Connect with us

ঢালিউড

সিনেমা প্রযোজনায় শমী, শহীদুল্লা কায়সারের স্ত্রী পান্না কায়সারের ভূমিকায় মিম

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

বিদ্যা সিনহা মিম (ছবি: ফেসবুক)

শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের স্ত্রী পান্না কায়সারের জীবন অবলম্বনে তৈরি হচ্ছে একটি সিনেমা। এর নাম ‘দিগন্তে ফুলের আগুন’। এটি প্রযোজনা করছেন শহীদুল্লাহ কায়সার ও পান্না কায়সারের মেয়ে অভিনেত্রী-ব্যবসায়ী শমী কায়সার। এতে পান্না কায়সারের ভূমিকায় দেখা যাবে বিদ্যা সিনহা মিমকে। এ নিয়ে তিনি বেশ উচ্ছ্বসিত।

শমী কায়সার (ছবি: ফেসবুক)

গতকাল (১ আগস্ট) ‘দিগন্তে ফুলের আগুন’ সিনেমার শুটিং শুরু হয়েছে ঢাকায়। তিন নম্বর দৃশ্যের ক্ল্যাপস্টিক হাতে নিয়ে তোলা একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে এই খবর জানিয়েছেন মিম। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রীর বিশ্বাস, সিনেমাটি দর্শকদের ভাবাবে।

নতুন এই সিনেমায় শহীদুল্লাহ কায়সার চরিত্রে থাকছেন মোস্তফা মনওয়ার। পুরো আগস্ট মাস জুড়ে তিনি ও মিম শুটিং করবেন।

২০১৮-১৯ অর্থবছরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুদানপ্রাপ্ত সিনেমা ‘দিগন্তে ফুলের আগুন’ পরিচালনা করছেন ওয়াহিদ তারেক। তিনি এর আগে ‘আলগা নোঙর’ সিনেমা পরিচালনা করেন। তবে এটি মুক্তি পায়নি।

বিদ্যা সিনহা মিম (ছবি: ফেসবুক)

এদিকে মিমের দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। এরমধ্যে দীপংকর দীপন পরিচালিত সাইবার থ্রিলার ‘অন্তর্জাল’ মুক্তি পাবে আগামী ৮ সেপ্টেম্বর। এতে ডিজিটাল নিরাপত্তা সংস্থার কর্মীর ভূমিকায় দেখা যাবে তাকে। বাংলাদেশের পাশাপাশি কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইউরোপ ও মধ্যপ্রাচ্যে একসঙ্গে মুক্তি পাবে সিনেমাটি।

বিদ্যা সিনহা মিম (ছবি: ফেসবুক)

অন্যদিকে পশ্চিমবঙ্গে জিতের বিপরীতে ‘মানুষ’-এর শুটিং শেষ করেছেন মিম। এতে তার চরিত্রের নাম মন্দিরা। মেয়েটি পেশায় এসিপি, অর্থাৎ সহকারী পুলিশ কমিশনার। এটি পরিচালনা করেছেন বাংলাদেশের সঞ্জয় সমদ্দার। তিনিই এর গল্প লিখেছেন। সিনেমার ট্যাগলাইন ‘চাইল্ড অব ডেস্টিনি’। জিতের প্রযোজনা প্রতিষ্ঠান জিৎজ ফিল্মওয়ার্কস প্রাইভেট লিমিটেডের সঙ্গে যৌথভাবে এটি প্রযোজনা করছেন কলকাতার গ্রাসরুট এন্টারটেইনমেন্টের গোপাল মাদনানি ও অমিত জুমরানি।

বিদ্যা সিনহা মিম (ছবি: ফেসবুক)

২০১৮ সালে কলকাতার ‘সুলতান-দ্য সেভিয়ার’ সিনেমায় জিতের বিপরীতে প্রথমবার অভিনয় করেন মিম। টালিগঞ্জের আরও দুটি সিনেমায় কাজ করেছেন তিনি। এগুলো হলো সৃজিত মুখোপাধ্যায়ের ‘ইয়েতি অভিযান’ (২০১৭) এবং অঙ্কিত আদিত্য পরিচালিত ‘থাই কারি’ (২০১৯)।

বিদ্যা সিনহা মিম (ছবি: ফেসবুক)

ঈদুল আজহায় মিম অভিনীত ওয়েব সিরিজ ‘মিশন হান্টডাউন’ হইচইয়ে এসেছে। ভারতীয় এই ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মে এটাই তার প্রথম কাজ। এতে নীরা চরিত্রে তার অভিনয় প্রশংসিত হয়েছে। এটি যৌথভাবে পরিচালনা করেছেন সানী সানোয়ার এবং ফয়সাল আহমেদ।

সিনেমাওয়ালা প্রচ্ছদ