Connect with us

হলিউড

শততম বর্ষপূর্তির আগে হলিউড নিদর্শনে দেড় হাজার লিটার রঙ

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

হলিউড

হলিউডের বিখ্যাত নিদর্শন (ছবি: টুইটার)

যুক্তরাষ্ট্রে ক্যালিফোর্নিয়া রাজ্যের অন্যতম নিদর্শন ‘হলিউড’ বিলবোর্ড। লস অ্যাঞ্জেলেসের গ্রিফিথ পার্কে সান্তা মনিকা পর্বতমালার চূড়া মাউন্ট লি’তে এটি স্থাপনের ১০০ বছর পূর্ণ হবে ২০২৩ সালে। এ উপলক্ষে বিশাল আকৃতির নয়টি ইংরেজি অক্ষরের প্রতিটিতে নতুন রঙের প্রলেপ দেওয়া হবে।

দূর থেকে ছবি তোলার সময় সাধারণ মানুষ বুঝতেই পারে না, হলিউড নিদর্শনের প্রতিটি অক্ষর ৪৫ ফুট উঁচু!

১০ বছর আগে সবশেষ হলিউড নিদর্শনে রঙ দেওয়া হয়েছিল। মোটামুটি একদশক পরপর এতে রঙ দেওয়ার প্রয়োজন পড়ে। এবার ব্যবহার হবে প্রায় ৪০০ গ্যালন (১ হাজার ৫১০ লিটার) রঙ। হলিউড সাইন ট্রাস্টের চেয়ারপারসন জেফ জ্যারিন্যাম এই তথ্য জানান।

হলিউড চেম্বার অব কমার্সের তথ্যানুযায়ী, ১৯২৩ সালে মাউন্ট লি’র চূড়ায় স্থান পায় ‘হলিউডল্যান্ড’ নিদর্শন। পরে ‘ল্যান্ড’ শব্দটি ফেলে শুধু ‘হলিউড’ রাখা হয়। লস অ্যাঞ্জেলেস শহর কর্তৃপক্ষ এবং হলিউড সাইন ট্রাস্ট এটি পরিচালনার দায়িত্বে রয়েছে।

সিনেমাওয়ালা প্রচ্ছদ