Connect with us

ঢালিউড

শরাফ আহমেদ জীবনের সিনেমা ‘চক্কর ৩০২’, অস্ত্র হাতে লোকটা কে?

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘চক্কর ৩০২’ সিনেমার প্রচারণামূলক পোস্টার (ছবি: ফেসবুক)

নির্মাতা-অভিনেতা শরাফ আহমেদ জীবন পূর্ণদৈর্ঘ্য সিনেমা পরিচালনায় নাম লেখালেন। এর নাম রাখা হয়েছে ‘চক্কর ৩০২’। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। যদিও আজ (২০ ফেব্রুয়ারি) প্রকাশিত সিনেমাটির প্রচারণামূলক পোস্টারে তার মুখ স্পষ্ট করা হয়নি। এতে দেখা যাচ্ছে, কেউ একজন পিস্তল হাতে দাঁড়িয়ে আছে। তার চারপাশ চক্কর খাচ্ছে!

সোশ্যাল মিডিয়ায় ‘চক্কর ৩০২’-এর প্রচারণামূলক পোস্টার শেয়ার দিয়েছেন অভিনেতা মোশাররফ করিম। ফলে মোটামুটি নিশ্চিত, পিস্তল হাতে দাঁড়িয়ে থাকা মানুষটি তিনিই!‍ ফেসবুকে এই তারকা ক্যাপশন জুড়ে দিয়েছেন, ‘জীবনের গল্পটা কি সরল, নাকি একটা গোলকধাঁধা? পাশের লোকটা কি বন্ধু নাকি অপরিচিত? আয়নায় যাকে দেখা যাচ্ছে সেটা তো তুমি? নাকি?’

শোবিজের অনেকে একই প্রশ্ন যুক্ত করে ‘চক্কর ৩০২’ সিনেমার প্রচারণামূলক পোস্টার শেয়ার করেছেন। তাদের বেশিরভাগই মোস্তফা সরয়ার ফারুকীর ছবিয়ালে সহকারী হিসেবে কাজ করেছেন। শরাফ আহমেদ জীবনের পথচলাও ফারুকীর হাত ধরে। নাটক ও বিজ্ঞাপনচিত্র নির্মাণ করে তিনি হাত পাকিয়েছেন। ইদানীং কাজল আরেফিন অমির নাটক-ওয়েব ফিল্মে অভিনেতা হিসেবে তাকে পর্দায় দেখা যায় বেশি।

শরাফ আহমেদ জীবন (ছবি: ফেসবুক)

নিজের প্রথম সিনেমা পরিচালনা প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় শরাফ আহমেদ জীবন লিখেছেন, “যেকোনো ঘটনার সাথে ‘প্রথম’ শব্দটা জুড়ে দিলেই তার মধ্যে কেমন যেন আলাদা অনূভুতি চলে আসে! এই অনুভূতি কথায় কিংবা লেখায় প্রকাশ করা কঠিন! সেটা প্রথম প্রেম কিংবা প্রথম বাবা হওয়ার মতো! প্রথম সিনেমার প্রথম ক্যাম্পেইন আপলোড করতে গিয়ে ঠিক সেরকম অনুভূতি হচ্ছে। বুক ধড়ফড় করছে, মনের গভীরে খুব কান্না আসছে। তবে এই অনুভূতি আনন্দের! আমাদের প্রথম সিনেমা ‘চক্কর ৩০২’-এর জন্য আপনাদের ভালোবাসা প্রত্যাশা!”

সরকারি অনুদান পাওয়া ‘চক্কর ৩০২’ সিনেমার পুরো শুটিং সম্পন্ন হয়েছে। শিগগিরই অভিনয়শিল্পীদের তালিকা এবং এর মুক্তির ঘোষণা আসবে বলে আশা করা হচ্ছে।

সিনেমাওয়ালা প্রচ্ছদ