বলিউড
শাহরুখের এইট-প্যাকস অ্যাব, দীপিকার ‘বেশরম রঙ’

‘বেশরম রঙ’ গানে দীপিকা পাড়ুকোন ও শাহরুখ খান (ছবি: যশরাজ ফিল্মস)
‘পাঠান’ সিনেমার প্রথম গান প্রকাশিত হলো। এতে বলিউড সুপারস্টার শাহরুখ খানকে এইট-প্যাকস অ্যাব ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে বিকিনিতে দেখা গেছে। গানের কিছু দৃশ্যে তাদের উষ্ণ রসায়ন বেশ উপভোগ্য।
গানটির দৃশ্যে হলুদ, সোনালি, বেগুণি-সবুজসহ পাঁচটি ভিন্ন পোশাকে হাজির হয়েছেন দীপিকা। অন্যদিকে শাহরুখ সবুজ, অফ-হোয়াইট ও কালো জামা ব্যবহার করেছেন।
‘বেশরম রঙ’ গানের শুটিং হয়েছে স্পেনের মাইয়র্কা দ্বীপ, আন্দালুসিয়া অঞ্চলের হেরেস দে লা ফ্রন্তেরা শহর ও বন্দরনগরী কাদিসে। এর শুরুতে স্প্যানিশ ভাষা ব্যবহার হয়েছে। নৃত্য পরিচালনা করেছেন বৈভবী মার্চেন্ট। গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন বিশাল দাড়লানি ও শেখর রাভজিয়ানি। তারা এতে কণ্ঠও দিয়েছেন। এছাড়া গেয়েছেন গেয়েছেন শিল্পা রাও ও ক্যারালিসা মন্টেইরো। এর কথা লিখেছেন কুমার।

‘বেশরম রঙ’ গানে দীপিকা পাড়ুকোন (ছবি: যশরাজ ফিল্মস)
বলিউডের সবচেয়ে জনপ্রিয় পর্দা জুটির মধ্যে শাহরুখ-দীপিকা অন্যতম। এর আগে ‘ওম শান্তি ওম’ (২০০৭), ‘চেন্নাই এক্সপ্রেস’ (২০১৩) ও ‘হ্যাপি নিউ ইয়ার’ (২০১৪) সিনেমায় একসঙ্গে অভিনয় করেন তারা। ৯ বছর পর আবার তাদের একফ্রেমে দেখা যাবে।

‘বেশরম রঙ’ গানে শাহরুখ খান (ছবি: যশরাজ ফিল্মস)
গত ২ নভেম্বর শাহরুখের জন্মদিনে ‘পাঠান’-এর টিজার প্রকাশিত হয়। মুক্তির দিন যত ঘনিয়ে আসছে, ততোই যেন সিনেমাটি নিয়ে উত্তেজনা বাড়ছে। ‘বেশরম রঙ’ সেই উন্মাদনার পালে নতুন হাওয়া নিয়ে এলো নিঃসন্দেহে।

‘বেশরম রঙ’ গানে দীপিকা পাড়ুকোন (ছবি: যশরাজ ফিল্মস)
যশরাজ ফিল্মসের প্রযোজনায় ‘পাঠান’ সিনেমায় গোয়েন্দা চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ খান। খলচরিত্রে দেখা যাবে জন আব্রাহামকে। আগামী বছরের ২৫ জানুয়ারি হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় মুক্তি পাবে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এটি।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস