী মাহমুদ। এতে কণ্ঠ দিয়েছেন মাশা ইসলাম, স্পর্শ শিপলু ও শেখ শফি মাহমুদ। র‍্যাপ করেছেন রাসেল মাহমুদ। দুটি গান তারই লেখা।

‘অন্তর্জাল’ সিনেমায় (বাঁ থেকে) এবিএম সুমন, বিদ্যা সিনহা মিম, সিয়াম আহমেদ ও সুনেরাহ বিনতে কামাল (ছবি: মোশন পিপল স্টুডিও)

সরকারের তথ্য ও প্রযুক্তি বিভাগের (আইসিটি) উদ্যোগে ‘অন্তর্জাল’ প্রযোজনা করেছে মোশন পিপল স্টুডিওস এবং স্পেলবাউন্ড লিও বার্নেট। সিনেমার শিল্প নির্দেশনা দিয়েছেন সামুরাই মারুফ। দেশে ৩৫টি সিনেমাহলে দ্য অভি কথাচিত্র এবং উত্তর আমেরিকায় ১৪৩টি সিনেমাহলে এটি পরিবেশনা করছে স্বপ্ন স্কেয়ারক্রো।

গত ঈদুল আজহায় (২৯ জুন) ‘অন্তর্জাল’ মুক্তি পাওয়ার কথা ছিলো। কিন্তু শেষ মুহূর্তে এটি পিছিয়ে গেছে। পরবর্তী সময়ে ৮ সেপ্টেম্বর নির্ধারণ করলেও বলিউড বাদশা শাহরুখ খানের ‘জওয়ান’ সিনেমার প্রভাবে আবার পিছিয়ে যায় এটি। অবশেষে সিনেমাহলে এলো ‘অন্তর্জাল’।

সিনেমাওয়ালা প্রচ্ছদ