Connect with us

ছবি ও কথা

লোহিত সাগরের তীরে হলিউড তারকাদের ঝলক

সৌদি আরবে রেড সি আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের চতুর্থ আসর আলোয় ভরিয়ে দিয়েছেন হলিউড তারকারা। জেদ্দার প্রাণকেন্দ্র আল-বালাদ শহরের কালচার স্কয়ারে গত ৫ ডিসেম্বর লালগালিচা ও উদ্বোধনী অনুষ্ঠানে দেখা গেছে তাদের। ‘দ্য নিউ হোম অব ফিল্ম‌’ থিমে উৎসব চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত।

বিনোদন ডেস্ক

Published

on

লালগালিচায় ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ তারকা ভিন ডিজেল।

‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ তারকা মিশেল রড্রিগেজ।

উদ্বোধনী মঞ্চে আমেরিকান অভিনেতা ভিন ডিজেল।

লালগালিচায় অস্কারজয়ী আমেরিকান অভিনেতা উইল স্মিথ।

অতিথি সারিতে ৫৭ বছর বয়সী ভিন ডিজেল ও ৫৬ বছর বয়সী উইল স্মিথ।

অতিথি সারিতে ৫৭ বছর বয়সী ভিন ডিজেল ও ৫৬ বছর বয়সী উইল স্মিথ।

অস্কারজয়ী মালয়েশিয়ান অভিনেত্রী মিশেল ইয়ো। এবারের আসরে কথোপকথন অধিবেশনে অংশ নেবেন ৬২ বছর বয়সী এই তারকা।

অস্কার মনোনীত ব্রিটিশ অভিনেত্রী এমিলি ব্লান্ট।

এবারের আসরে অনারিস অ্যাওয়ার্ড পেয়েছেন ৪১ বছর বয়সী এই তারকা।

অতিথি সারিতে বসতে যাচ্ছেন এমিলি ব্লান্ট ও মিশেল ইয়ো।

অতিথি সারিতে (বাঁ থেকে) রেড সি ফিল্ম ফাউন্ডেশনের চেয়ারওম্যান জমানা আল রশিদ, এমিলি ব্লান্ট, সিনথিয়া এরিভো ও মোনা জাকি।

দক্ষিণ কোরিয়ান মডেল-অভিনেত্রী জাং হো-ইয়ান।

নেটফ্লিক্সের ‘স্কুইড গেম’ সিরিজের সুবাদে খ্যাতি পেয়েছেন ৩০ বছর বয়সী এই তারকা।

আমেরিকান অভিনেত্রী ইভা লঙ্গোরিয়া। এবারের আসরে কথোপকথন অধিবেশনে অংশ নেবেন ৪৯ বছর বয়সী এই তারকা।

দক্ষিণ কোরিয়ান অভিনেতা পার্ক সাং-হুন। নেটফ্লিক্সের ‘দ্য গ্লোরি’ ও ‘কুইন অব টিয়ারস’ সিরিজ দুটিতে নেতিবাচক চরিত্রে অভিনয়ের সুবাদে তারকাখ্যাতি পেয়েছেন তিনি। ‘স্কুইড গেম টু’ সিরিজে দেখা যাবে তাকে।

অস্কারজয়ী আমেরিকান ফিল্মমেকার ও চিত্রনাট্যকার স্পাইক লি।

রেড সি ফিল্ম ফাউন্ডেশনের চেয়ারওম্যান জমানা আল রশিদ ও স্পাইক লি।

এবারের আসরে রেড সি: পূর্ণদৈর্ঘ্য প্রতিযোগিতা শাখার প্রধান বিচারক ৬৭ বছর বয়সী এই নির্মাতা।

ব্রিটিশ-আমেরিকান অভিনেত্রী মিনি ড্রাইভার।

এবারের আসরে রেড সি: পূর্ণদৈর্ঘ্য প্রতিযোগিতা শাখার একজন বিচারক ৫৪ বছর বয়সী এই তারকা।

ব্রিটিশ অভিনেত্রী সিনথিয়া এরিভো। তার অভিনীত ‘উইকড’ সম্প্রতি ব্যবসায়িক সাফল্য পেয়েছে। এবারের উৎসবে কথোপকথন অধিবেশনে অংশ নেবেন ৩৭ বছর বয়সী এই তারকা।

ব্রিটিশ অভিনেত্রী সিনথিয়া এরিভো ও রেড সি ফিল্ম ফাউন্ডেশনের চেয়ারওম্যান জমানা আল রশিদ।

দক্ষিণ কোরিয়ান বংশোদ্ভূত আমেরিকান তারকা ড্যানিয়েল ডে কিম। রেড সি: পূর্ণদৈর্ঘ্য প্রতিযোগিতা শাখার বিচারক তিনি।

আর্জেন্টাইন-স্প্যানিশ মডেল জর্জিনা রদ্রিগেজ।

নাইজেরিয়ান অভিনেত্রী ইনি এডো।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন রেড সি ফিল্ম ফাউন্ডেশনের চেয়ারওম্যান জমানা আল রশিদ।

রেড সি ফিল্ম ফেস্টিভ্যালের পরিচালক মোহাম্মদ আল-তুর্কি।

সিনেমাওয়ালা প্রচ্ছদ