বলিউড
শাহরুখের জন্মদিনে আসছে ‘ডানকি’র টিজার

‘ডাংকি’ সিনেমার নাম ঘোষণার ভিডিওতে রাজকুমার হিরানি ও শাহরুখ খান (ছবি: টুইটার)
বলিউড সুপারস্টার শাহরুখ খানের জন্মদিন ঘনিয়ে এসেছে। ফলে দিনটি উদযাপন করতে ভক্তদের তর সইছে না! তার নতুন সিনেমা ‘ডানকি’র আপডেট পেতে উন্মুখ সবাই। ধারণা করা হচ্ছে, ভক্তদের প্রত্যাশা মেটাতে আগামী ২ নভেম্বর শাহরুখের জন্মদিনেই এর প্রথম টিজার উন্মোচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গতকাল (৩০ অক্টোবর) ভারতের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) থেকে ‘ডানকি’র দুটি টিজারকে ইউ (সব বয়সীদের জন্য প্রযোজ্য) সনদ দেওয়া হয়েছে। এর একটি দৈর্ঘ্য ৫৮ সেকেন্ড, অন্যটির ব্যাপ্তি ১ মিনিট ৫৮ সেকেন্ড। সিবিএফসিতে টিজারের সনদ পাওয়ার আবেদনকারী হলেন রাজকুমার হিরানি ফিল্মসের কর্মকর্তা সাহিল চন্দ্রমোহন খোসলা।

‘ডানকি’র ফার্স্টলুক পোস্টারে শাহরুখ খান (ছবি: রেড চিলিস এন্টারটেইনমেন্ট)
ভারতীয় বিনোদনমূলক ওয়েবসাইট পিঙ্কভিলাকে একটি সূত্র জানিয়েছে, ২ নভেম্বর ডিজিটাল মাধ্যমে প্রকাশ করা হবে প্রথম টিজার। শুধু তাই নয়, ভক্তদের জন্য মুম্বাইয়ে জন্মদিনের একটি অনুষ্ঠান আয়োজন করবেন শাহরুখ। বিশেষ দিনে ভক্তদের নিয়েই টিজারটি দেখবেন তিনি।
বলিউডের আরেক সুপারস্টার সালমান খানের ‘টাইগার থ্রি’র সঙ্গে সিনেমাহলে ‘ডানকি’র ১ মিনিট ৫৮ সেকেন্ড দৈর্ঘ্যের টিজার যুক্ত থাকবে। ‘টাইগার থ্রি’তে পাঠান চরিত্রে শাহরুখের স্বল্প উপস্থিতি থাকছে।
যশরাজ ফিল্মসের পরিবেশনায় আগামী ২১ ডিসেম্বর আন্তর্জাতিকভাবে মুক্তি পাবে রাজকুমার হিরানি পরিচালিত ‘ডানকি’। ভারতের সিনেমাহলে এটি আসবে ২২ ডিসেম্বর। শাহরুখ এখন সেজন্য প্রস্তুতি নিতে ব্যস্ত। সিনেমাটি সহ-প্রযোজনা করেছে তারই প্রতিষ্ঠান রেড চিলিস এন্টারটেইনমেন্ট।

তাপসী পান্নু ও শাহরুখ খান (ছবি: টুইটার)
‘ডানকি’র মাধ্যমে প্রথমবার একসঙ্গে কাজ করেছেন শাহরুখ ও রাজকুমার হিরানি। এতে শাহরুখের বিপরীতে থাকছেন তাপসী পান্নু। এছাড়াও আছেন ভিকি কৌশল, বোমান ইরানি, সতীশ কৌশিক।
২০২৩ নিঃসন্দেহে শাহরুখ খানের বছর। গত জানুয়ারিতে ‘পাঠান’ দিয়ে শুরুটা করেন তিনি। এটি বলিউডের সর্বকালের অন্যতম সেরা ব্লকবাস্টার তালিকায় জায়গা করে নিয়েছে। ‘পাঠান’-এর রেকর্ড ভেঙেছে তার পরের সিনেমা ‘জওয়ান’। এবার ‘ডানকি’র পালা। সবার চোখ এখন সেদিকে!
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস