Connect with us

ঢালিউড

শাকিবের ‘তুফান’ সিনেমায় চঞ্চল

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘তুফান’ সিনেমার প্রচারণামূলক পোস্টারে শাকিব খান, চঞ্চল চৌধুরী (ছবি: চরকি, ফেসবুক)

ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে ‘তুফান’ সিনেমায় বিশেষ একটি চরিত্রে থাকছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। রায়হান রাফীর পরিচালনায় দুই তারকারই এটি প্রথম কাজ। চঞ্চলের যুক্ত হওয়ার খবরটি আজ (২৩ এপ্রিল) জানিয়েছে সিনেমার অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান চরকি। এর অন্য দুই যৌথ প্রযোজক আলফা-আই স্টুডিওস এবং কলকাতার এসভিএফ।

‘তুফান’ সিনেমায় নিজের উপস্থিতি নিয়ে চঞ্চল বলেন, ‘এতে আমাকে বিশেষ একটি চরিত্রে দেখা যাবে। রায়হান রাফী হালের প্রতিভাবান একজন পরিচালক। আর শাকিবের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্কের জায়গা একেবারে অন্যরকম। তাদের সঙ্গে কাজ করতে পারলে ভালো লাগবে। বড় তিনটি প্রযোজনা প্রতিষ্ঠান একত্র হওয়ায় ভালো কিছুর ব্যাপারে আমি আশাবাদী।’

চঞ্চল চৌধুরী (ছবি: ইনস্টাগ্রাম)

শুটিংয়ের শেষ পর্যায়ের প্রস্তুতি নিয়ে ব্যস্ত রায়হান রাফী বলেন, ‘চঞ্চল ভাই আমাদের দেশের শক্তিমান অভিনেতা। শাকিব ভাইয়ের পাশাপাশি তাকে পাওয়া আমার জন্য আনন্দের।’

এসভিএফ-এর পরিচালক ও সহ-প্রতিষ্ঠাতা মহেন্দ্র সোনি বলেন, ‘চঞ্চল চৌধুরীর সঙ্গে এর আগে ওটিটিতে আমাদের কাজ করা হয়েছে। অনেকদিন ধরে তাকে নিয়ে বড় পর্দায় কাজ করার পরিকল্পনা ছিলো। আমার দৃঢ় বিশ্বাস, তিনি ‘তুফান’কে ভিন্ন মাত্রা দেবেন।’

রায়হান রাফী ও শাকিব খান (ছবি: চরকি)

আলফা-আই স্টুডিওসের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিলের কথায়, ‘সিনেমাটিতে শাকিব খানের শক্তিশালী চরিত্রের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করতে পারেন এমন একজনকে দরকার ছিলো আমাদের। আমি মনে করি, চঞ্চল ভাই এক্ষেত্রে পুরোপুরি জুতসই। তিনিই চরিত্রটির প্রতি সুবিচার করতে পারেন। তাই তাকে সম্পৃক্ত করা।’

মিমি চক্রবর্তী (ছবি: ফেসবুক)

চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ‘চঞ্চল ভাইকে নিয়ে নতুন করে কিছু বলার নেই। তিনি আমাদের গর্ব। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে তার কাজের সুখ্যাতি রয়েছে। তার সঙ্গে আমার বেশ কিছু কাজের অভিজ্ঞতা আছে। তুফান সিনেমায় তার উপস্থিতি অন্যমাত্রা যোগ করবে বলে আমার আশা।’

মাসুমা রহমান নাবিলা (ছবি: চরকি)

‘তুফান’ সিনেমার প্রধান দুটি নারী চরিত্রে পর্দায় আসবেন ‘আয়নাবাজি’ তারকা মাসুমা রহমান নাবিলা ও ওপার বাংলার মিমি চক্রবর্তী।

এসভিএফ, আলফা-আই ও চরকি ‘তুফান’ এর আগে ‘দম’ নামে একটি সিনেমার ঘোষণা দেয়। রেদওয়ান রনির পরিচালনায় এতে মূল ভূমিকায় দেখা যাবে চঞ্চল চৌধুরীকে।

সিনেমাওয়ালা প্রচ্ছদ