Connect with us

টেলিভিশন

গানের নতুন প্রতিযোগিতা ‘সুরের সেরা জুনিয়র’

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

(বাঁ থেকে) ফাহমিদা নবী, পিন্টু ঘোষ ও মেহের আফরোজ শাওন (ছবি: মাছরাঙা টেলিভিশন)

ছোটদের অংশগ্রহণে শুরু হচ্ছে গানের প্রতিযোগিতা ‘সুরের সেরা জুনিয়র’। স্কয়ার গ্রুপের কর্মীদের ৬ থেকে ১২ বছর বয়সী সন্তানেরা অংশ নিয়েছেন এতে।

আজ (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে অডিশন ও গ্রুমিং রাউন্ডের অংশবিশেষ। অডিশন রাউন্ডের বিচারক রন্টি দাস ও কামরুজ্জামান রাব্বি। পুরো আয়োজনের প্রশিক্ষক হিসেবে প্রতিযোগীদের সঙ্গে থাকছেন তারা।

শিশু প্রতিযোগীর সঙ্গে কামরুজ্জামান রাব্বি ও রন্টি দাস (ছবি: মাছরাঙা টেলিভিশন)

আগামীকাল (১৮ নভেম্বর) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে রয়েছে ১০ জন সেরা প্রতিযোগী নিয়ে স্টুডিও রাউন্ড। এতে মূল বিচারকের আসনে থাকবেন ফাহমিদা নবী, মেহের আফরোজ শাওন ও পিন্টু ঘোষ।

(বাঁ থেকে) পিন্টু ঘোষ, ফাহমিদা নবী ও মেহের আফরোজ শাওন (ছবি: মাছরাঙা টেলিভিশন)

‘সুরের সেরা জুনিয়র’ প্রসঙ্গে ফাহমিদা নবী বলেন, ‘শিশুদের সঙ্গে সময় কাটাতে বরাবরই আমার খুব ভালো লাগে। গানের নতুন প্রতিযোগিতায় অনেকদিন ধরে শিশুদের সঙ্গে থাকতে পেরে আমি সত্যিই খুব আনন্দিত। আমরা অনেক মজা করে বাচ্চাদের সঙ্গে সময় কাটিয়েছি, গান শুনেছি। কোমলমতি শিশুরা কী সুন্দরভাবে বাংলা গানের চর্চা করে দেখে সবচেয়ে ভালো লাগলো। তারা নিজেদের কাজে খুব আন্তরিক। এটা দেখে খুব আশান্বিত হলাম। তারাই তো আমাদের আগামীর বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে।’

মৌসুমী মৌ (ছবি: মাছরাঙা টেলিভিশন)

মাছরাঙা টেলিভিশনের পর্দায় প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে প্রচার হবে ‘সুরের সেরা জুনিয়র’। অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন মৌসুমী মৌ।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ