শুভেচ্ছা
শাকিব-তাহসান একে অপরের প্রশংসায় পঞ্চমুখ

শাকিব খান ও তাহসান রহমান খান (ছবি: রিমার্ক-হারল্যান)
ঢালিউড সুপারস্টার শাকিব খানের প্রতিষ্ঠানে যুক্ত হলেন সংগীতশিল্পী-অভিনেতা তাহসান রহমান খান। অথেনটিক কালার কসমেটিকস, স্কিনকেয়ার, পার্সোনাল কেয়ার ও হোম কেয়ার উৎপাদনকারী প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যানের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করবেন তাহসান।
গতকাল (২৫ নভেম্বর) তাহসানকে রিমার্ক-হারল্যান পরিবারের সদস্য হিসেবে বরণ করেন শাকিব খান। তখন তাদের মধ্যে চুক্তি সই হয়েছে। এরপর তাহসান উল্লেখ করেন, ‘রিমার্ক-হারল্যানের সঙ্গে যুক্ত হওয়ায় প্রতি মাসে একটি করে গান উপহার দেবো শ্রোতাদের।’
অনুষ্ঠানে তাহসান বলেন, ‘শাকিব খান ও আমার মধ্যে কয়েকটি মিল আছে। আমার জন্ম হয়েছিল যে সালে, শাকিব খানের জন্ম একই সালে। আজ থেকে ২৫ বছর আগে অর্থাৎ ১৯৯৯ সালে শাকিব খানের প্রথম সিনেমা মুক্তি পায়, ঠিক সে বছরই আমার ব্যান্ড ব্ল্যাকের আত্মপ্রকাশ ঘটে। সেই থেকে ২৫ বছর ধরে আমরা দর্শক-শ্রোতাদের ভালোবাসা পাচ্ছি, এটা অনেক বড় আশীর্বাদ। বিনোদন অঙ্গনে বছরের পর বছর মানুষের ভালোবাসা পাওয়া সহজ ব্যাপার নয়। এজন্য দেশের প্রতি আমাদের দায়বদ্ধতা অনেক।’

শাকিব খান ও তাহসান রহমান খান (ছবি: রিমার্ক-হারল্যান)
শাকিবের প্রশংসায় পঞ্চমুখ তাহসান বলেন, ‘কাউকে মেগাস্টার বললেই মেগাস্টার হয়ে যায় না। ‘তুফান’ যেভাবে তুফান সৃষ্টি করেছে, সেজন্যই শাকিব খান মেগাস্টার। গত ২৫ বছরে তার কোনো সিনেমার একটিও গান গাইতে পারিনি, এটা আমার ব্যর্থতা। তবে আগামীতে শাকিব খানের যেকোনো একটি সিনেমায় হিট গান উপহার দেবো।’
তাহসান যোগ করেন, ‘মানুষ বেঁচে থাকতে চায় এমন কিছু কাজে। আমরা শিল্পীরা কাজ দিয়েই বেঁচে থাকি। গত ২৫ বছরে মৌলিক গান করেছি বলে শ্রোতাদের ভালোবাসা পেয়েছি। কিন্তু মৌলিক গান হিট করানো অনেক কঠিন। রিমিক্স গান গেয়ে তাড়াতাড়ি জনপ্রিয়তা পেতে পারি। কিন্তু মৌলিক গান হিট করানো সবচেয়ে কঠিন। সম্প্রতি আমার গাওয়া ‘রঙে রঙে রঙিন হবো’ শ্রোতাপ্রিয়তা পেয়েছে। আরো ভালো কাজ করতে চাই। অকপটে স্বীকার করবো, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী আমরা এখনও গান করতে পারিনি। আমার বিশ্বাস, আগামী একবছরের মধ্যে বাংলাদেশের সংগীতাঙ্গন আরো উচ্চতায় পৌঁছাবে।’

শাকিব খান ও তাহসান রহমান খান (ছবি: রিমার্ক-হারল্যান)
তাহসান প্রসঙ্গে শাকিব খান বলেন, ‘তাহসান ভাইয়ের কয়টি পরিচয় দেবো, মাঝে মধ্যে আমি কনফিউজড হয়ে যাই! গায়ক, নাটকের হিরো, সিনেমা হিরো, গীতিকার; কী না তিনি! তাহসান ভাই সত্যিই খুব গুণী একজন মানুষ। তাকে পেয়ে আমরা আনন্দিত। তাহসান ভাই বলছিলেন, রিমার্ক-হারল্যানে এত তারকা থাকতে আরেকজন কেনো? আমি বলেছি, আরেকজন বাদই বা যাবে কেনো!’
তাহসানের আগে শাকিবের ডাকে সাড়া দিয়ে রিমার্ক-হারল্যানের পণ্যের দূত হয়েছেন অভিনেতা সিয়াম আহমেদ, চিত্রনায়িকা পরীমণি, বিদ্যা সিনহা মিম, সাবিলা নূর, প্রার্থনা ফারদিন দীঘি ও পূজা চেরি।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস