ওটিটি
শাহরুখের ‘ডানকি’র ওটিটি স্বত্ব বিক্রি হলো ১৫৫ কোটি রুপিতে

‘ডাংকি’ সিনেমার নাম ঘোষণার ভিডিওতে রাজকুমার হিরানি ও শাহরুখ খান (ছবি: টুইটার)
ভারতের হেভিওয়েট পরিচালকদের মধ্যে রাজকুমার হিরানি অন্যতম। সামাজিক হাস্যরসধর্মী সিনেমার সুবাদে দর্শকমহলে আলাদা গ্রহণযোগ্যতা তৈরি করেছেন তিনি। তার পরিচালনায় বলিউড সুপারস্টার শাহরুখ খানের ‘ডানকি’ চলতি বছরের বহুল প্রতীক্ষিত একটি সিনেমা। এটি সিনেমাহলে মুক্তি পাবে আগামী ২২ ডিসেম্বর।
বলিউড ভিত্তিক একটি ওয়েবসাইট একটি সূত্রে জানতে পেরেছে, স্ট্রিমিং প্ল্যাটফর্ম জিও সিনেমার সঙ্গে বিশাল অঙ্কের বিনিময়ে ‘ডানকি’র ওটিটি স্বত্ব নিয়ে চুক্তি করেছেন রাজকুমার হিরানি ও শাহরুখ খান। ১৫৫ কোটি রুপিতে এটি বিক্রি হয়েছে। ভারতের ইতিহাসে কোনও নির্দিষ্ট একটি ভাষায় মুক্তি পাওয়া সিনেমার ক্ষেত্রে এটাই সবচেয়ে বড় চুক্তি।

রাজকুমার হিরানি ও শাহরুখ খান (ছবি: টুইটার)
একে তো শাহরুখ, তার সঙ্গে রাজকুমার হিরানির ভাবমূর্তির কথা ভেবে এত বিপুল অর্থ দিতে রাজি হয়েছে জিও সিনেমা কর্তৃপক্ষ। ভারতীয় সিনেমার হেভিওয়েট দুই ব্যক্তির সম্মিলনের ফলে সিনেমাটি বিশ্বব্যাপী প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে। তাই সর্বকালের সবচেয়ে বৃহৎ ডিজিটাল চুক্তির ঘটনা ঘটেছে।

‘ডাংকি’ সিনেমার নাম ঘোষণার ভিডিওতে রাজকুমার হিরানি ও শাহরুখ খান (ছবি: টুইটার)
নেটফ্লিক্সের সঙ্গে প্রতিযোগিতার জন্য নিজেদের অ্যাপ বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে ‘ডানকি’র ডিজিটাল স্বত্ব বাগিয়ে নিয়েছে জিও সিনেমা। ১৫৫ কোটি রুপি বিশাল অঙ্ক ঠিকই, তবে শাহরুখ ও হিরানির খ্যাতি ও গ্রহণযোগ্যতার বিচারে এটি যথাযোগ্য হিসেবে দেখছে বি-টাউন।

তাপসী পান্নু ও শাহরুখ খান (ছবি: টুইটার)
সূত্রটি আরো জানিয়েছে, শাহরুখের আরেক সিনেমা ‘জওয়ান’-এর হিন্দি সংস্করণ কিনতে নেটফ্লিক্স যত টাকা খরচ করছে, ‘ডানকি’র জন্য এর চেয়েও বেশি ঢেলে দিচ্ছে জিও সিনেমা।
‘ডানকি’তে শাহরুখের সঙ্গে অভিনয় করেছেন তাপসী পান্নু ও ভিকি কৌশল। শাহরুখের রেড চিলিস এন্টারটেইনমেন্ট ও রাজকুমার হিরানি ফিল্মসের যৌথ প্রযোজনায় তৈরি হচ্ছে এটি।

শাহরুখ খান ও অ্যাটলি কুমার (ছবি: টুইটার)
যশরাজ ফিল্মস প্রযোজিত ও সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’ সিনেমার অসাধারণ সাফল্যের পর ‘জওয়ান’ হতে যাচ্ছে চলতি বছরে শাহরুখের দ্বিতীয় সিনেমা। আগামীকাল (১০ জুলাই) ভারতীয় সময় সকাল ১০টা ৩০ মিনিটে এর প্রিভিউ অবমুক্ত হবে। সোশ্যাল মিডিয়ায় ঘোষণাটি দিয়েছেন শাহরুখ। টুইটারে তিনি লিখেছেন, ‘আমি আশীর্বাদ কিংবা অভিশাপ, আপনিই আমি।’ ধারণা করা হচ্ছে, এটি সিনেমার একটি সংলাপ।
मैं पुण्य हूँ या पाप हूँ?… मैं भी आप हूँ…
Main punya hoon ya paap hoon?… Main bhi aap hoon…#JawanPrevueOn10July#Jawan releasing worldwide on 7th September 2023, in Hindi, Tamil & Telugu. pic.twitter.com/GI3RqgVGqr
— Shah Rukh Khan (@iamsrk) July 8, 2023
দক্ষিণী সিনেমার পরিচালক অ্যাটলি কুমারের পরিচালনায় এবারই প্রথম অভিনয় করেছেন শাহরুখ। এর মাধ্যমে নয়নতারা ও বিজয় সেতুপতির অভিষেক হচ্ছে বলিউডে। এতে আরো থাকছেন সানিয়া মালহোত্রা, সুনীল গ্রোভার, প্রিয়ামনি, সঞ্জিতা ভট্টাচার্য।

‘জাওয়ান’ সিনেমার ফার্স্ট লুক টিজারে শাহরুখ খান (ছবি: টুইটার)
জানা গেছে, দুবাইয়ে ছয় দিন ধরে ‘জওয়ান’-এর একটি গানের শুটিং হবে। শাহরুখ-পত্নী গৌরি খান প্রযোজিত এই সিনেমার গানের স্বত্ব বিক্রি হয়েছে ৩৬ কোটি রুপিতে। আগামী ৭ সেপ্টেম্বর হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় মুক্তি পাবে ‘জওয়ান’।

শাহরুখ খান (ছবি: ইনস্টাগ্রাম)
সুজয় ঘোষের পরিচালনায় নাম চূড়ান্ত না হওয়া একটি সিনেমায় মেয়ে সুহানা খানের সঙ্গে প্রথমবার বড় পর্দার জন্য অভিনয় করবেন শাহরুখ। তার প্রতিষ্ঠান রেড চিলিস এন্টারটেইনমেন্ট এবং ‘পাঠান’-এর পরিচালক সিদ্ধার্থ আনন্দের মারফ্লিক্স পিকচার্স যৌথভাবে এটি প্রযোজনা করবে।
এদিকে সম্প্রতি জানা যায়, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে চোট পেয়ে নাকে অস্ত্রোপচার করিয়েছেন শাহরুখ। তবে মুম্বাইয়ে ফেরার পর তাকে দেখে তেমন কিছুই মনে হয়নি। তার ঘনিষ্ঠ বন্ধুরা জানান, ‘নাকের পর্দায় সমস্যা দেখা দেওয়ায় কিছু সময়ের জন্য ৫৭ বছর বয়সী এই অভিনেতার শ্বাস-প্রশ্বাসে সমস্যা সৃষ্টি হয়েছিলো। তবে চোট কিংবা অস্ত্রোপচারের মতো কিছুই ঘটেনি।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস