Connect with us

ঢালিউড

শাকিবের ‘তাণ্ডব’ সিনেমায় কে এই নায়িকা

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘তাণ্ডব’ সিনেমার পোস্টারে শাকিব খান, নিদ্রা দে নেহা (ছবি: আলফা-আই, শরীফ আহমেদ)

ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে সিনেমায় অভিনয়ের স্বপ্ন কার না থাকে! নবীন অভিনেত্রী নিদ্রা দে নেহা তাদেরই একজন। তার স্বপ্নটি পূরণ হয়েছে! রায়হান রাফী পরিচালিত ‘তাণ্ডব’ সিনেমার মাধ্যমে শাকিবের সঙ্গে একফ্রেমে আসছেন এই তরুণী। ইতোমধ্যে কয়েকদিন শুটিং করেছেন তিনি।

গত বছর কুসুম সিকদার পরিচালিত ‘শরতের জবা’র মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়েছে নিদ্রা দে নেহার। বিশাল আয়োজনে নির্মাণাধীন ‘তাণ্ডব’ তার ক্যারিয়ারের দ্বিতীয় সিনেমা। হুট করেই এতে যুক্ত হওয়ার প্রস্তাব কড়া নেড়েছে তার দুয়ারে! শুটিং শুরু হওয়ার শেষ মুহূর্তে চূড়ান্ত করা হয়েছে তাকে।

নিদ্রা দে নেহা (ছবি: ফেসবুক)

নিদ্রা নেহা একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘তাণ্ডব’ তার দুটি স্বপ্ন একসঙ্গে পূরণ করেছে। শাকিব খানের সঙ্গে একই ফ্রেমে কাজ করার স্বপ্নপূরণ তো হয়েছেই, এছাড়া অ্যাকশনধর্মী চরিত্রে অভিনয় করার ইচ্ছে পূর্ণ হওয়ায় উচ্ছ্বসিত তিনি। নিজের চরিত্রটি পুরোপুরি অ্যাকশনধর্মী হওয়ায় অনেক প্রস্তুতির মধ্য দিয়ে যেতে হচ্ছে তাকে।

শাকিব খান, রায়হান রাফী, নিদ্রা দে নেহা (ছবি: আলফা-আই, ফেসবুক)

‘তাণ্ডব’ মুক্তি পাবে আসন্ন ঈদুল আজহায়। এবারই প্রথম ঈদে নিজের সিনেমা বড় পর্দায় দেখার সুযোগ আসছে নিদ্রা নেহার কাছে। ‘তুফান’ জুটি শাকিব-রায়হান রাফীর সঙ্গী হতে পারায় তার মধ্যে রোমাঞ্চকর অনুভূতি একটু বেশিই!

নিদ্রা দে নেহা (ছবি: ফেসবুক)

ঈদুল আজহায় বড় পর্দা ছাড়াও ওটিটি প্ল্যাটফর্মে নতুন কাজ নিয়ে দর্শকদের সামনে হাজির হবেন নিদ্রা নেহা। তার হাতে এখন আছে আসিফ চৌধুরীর ‘ফ্যাকড়া’ নামের একটি ওয়েব সিরিজ। এর আগে চরকির ‘আন্তঃনগর’সহ ওটিটির কয়েকটি কন্টেন্টে কাজ করে প্রশংসা কুড়িয়েছেন তিনি।

‘লাভ মি মোর’ নাটকে নিদ্রা দে নেহা (ছবি: সিনেমাওয়ালা)

এদিকে ঈদুল ফিতর উপলক্ষে ‘লাভ মি মোর’ নামের একটি নাটকে অভিনয় করেছেন নিদ্রা নেহা। এতে তার সহশিল্পী তৌসিফ মাহবুব, শরিফ ফারজানা বুশরা ও তাবাসসুম ছোঁয়া। নাটকটি লিখেছেন ও পরিচালনা করেছেন সাজ্জাদ হোসেন বাপ্পি। প্রযোজনায় মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে মুক্তি পাবে ‘লাভ মি মোর’।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ