Connect with us

শুভেচ্ছা

শাকিবের জন্মদিন: অপুর ‘শাহরুখ খান’, বুবলীর ‘মহারাজা’

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

শাকিব খান (ছবি: এসকে ফিল্মস)

ঢালিউড সুপারস্টার শাকিব খানের ৪৬তম জন্মদিন আজ (২৮ মার্চ)। তার ভক্তকূল শাকিবিয়ানদের আজ বিশেষ আনন্দের দিন। তাদের পাশাপাশি বিনোদন অঙ্গনের তারকা-শিল্পীদের শুভেচ্ছায় সিক্ত হয়েছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক। তাদের মধ্যে আলাদাভাবে বলা যায় তার প্রাক্তন দুই স্ত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলীর কথা। দুই চিত্রনায়িকাই সোশ্যাল মিডিয়ায় এই তারকাকে শুভেচ্ছা জানাতে ভোলেননি। 

সরিষা ক্ষেতে শাকিবের সঙ্গে শুটিং করার একটি ছবি শেয়ার দিয়ে অপু বিশ্বাস ফেসবুকে লিখেছেন, ‘শুভ জন্মদিন জীবন্ত মহাতারকা শাকিব খান।’ এরপর হৃদয় আকৃতির ইমোজি জুড়ে দিয়ে হ্যাশট্যাগে লিখেছেন ‘আমার শাহরুখ খান।’

শাকিব খান ও অপু বিশ্বাস (ছবি: ফেসবুক)

অন্যদিকে শবনম বুবলী লিখেছেন, ‘শুভ জন্মদিন শাকিব খান। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির মহারাজা।’ দুটি বাক্যের মাঝে তিনি জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি।

টাইমস স্কয়ারে শাকিব খান ও শবনম বুবলী (ছবি: ফেসবুক)

গত বছরের অক্টোবরে পশ্চিমবঙ্গের আনন্দবাজার পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে এই তারকা অপু বিশ্বাস ও বুবলীর সঙ্গে সম্পর্ক ভাঙার ঘটনা নিয়ে মুখ খোলেন শাকিব। তিনি বলেন, ‘কোনও ভাঙনই সুখের নয়। যতটুকু হয়েছে, হয়তো সেটুকুই হওয়ার ছিলো। লাইফ ইজ আ জার্নি। এই যাত্রায় অনেকের সঙ্গে দেখা হয়, পরিচয় হয়। আমার জীবনে অপু-বুবলী অতীত, এটা আগেও বলেছি। অতীত হিসেবে তারা থাকুক। এসব নিয়ে আমার আক্ষেপ-ভ্রূক্ষেপ কিছুই নেই। যা হয়েছে হয়তো ভালোর জন্য হয়েছে।’

অপু বিশ্বাসের সঙ্গে সংসারে আব্রাম খান জয় ও শবনম বুবলীর সঙ্গে দাম্পত্য জীবনে শেহজাদ খান বীরের বাবা হয়েছেন শাকিব। ছেলেদের বিশেষ দিনে তাদের সঙ্গে সময় কাটান তিনি।

‘বরবাদ’ সিনেমার দৃশ্যে ইধিকা পাল ও শাকিব খান (ছবি: রিয়েল এনার্জি প্রোডাকশন)

আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে শাকিবের নতুন সিনেমা ‘বরবাদ’। এতে আরিয়ান মির্জা চরিত্রে দেখা যাবে তাকে। সিনেমাটির পরিচালক মেহেদী হাসান হৃদয় ফেসবুকে লিখেছেন, “শুভ জন্মদিন ‘বরবাদে’র আরিয়ান মির্জাকে। একজন নতুন পরিচালক হিসেবে আমি সেদিনই সার্থকতা পেয়েছি যেদিন দেশের মেগাস্টার তার বিশ্বাসের হাত আমার কাঁধে রাখলেন। শাকিব খান আমার চোখে আল্টিমেট মেগাস্টার।”

‘প্রিয়তমা’ মুক্তির দুই বছর পর ‘বরবাদ’-এর মাধ্যমে আবারও ওপার বাংলার নায়িকা ইধিকা পালের সঙ্গে জুটি বেঁধেছেন শাকিব। নায়ককে শুভেচ্ছা জানিয়েছেন তিনিও। ফেসবুক পেজে ইধিকা লিখেছেন, “এক পৃথিবী শুভেচ্ছা রইলো জন্মদিনের! আপনি এমনি করেই মানুষের মনের মণিকোঠায় ‘মেগাস্টার’ হয়ে থাকুন… সমাদরে থাকুন, ভালোবাসায় থাকুন; একদিন, প্রতিদিন… শুভ জন্মদিন।”

শাকিব খান ও মাসুমা রহমান নাবিলা (ছবি: ফেসবুক)

শাকিবের ‘তুফান’ সিনেমার নায়িকা মাসুমা রহমান নাবিলা লিখেছেন, ‘আমার প্রিয় সহশিল্পী শাকিব খানকে জন্মদিনের শুভেচ্ছা! আপনার সুন্দর জীবন, সুস্বাস্থ্য ও প্রাপ্য সাফল্য কামনা করি। জাতি তার মেগাস্টারকে ভালোবাসে।’

শাকিব খান ও প্রার্থনা ফারদিন দীঘি (ছবি: ফেসবুক)

প্রার্থনা ফারদিন দীঘি ভালোবাসার ইমোজি জুড়ে দিয়ে লিখেছেন, ‘আমাদের জীবন্ত কিংবদন্তি, আমাদের মেগাস্টার শাকিব খানকে জন্মদিনের শুভেচ্ছা।

১৯৭৯ সালের ২৮ মার্চ নারায়ণগঞ্জে জন্মগ্রহণ করেন মাসুদ রানা। দর্শক-ভক্তদের কাছে তিনি এখন সুপারস্টার শাকিব খান। ১৯৯৯ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘অনন্ত ভালোবাসা’র মাধ্যমে বড় পর্দায় তার অভিষেক হয়। দেশের ইতিহাসে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া এই নায়ক চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ