Connect with us

টালিউড

লন্ডন থেকে ঢাকায় ফিরে ঈদ নাটকে ব্যস্ত হবেন ফারিণ

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

তাসনিয়া ফারিণ

লন্ডনে তাসনিয়া ফারিণ (ছবি: ফেসবুক)

যুক্তরাজ্যের লন্ডনে ‘আরও এক পৃথিবী’ সিনেমার শুটিং করছেন তাসনিয়া ফারিণ। সেখানে তার আর দুই দিনের কাজ বাকি। আগামী ৬ জুন দেশে ফিরবেন তিনি। এরপর ঢাকায় এসে ঈদের জন্য কয়েকটি নাটকে অভিনয় করতে হবে তাকে।

লন্ডন থেকে সিনেমাওয়ালা নিউজকে তাসনিয়া ফারিণ আরও জানিয়েছেন, টানা ১৬ দিনের শুটিং শেষে ঢাকায় ফিরতে যাচ্ছেন তিনি। গত ২০ মে থেকে সেখানে কাজ করছেন জনপ্রিয় এই অভিনেত্রী।

অতনু ঘোষের পরিচালনায় ‘আরও এক পৃথিবী’র মাধ্যমে বড় পর্দায় অভিষেক হচ্ছে তাসনিয়া ফারিণের। এতে তাকে দেখা যাবে প্রতীক্ষা চরিত্রে।

তাসনিয়া ফারিণ

লন্ডনে তাসনিয়া ফারিণ (ছবি: ফেসবুক)

ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম জিফাইভে মোস্তফা সরয়ার ফারুকীর ‘লেডিস অ্যান্ড জেন্টেলম্যান’ ওয়েব সিরিজে তাসনিয়া ফারিণকে প্রথম দেখেন অতনু ঘোষ। নিজের ১০ নম্বর ছবির জন্য বাংলাদেশের এই অভিনেত্রীকে নির্বাচন করেন তিনি। তার কথা বলার ধরন ও শরীরী ভাষা প্রতীক্ষা চরিত্রের জন্য জুতসই লেগেছে অতনুর।

তাসনিয়া ফারিণ

লন্ডনে তাসনিয়া ফারিণ (ছবি: ফেসবুক)

‘আরও এক পৃথিবী’ সিনেমার সূত্র ট্যামসেন কোর্টনের লেখা ‘ফোর ফিট আন্ডার’ নামের একটি বই। এটি লন্ডনের রাস্তায় ৩০-৩৫ জন মাথার ওপর ছাদহীন মানুষের জীবনের গল্প।

এসকে মুভিজের প্রযোজনায় ‘আরও এক পৃথিবী’র গল্প চারটি চরিত্রকে ঘিরে, যাদের মাথার ওপর ছাদ নেই। অর্থাৎ নিজস্ব কোনো আশ্রয় নেই, এমন আশ্রয় যেখানে মানুষ স্বস্তি বোধ করে। যে আশ্রয়ে ফিরে এলে শান্তি পায়। প্রতীক্ষা চরিত্রটির ১১ বছর বয়স থেকে মাথার ওপর বিশ্বস্ত কোনো ছাদ নেই। সেই ছাদের খোঁজে এক সম্পর্কের জেরে মেয়েটি লন্ডন পাড়ি দেয়। কিন্তু সেখানে পৌঁছেও তার মুশকিল আসান হয় না।

তাসনিয়া ফারিণ

লন্ডনে তাসনিয়া ফারিণ (ছবি: ফেসবুক)

সিনেমার অন্য তিনটি চরিত্র হলো শ্রীকান্ত, অরিত্র ও আয়েষা। শেষে কীভাবে তারা এক সুতায় বাঁধা পড়ে তা নিয়েই কাহিনি। শ্রীকান্তের ভূমিকায় কৌশিক গঙ্গোপাধ্যায়, অরিত্র চরিত্রে সাহেব ভট্টাচার্য এবং আয়েষা হিসেবে আছেন অনিন্দিতা বসু। চলতি বছরের শেষ দিকে মুক্তি পেতে পারে সিনেমাটি।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ