Connect with us

ঢালিউড

শাকিবের ‘চুপ’ ইশারায় প্রথম ঝলকেই ‘বরবাদ’ ঝড়

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘বরবাদ’ সিনেমার পোস্টারে শাকিব খান (ছবি: রিয়েল এনার্জি)

সারা মুখে রক্ত ছড়িয়ে-ছিটিয়ে আছে। দামি ব্র্যান্ডের গাড়ির ওপর দুই পায়ে ভর বসেছেন। এক হাতে পিস্তল। আরেক হাত ঠোঁটের সামনে এনে ‘চুপ’ ইশারা দেখাচ্ছেন। ঢালিউড সুপারস্টার শাকিব খানকে এমনন দুর্ধর্ষ লুকে পাওয়া গেলো নতুন সিনেমা ‘বরবাদ’-এর প্রথম মোশন পোস্টারে। তার পেছনে কয়েকটি ভবনে ও সড়কে আগুন জ্বলছে। কালো ধোঁয়া ছড়িয়ে পড়েছে চারদিকে। ওপরে উড়ছে একটি হেলিকপ্টার। সবশেষে নেপথ্য থেকে ভেসে আসে ‘সাইলেন্স’ শব্দটি। 

গতকাল (১৮ ডিসেম্বর) ঢাকার একটি হোটেলে মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’ সিনেমার বহুল প্রতীক্ষিত ২০ সেকেন্ডের মোশন পোস্টারটি উন্মোচন করা হয়। অনুষ্ঠানে তার ও শাকিবের পাশাপাশি ছিলেন প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জির স্বত্বাধিকারী শেহরীন আক্তার, অভিনেতা সিয়াম আহমেদ, অভিনেত্রী বিদ্যা সিনহা মিম,শবনম ফারিয়া, প্রার্থনা ফারদিন দীঘি।

 

View this post on Instagram

 

A post shared by Shakib Khan (@theshakibkhan)

মোশন পোস্টারটি ফেসবুক ও ইনস্টাগ্রামে শেয়ার করে শাকিব লিখেছেন, “বাংলা সিনেমার চূড়ান্ত অ্যাকশন-ভায়োলেন্স গাঁথার শুরুর সাক্ষী হোন! ‘বরবাদ’-এর ফার্স্ট লুক মোশন পোস্টার দেখুন!”

প্রথম ঝলকটি প্রকাশের পরপরই ঝড় তুলেছে সামাজিক মাধ্যমে। শাকিবিয়ানরা প্রিয় নায়ককে নতুন লুকে দেখে বেজায় খুশি! ভক্তদের পাশাপাশি প্রযোজক, পরিচালক ও শিল্পীরা ফার্স্ট লুক মোশন পোস্টারটি শেয়ার দিয়েছেন।

শাকিব খান, ইধিকা পাল (ছবি: ফেসবুক)

গত অক্টোবরে ‘বরবাদ’ সিনেমার শুটিং শুরু হয়। ভারতের মুম্বাইয়ে এর বেশিরভাগ দৃশ্যের কাজ হয়েছে। এতে শাকিব খানের সঙ্গে ওপার বাংলার নায়িকা ইধিকা পালের রসায়ন ফিরছে। এর আগে হিমেল আশরাফের ‘প্রিয়তমা’য় এই জুটিকে দেখা গেছে।

ছোট পর্দায় বেশ কিছু নাটক ও টেলিফিল্ম পরিচালনা করে হাত পাকিয়েছেন মেহেদী হাসান হৃদয়। ‘বরবাদ’ বড় পর্দার জন্য তার প্রথম কাজ। এর মোশন পোস্টারে উল্লেখ রয়েছে, ২০২৫ সালের ঈদুল ফিতরে মুক্তি পাবে সিনেমাটি।

সিনেমাওয়ালা প্রচ্ছদ