Connect with us

ছবি ও কথা

শাড়িতে হলিউডের মডেল-নায়িকারা এবং পেনেলোপি চমক

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

ভারতের মুম্বাইয়ে জিও ওয়ার্ল্ড সেন্টারে অবস্থিত বান্দ্রা-কুরলা কমপ্লেক্সে ভারতীয় শিল্প-সংস্কৃতির ঐতিহ্য সংরক্ষণ ও প্রচারের জন্য একটি সাংস্কৃতিক কেন্দ্র গড়েছেন শিল্পপতি মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানি। নিতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারের (এনএমএসিসি) উদ্বোধনী আয়োজনে বলিউডের প্রথম সারির তারকারা প্রায় সবাই ছিলেন। তবে মূল আকর্ষণ ছিলেন হলিউড তারকারা। গত ৩১ মার্চ ও ১ এপ্রিল দুই দিন ছিলো আয়োজন।

জ্বলজ্বলে ও ফুলেল তারায় পরিপূর্ণ বেগুনি শাড়িতে নজর কেড়েছেন ‘স্পাইডার-ম্যান’ তারকা জেন্ডায়া।

জেন্ডায়ার শাড়ি ডিজাইন করেছেন রাহুল মিশ্র। এর সঙ্গে ছিলো সোনালি ব্লাউজ। হাতে ব্রেসলেট ও আংটি আর পায়ে কালো হিল পরেছেন তিনি।

‘স্পাইডার-ম্যান’ ট্রিলজির সুবাদে জেন্ডায়া দুনিয়া জুড়ে জনপ্রিয়। এছাড়া তার অভিনীত ‘ডুন’ ২০২১ সালে সাড়া ফেলে দেয়।

চলতি বছরের ৩ নভেম্বর ‍মুক্তি পাবে জেন্ডায়া অভিনীত ‘ডুন: পার্ট টু’। এর আগে ১৫ সেপ্টেম্বর সিনেমা হলে আসবে টেনিস খেলোয়াড় থেকে কোচ হয়ে যাওয়া একটি মেয়েকে কেন্দ্র করে নির্মিত ‘চ্যালেঞ্জার্স’।

আমেরিকান অভিনেত্রী জেন্ডায়া।

আমেরিকান অভিনেত্রী জেন্ডায়া।

আমেরিকান অভিনেত্রী জেন্ডায়া।

আমেরিকান অভিনেত্রী জেন্ডায়া।

আমেরিকান অভিনেত্রী জেন্ডায়া।

আমেরিকান সুপারমডেল জিজি হ্যাডিড পরেছেন আবু জানি-সন্দীপ খোসলার ডিজাইন করা চিকনকারি শাড়ি।

আমেরিকান সুপারমডেল জিজি হ্যাডিডকে শাড়িতে দেখে চমকে গেছেন নেটিজেনরা।

ব্রাজিলিয়ান অভিনেত্রী মারিনা রুই বারবোসা ও আমেরিকান মডেল জিজি হ্যাডিড।

লালগালিচায় অস্কারজয়ী স্প্যানিশ অভিনেত্রী পেনেলোপি ক্রুজ ছিলেন অন্যতম চমক।

পেনেলোপি ক্রুজ এখন ‘ফেরারি’ সিনেমার কাজ করছেন। ইতালিয়ান গাড়ি প্রতিষ্ঠান ফেরারির প্রতিষ্ঠাতা এনজো ফেরারির বায়োপিক এটি। মাইকেল মানের পরিচালনায় এতে নাম ভূমিকায় থাকছেন অ্যাডাম ড্রাইভার।

‘স্পাইডারম্যান’ তারকা টম হল্যান্ডকে বরাবরের মতো সুদর্শন লেগেছে।

ব্রিটিশ অভিনেতা টম হল্যান্ডকে সর্বশেষ ‘আনচার্টেড’ সিনেমায় দেখা গেছে।

(বাঁ থেকে) জেন্ডায়া, পেনেলোপি ক্রুজ, জিজি হ্যাডিড, টম হল্যান্ড ও আমেরিকান ফ্যাশন ডিজাইনার ল রোচ।

‘দ্য ভ্যাম্পায়ার ডায়েরিস’ টিভি সিরিজের অভিনয় করে খ্যাতি পাওয়া সুইজারল্যান্ডের অভিনেত্রী কেট গ্রাহাম।

সিনেমাওয়ালা প্রচ্ছদ