ঢালিউড
শাকিবের সঙ্গে সাকিব

শাকিব খান ও সাকিব আল হাসান (ছবি: ফেসবুক)
ঢালিউড সুপারস্টার শাকিব খান ও সংসদ সদস্য-ক্রিকেটার সাকিব আল হাসান জোট বাঁধলেন! রিমার্ক-হারল্যানের পণ্যের প্রচারণার জন্য তাদের একত্র হওয়া। আজ (৯ মার্চ) ঢাকার একটি হোটেলে একসঙ্গে হাজির হন দুই অঙ্গনের দুই সুপারস্টার।
গত জানুয়ারিতে রিমার্ক-হারল্যান গ্রুপের পরিচালক হিসেবে যুক্ত হন শাকিব খান। এবার প্রসাধনী পণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠানটির পরিষ্কারক ব্র্যান্ড ‘টাইলক্স’-এর সঙ্গে চুক্তিবদ্ধ হলেন সাকিব।

শাকিব খান ও সাকিব আল হাসান (ছবি: ফেসবুক)
অনুষ্ঠানে শাকিব খান বলেন, ‘সাকিব আল হাসান আর আমি ভাই-ভাই। আজ একটি অলরাউন্ডার ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হলো বিশ্বসেরা অলরাউন্ডার। আমরা একসঙ্গে রিমার্ক-হারল্যানকে এগিয়ে নিয়ে যাবো।’

শাকিব খান (ছবি: ফেসবুক)
শাকিব খান সম্প্রতি হিমেল আশরাফের পরিচালনায় ‘রাজকুমার’ সিনেমার কাজ শেষ করেছেন। এটি মুক্তি পাবে আসন্ন ঈদুল ফিতরে।
কয়েকদিন পর ভারতের রামোজি ফিল্ম সিটিতে যাবেন শাকিব। সেখানে রায়হান রাফীর পরিচালনায় ‘তুফান’ সিনেমার শুটিং করবেন তিনি। এটি সিনেমাহলে আসবে আগামী ঈদুল আজহায়।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস