Connect with us

ওটিটি

শাহরুখের ছেলের পরিচালনায় ওয়েব সিরিজে রণবীর

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

আরিয়ান খান (ছবি: ইনস্টাগ্রাম)

বলিউড সুপারস্টার শাহরুখ খানকে পর্দায় দেখার জন্য সাধারণত ভক্তদের অধীর আগ্রহে অপেক্ষা করতে দেখা যায়। তার ছেলে আরিয়ান খান পরিচালিত প্রথম ওয়েব সিরিজ ‘স্টারডম’ নিয়ে একই রকম প্রত্যাশা তাদের।

নিজের পরিচালিত প্রথম কাজ যেন দর্শকদের ভালো লাগে এবং বড়সড় সাফল্য পায়, সেজন্য কঠোর পরিশ্রম করছেন আরিয়ান। গল্প ও চিত্রনাট্য লেখা থেকে শুরু করে অভিনয়শিল্পী নির্বাচন পর্যন্ত প্রতিটি অংশে চেষ্টার ত্রুটি রাখছেন না তিনি। তারপর ব্যাপক গবেষণা এবং প্রি-প্রোডাকশনে সময় দিয়েছেন। এখন মুম্বাইয়ে সিরিজটির শুটিং চলছে।

আরিয়ান খান ও রণবীর কাপুর (ছবি: টুইটার)

আগেই ঘোষণা দেওয়া হয়েছে, ছয় পর্বের এই সিরিজে প্রধান চরিত্রে থাকছেন লক্ষ্য লালওয়ানি। এবার জানা গেলো, বিশেষ একটি অতিথি চরিত্রের শুটিং করেছেন রণবীর কাপুর। ফলে দর্শকদের মধ্যে সিরিজটির প্রতি আগ্রহ বেড়েছে বলা যেতেই পারে। সবার কৌতূহল, আরিয়ান খান কী তৈরি করছেন?

রণবীর কাপুর (ছবি: টুইটার)

শাহরুখের সঙ্গে রণবীর কাপুরের বন্ধুত্বের কথা সবারই জানা। সম্প্রতি সিরিজটির অগ্রগতি দেখতে শুটিংয়ে হাজির হয়ে চমকে দেন রণবীর। আরিয়ানকে উৎসাহ জোগানোর পাশাপাশি স্বল্প উপস্থিতির একটি চরিত্রে অভিনয় করেছেন তিনি।

আরিয়ান খান (ছবি: ইনস্টাগ্রাম)

বহুল প্রতীক্ষিত ‘স্টারডম’ ওয়েব সিরিজে হিন্দি সিনেমা ব্যবসার ইতিহাস তুলে ধরা হবে। গল্পের প্রয়োজনে রণবীর কাপুর ছাড়াও করণ জোহর পরিচালক হিসেবে এতে অতিথি চরিত্রে অভিনয় করেছেন। এছাড়াও কয়েকজন তারকার ক্ষণিকের উপস্থিতি থাকতে পারে।

শাহরুখ খান ও আরিয়ান খান (ছবি: ইনস্টাগ্রাম)

শুটিংয়ের প্রথম দিন হাজির হয়ে ছেলেকে চমকে দেন শাহরুখ। পরিচালক হিসেবে ছেলের আনুষ্ঠানিক পথচলা শুরুর সময় উজ্জীবিত করেছেন তিনি।

শাহরুখ খান ও তার পরিবার (ছবি: ইনস্টাগ্রাম)

অন্যদিকে শাহরুখের মেয়ে সুহানা খান এখন জোয়া আখতারের সংগীতপ্রধান সিনেমা ‘দ্য আর্চিস’-এর শুটিং শুরুর প্রস্তুতি হিসেবে নিজের চরিত্র মহড়া করছেন। তার পাশাপাশি বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চনের নাতি অগাস্ত নন্দা এবং শ্রীদেবীর ছোট মেয়ে খুশি কাপুরের অভিষেক হবে অভিনয়ে।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ