ঢালিউড
‘শনিবার বিকেল’: আপিল বোর্ডের সিদ্ধান্তের পর যা বললেন ফারুকী

‘শনিবার বিকেল’ সিনেমার দৃশ্য (ছবি: ফেসবুক)
সেন্সর বোর্ডে চার বছর আটকে থাকা ‘শনিবার বিকেল’ সিনেমাকে সবুজ সংকেত দিয়েছেন ফিল্ম সেন্সর আপিল কমিটির সদস্যরা। ফলে এটি সিনেমা হলে প্রদর্শনে আর কোনো বাধা নেই। খবরটি ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় অনেকে পরিচালক মোস্তফা সরয়ার ফারুকীকে অভিনন্দন জানিয়েছেন। সিনেমাটির জন্য সবাই সোচ্চার হওয়ায় তিনি ধন্যবাদ দিয়েছেন। একইসঙ্গে আপিল বিভাগের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান জনপ্রিয় এই নির্মাতা।
আজ (২১ জানুয়ারি) সন্ধ্যায় মোস্তফা সরয়ার ফারুকী ফেসবুকে লিখেছেন, “ফিল্ম অ্যালায়েন্স বাংলাদেশের সতীর্থ, আমাদের দর্শক ভাই-বোন এবং সমাজের সর্বস্তরের মানুষ ‘শনিবার বিকেল’-এর মুক্তির দাবিতে যেভাবে কণ্ঠ উঁচু করেছেন, তাতে মনে হয়েছে আমি অনেকের সঙ্গে আছি, মাঝে আছি। আপনাদের সবার কাছে আমি কৃতজ্ঞ। ছবিটার মুক্তির জন্য নেপথ্যে যে ভাইবোনেরা কাজ করেছেন তাদের সবাইকে সালাম। পত্র-পত্রিকা, ফেসবুক পেজ বা গ্রুপ সবার প্রতি কৃতজ্ঞতা। আমি আপিল বিভাগের বিজ্ঞ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই।”
আজ আপিল বোর্ডের শুনানিতে ‘শনিবার বিকেল’ মুক্তিতে কোনো বাধা নেই বলে মত দিয়েছেন কমিটির সদস্যরা। এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব। আহ্বায়ক হিসেবে আছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব এবং সেন্সর বোর্ডের চেয়ারম্যান। সদস্যসচিব পদে রয়েছেন বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান মুহ. সাইফুল্লাহ। সাত সদস্যের আপিল কমিটির সদস্যরা হলেন সংসদ সদস্য ও অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা, অভিনেত্রী সুচরিতা, সাংবাদিক শ্যামল দত্ত ও সাবেক অতিরিক্ত সচিব নূরুল করিম।
ফেসবুকে ফারুকী যোগ করেন, “আপনাদের মতো আমিও পত্রিকা মারফত জেনেছি, আপিল বোর্ড ‘শনিবার বিকেল’ ছবিটা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তারা হয়তো তাদের ছোট কিছু অবজারভেশন জানাবেন, যেটার বিবরণ এখানে আলোচনা করতে চাচ্ছি না। আমরা আশা করি উনারা দ্রুতই আমাদের এই বিষয়ে চিঠি দেবেন যাতে আগামী শুক্রবার কিংবা তার পরের শুক্রবার ছবিটা মুক্তি পায়। মোট কথা ‘ফারাজ’-এর সঙ্গে কিংবা আগেই ছবিটা মুক্তির ব্যবস্থা করবো।”

‘শনিবার বিকেল’ সিনেমার দৃশ্যে নুসরাত ইমরোজ তিশা (ছবি: ফেসবুক)
বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে চার বছর ধরে আটকে ছিলো ‘শনিবার বিকেল’। ঢাকার গুলশানের হোলি আর্টিজান বেকারিতে ২০১৬ সালের ১ জুলাই নৃশংস সন্ত্রাসী হামলার ছায়া অবলম্বনে সাজানো হয়েছে এটি। ২০১৯ সালে সেন্সর বোর্ডের সদস্যরা এই সিনেমা দেখে প্রশংসা করেছিলেন। মস্কো আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে সমালোচকসহ বেশকিছু পুরস্কার পেয়েছে এটি। এছাড়া মিউনিখ, সিডনিসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ফেস্টিভ্যালে প্রদর্শিত হয়েছে। কিন্তু দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে এমন আশঙ্কায় সিনেমাটির মুক্তি আটকে দেওয়া হয়।
ফেসবুক স্ট্যাটাসটির শুরুতে ফারুকী গত চার বছরের কঠিন সময়ের অনুভূতির কথা জানিয়েছেন এভাবে, “কেমন অনুভূতি হয় যখন আপনি দেখেন সারা দুনিয়া ছুটে চলেছে আর আপনি একাই থেমে? ভীষণ অপ্রয়োজনীয় লাগে নিজেরে! এই কয় বছর তাই লাগছিলো! বাইরে থেকে কী মনে হয় জানি না, ভেতরে ভেতরে শিল্পীদের মতো একাকী মানুষ আর কেউ নাই! গত চার বছর ধরে ‘শনিবার বিকেল’ নিয়ে যখন স্ট্রাগল করছিলাম, তখন নিজেকে অদরকারি ভাবার সঙ্গে যে অনুভূতিটা আমাকে গ্রাস করতো সেটা হলো একাকীত্ব।”

মোস্তফা সরয়ার ফারুকী (ছবিঃ ফেসবুক)
ফেসবুক স্ট্যাটাসের শেষ দিকে ফারুকী বলেন, ‘আমার মতো এই অভিজ্ঞতার ভিতর দিয়ে যেন কোনো ফিল্মমেকার না যায়। আমরা বাঁচি আর কয়দিন। কাজের সময় খুব কম। এইভাবে তা অপচয়ের কোনো মানে নাই।’
সবশেষে ফারুকী লিখেছেন, ‘সবাই ভালো থাকবেন। আমি এখন একটু ঘুমাবো!’ চার বছর ধরে যে সংগ্রাম তিনি করেছেন তাতে ক্লান্তি চলে আসা স্বাভাবিক। এবার তার আরামে একটু ঘুমানোর সময়।

‘শনিবার বিকেল’ সিনেমার দৃশ্য (ছবি: ফেসবুক)
জাজ মাল্টিমিডিয়া, ছবিয়াল ও ট্যানডেম প্রোডাকশন প্রযোজিত ‘শনিবার বিকেল’ সিনেমায় অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, জাহিদ হাসান, মামুনুর রশীদ, ভারতের পরমব্রত চট্টোপাধ্যায়, ফিলিস্তিনের ইয়াদ হুরানি, ইউরোপের এলি পুসো, সেলিনা ব্ল্যাক প্রমুখ।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস