টেলিভিশন
শিশু-কিশোর প্রতিভার খোঁজে বিটিভির ‘নবস্পন্দন’

‘নবস্পন্দন’ প্রতিযোগিতার লোগো (ছবি: বিটিভি)
দেশব্যাপী শিশু-কিশোর প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ‘নবস্পন্দন’ আয়োজন করেছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। ৮ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোররা সংগীত, নৃত্য ও অভিনয়ে প্রতিযোগিতা করতে পারবে। একজন প্রতিযোগী একাধিক বিষয়ে অংশ নেওয়ার সুযোগ পাবে। বিশেষ চাহিদা সম্পন্ন ও তৃতীয় লিঙ্গের শিশু-কিশোররাও প্রতিযোগিতায় থাকতে পারবে।
গত ১৯ অক্টোবর বিটিভির সদর দফতরের সভাকক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিটিভির মহাপরিচালক ড. মো. জাহাঙ্গীর আলম উল্লেখ করেন, প্রধানমন্ত্রীর উৎসাহে তথ্য ও সম্প্রচারমন্ত্রীর উদ্যোগ ও দিকনির্দেশনায় বিটিভিতে শুরু হতে যাচ্ছে ‘নবস্পন্দন’। এজন্য একটি থিম সং নির্মাণ করা হয়েছে। বিটিভিতে এর একটি টিজারের প্রচার শুরু হয়েছে। মহাপরিচালকের আশা, ‘নবস্পন্দন’ শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে সহায়ক হবে।

‘নবস্পন্দন’ প্রতিযোগিতার সংবাদ সম্মেলন (ছবি: বিটিভি)
প্রতিযোগিতায় অংশ নিতে আবেদনপত্র পূরণ করতে হবে অনলাইনে (http://btvns.teletalk.com.bd)। আবেদনপত্র পূরণ ও জমাদান শুরু হবে ৩০ অক্টোবর। চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। প্রতিযোগিতায় প্রতিটি বিষয়ে অংশগ্রহণের জন্য জনপ্রতি ১১২ টাকা টেলিটকের মাধ্যমে জমা দিতে হবে। প্রতিযোগিতা সংক্রান্ত যাবতীয় তথ্য বিটিভির ওয়েবসাইটে (www.btv.gov.bd) পাওয়া যাবে। প্রাথমিক পর্বের অডিশন হবে বিভাগীয় পর্যায়ে। প্রাথমিক পর্বে উত্তীর্ণরা জাতীয় পর্যায়ে ঢাকায় চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করতে পারবে।
শিল্পী মুস্তাফা মনোয়ারের হাত ধরে ১৯৬৬ সালে তৎকালীন পাকিস্তান টেলিভিশনে শুরু হয়েছিল শিশুশিল্পীদের জন্য প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’। দেশ স্বাধীনের পর ১৯৭৬ সালে বাংলাদেশ টেলিভিশনে নতুন আঙ্গিকে এর কার্যক্রম শুরু হয়। দীর্ঘদিন পর বিটিভি আবার শুরু করতে যাচ্ছে শিশু-কিশোরদের অংশগ্রহণে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘নবস্পন্দন’।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস