Connect with us

ঢালিউড

শাকিবের ‘বরবাদ’: সাত দিনে ২৭ কোটির বেশি টাকার টিকিট বিক্রি

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘বরবাদ’ সিনেমায় শাকিব খান (ছবি: রিয়েল এনার্জি প্রোডাকশন)

সারাদেশের সিঙ্গেল স্ক্রিন ও মাল্টিপ্লেক্সে চলছে ‘বরবাদ’ উৎসব! ঢালিউড সুপারস্টার শাকিব খানের এই সিনেমাকে কেন্দ্র করে প্রতিটি শোতে ঝড় বয়ে যাচ্ছে। ফলে একের পর এক রেকর্ড সৃষ্টি হচ্ছে। বক্স অফিসে নতুন ইতিহাস রচনা করেছে এটি। আজ (৯ এপ্রিল) অভিজাত মাল্টিপ্লেক্স স্টার সিনেপ্লেক্সের সাতটি শাখায় এর ৩৫টি শো চালানো হচ্ছে। 

গত ৩১ মার্চ ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে ‘বরবাদ’। এরপর ৬ এপ্রিল পর্যন্ত সাত দিনে টিকিট বিক্রি থেকে এসেছে মোট ২৭ কোটি ৪৩ লাখ টাকা। গতকাল (৯ এপ্রিল) টিকিট বিক্রির এই অঙ্ক পোস্ট করে মেহেদী হাসান হৃদয় লিখেছেন, ‘বিস্ফোরণ! আরিয়ান মির্জা পাগলা রকেট বক্স অফিসে আগুন ধরিয়েছে।’

এর আগে মেহেদী হাসান হৃদয় দাবি করেন, বক্স অফিসে ‘বরবাদ’-এর পাঁচ দিনের তাণ্ডব শাকিব খানের আগের সিনেমাগুলোর সপ্তাহান্তের উন্মাদনাকে ছাপিয়ে গেছে!

‘বরবাদ’ সিনেমায় শাকিব খান (ছবি: রিয়েল এনার্জি প্রোডাকশন)

প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রোডাকশনের তথ্যানুযায়ী, মাল্টিপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে রাজধানী ঢাকাসহ সারা দেশের ১২০টি সিনেমাহলে মুক্তি পেয়েছে ‘বরবাদ’। প্রযোজক শাহরীন আক্তার সুমি জানান, সিনেমাটির বাজেট ১৫ কোটি টাকা। এর বুকিং মানি সর্বোচ্চ ১৫ লাখ টাকা পর্যন্ত এসেছে। ফলে সিঙ্গেল স্ক্রিনে মুক্তির আগে টেবিল কালেকশন থেকেই লগ্নির এক-তৃতীয়াংশের বেশি পাওয়া গেছে।

‘বরবাদ’-এ আরিয়ান মির্জা চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। তার সবচেয়ে বিশ্বস্ত সহযোগী জিল্লু চরিত্রে আছেন ভারতের শ্যাম ভট্টাচার্য।

‘বরবাদ’ সিনেমায় শ্যাম ভট্টাচার্য (ছবি: রিয়েল এনার্জি প্রোডাকশন)

‘প্রিয়তমা’ মুক্তির প্রায় দুই বছর পর ‘বরবাদ’ সিনেমার মাধ্যমে শাকিবের সঙ্গে দ্বিতীয়বারের মতো জুটি বেঁধেছেন কলকাতার ইধিকা পাল। নীতু চরিত্রে অভিনয় করেছেন তিনি। নেতিবাচক চরিত্রে অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। এর মধ্য দিয়ে ২২ বছর পর আবার যৌথ প্রযোজনার সিনেমায় দেখা গেলো তাকে। সিনেমাটিতে অন্যান্য চরিত্রে আছেন শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, মিশা সওদাগর, ইন্তেখাব দিনার, মানব সাচদেব।

‘বরবাদ’ সিনেমায় শাকিব খান ও ইধিকা পাল (ছবি: রিয়েল এনার্জি প্রোডাকশন)

‘বরবাদ’ সিনেমায় প্রীতম হাসানের লেখা, সুর করা ও গাওয়া ‘চাঁদ মামা’ গানে শাকিবের সঙ্গে নেচেছেন পশ্চিমবঙ্গের নায়িকা নুসরাত জাহান। এ নিয়ে বড় পর্দায় দ্বিতীয়বার তাদের রসায়ন দেখা গেলো। ২০১৮ সালে কলকাতার রাজীব কুমার বিশ্বাস পরিচালিত ‘নাকাব’ সিনেমায় জুটি বাঁধেন তারা।

‘বরবাদ’ সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রোডাকশন ও প্রীতম হাসানের পৃথক দুটি ইউটিউব চ্যানেলে গত ২৮ মার্চ এসেছে ‘চাঁদ মামা’ গানটি। এরমধ্যে রিয়েল এনার্জি প্রোডাকশন চ্যানেলে এর ভিউ সংখ্যা ৯৮ লাখ বারের বেশি। প্রীতমের চ্যানেলে সেই সংখ্যা ৬৩ লাখ বারের বেশি। দুটোই এখন ইউটিউব ট্রেন্ডিংয়ে ১ ও ২ নম্বরে আছে।

‘বরবাদ’ সিনেমায় শাকিব খান (ছবি: রিয়েল এনার্জি প্রোডাকশন)

সিনেমাটির অন্য গানগুলো হলো প্রীতম হাসানের সুর করা ও গাওয়া ‘দ্বিধা’, জি.এম. আশ্রাফের লেখা, সুর করা ও গাওয়া ‘নিঃশ্বাস’, রিতাম সেনের কথা ও রথিজিৎ ভট্টাচার্যের সুরে ইমরান মাহমুদুল ও কোনালের গাওয়া ‘মায়াবী’, নোবেলের গাওয়া ‘মহামায়া’।

মন্তব্য করতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সিনেমাওয়ালা প্রচ্ছদ