Connect with us

স্টার জোন

শুটিংয়ে আহত হয়ে হাসপাতালে অপূর্ব-ফারিণ-পাভেল

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

হাসপাতালে তাসনিয়া ফারিণ (ছবি: ফেসবুক)

অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও অভিনেত্রী তাসনিয়া ফারিণ শুটিংয়ে আহত হয়েছেন। তারা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আজ (১৩ ডিসেম্বর) ‘হাউ সুইট’ নামের একটি ওয়েব ফিল্মের শুটিংয়ে তাদের পাশাপাশি দুর্ঘটনার শিকার হন অভিনেতা সাইদুর রহমান পাভেল।

অপূর্ব ও তাসনিয়া ফারিণ হাসপাতাল থেকে ছাড়া পেলেও পাভেল এখনো চিকিৎসাধীন আছেন।

তাসনিয়া ফারিণ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “আজ আমরা ‘হাউ সুইট’-এর সেটে দুর্ঘটনার কবলে পড়েছি ঘটেছে। অপূর্ব ভাইয়া, পাভেল ভাইয়া ও আমি আহত হয়েছি। আলহামদুলিল্লাহ অপূর্ব ভাইয়া আর আমি দুই জনই সুস্থ আছি ও নিরাপদে বাড়ি ফিরেছি। আমাদের মঙ্গল কামনা করার জন্য সবাইকে ধন্যবাদ। পাভেল ভাই এখনো হাসপাতালে। দয়া করে তাকে আপনাদের প্রার্থনায় রাখুন।’

হাসপাতালে সাইদুর রহমান পাভেল (ছবি: ফেসবুক)

‘হাউ সুইট’ পরিচালনা করছেন কাজল আরেফিন অমি। তিনি সোশ্যাল মিডিয়ায় দুর্ঘটনার বিস্তারিত জানিয়েছেন। ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত এই নির্মাতা লিখেছেন, ‘খুব আনন্দ নিয়ে মজা করে শুটিং চলছিলো আমাদের। দুর্ভাগ্যবশত আজ আমাদের একটি দৃশ্যের শুটিংয়ের সময় স্কুটি দিয়ে দুর্ঘটনা ঘটে। সৃষ্টিকর্তার কৃপায় অপূর্ব ভাইয়ার বড় কোনো ইনজুরি হয়নি। কিন্তু আমাদের ফারিণ আর পাভেল আহত।’

জিয়াউল ফারুক অপূর্ব, সাইদুর রহমান পাভেল, কাজল আরেফিন অমি ও তাসনিয়া ফারিণ (ছবি: বঙ্গ)

ফেসবুক স্ট্যাটাসে আশার কথাও উল্লেখ করেছেন কাজল আরেফিন অমি, ‘চিকিৎসক জানিয়েছেন, ফারিণ আর পাভেল খুব দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক কাজে ফিরতে পারবে। তাদের জন্য সবাই দোয়া রাখবেন, যাতে তারা দ্রুত সুস্থ হয়ে যায়। হাসপাতালের বিছানায় শুয়েও আমার শিল্পীরা ভাবছে কীভাবে বাকি কাজগুলো সুন্দরভাবে শেষ করা যাবে!’

জিয়াউল ফারুক অপূর্ব ও কাজল আরেফিন অমি (ছবি: বঙ্গ)

কাজল আরেফিন অমি আরো লিখেছেন, ‘আমরা অনেক কষ্ট করে একটি সুন্দর কাজ বানাই। এই কাজের জন্য আমরা কত কষ্ট করেছি আর করছি, সেটা আপনারা কাজটি দেখলে বুঝতে পারবেন। আমি সত্যিই কৃতজ্ঞ আমার টিমের সকলের প্রতি, যারা আমার ওপর আস্থা রেখে নিজের সবটুকু দিয়ে দর্শকদের একটি দারুণ কাজ উপহার দিতে চেষ্টা করছেন। প্রতিটি বিভাগের সবাইকে অনেক অনেক ভালোবাসা।’

জিয়াউল ফারুক অপূর্ব ও তাসনিয়া ফারিণ (ছবি: বঙ্গ)

‘হাউ সুইট’ ওয়েব ফিল্মের মাধ্যমে পাঁচ বছর পর একসঙ্গে কাজ করছেন অপূর্ব ও কাজল আরেফিন অমি। এবারই প্রথম ওয়েব ফিল্মের জন্য জোট বেঁধেছেন তারা।

কাজল আরেফিন অমির সর্বশেষ ওয়েব ফিল্ম ‘অসময়’-এ মুখ্য চরিত্রে অভিনয় করেন তাসনিয়া ফারিণ। আবার তারা একসঙ্গে কাজ করছেন। ওটিটিতে এবারই প্রথম অপূর্বর সঙ্গে জুটি বেঁধেছেন ফারিণ।

আগামী বছরের বিশ্ব ভালোবাসা দিবসে (১৪ ফেব্রুয়ারি) ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পাবে ‘হাউ সুইট’।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ