Connect with us

মঞ্চ-শিল্প

‘শেষের কবিতা’ নিয়ে হুমকি, অবশেষে আশ্বাস

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘শেষের কবিতা’র দৃশ্যে (মাঝে) নূনা আফরোজ (ছবি: প্রাঙ্গণেমোর নাট্যদল)

প্রাঙ্গণেমোর নাট্যদলের ‘শেষের কবিতা’ নাটকের মঞ্চায়ন যেন না হয় সেজন্য বাংলাদেশ মহিলা সমিতিকে চিঠিতে হুমকি দিয়েছে ‘তৌহিদী জনতা’। এ কারণে এর টানা দুই দিনের প্রদর্শনী বাতিলের শঙ্কা ছিলো। কিন্তু নির্বিঘ্নে নাটক করতে প্রশাসনের আশ্বাসে সেই অনিশ্চয়তার মেঘ আপাতত কেটেছে। তাই দলটির ঘোষিত প্রতিবাদ সভা স্থগিত করা হয়েছে। 

আজ (১৩ এপ্রিল) বিকেল ৫টার সময় দর্শক, থিয়েটার-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি প্রাঙ্গণেমোর-এর নাট‍্যকার, নির্দেশক ও অভিনেত্রী নূনা আফরোজ লিখেছেন, ‘রাষ্ট্রীয় প্রশাসন ও মহিলা সমিতি আমাদের জানিয়েছেন, আমরা যেন নির্বিঘ্নে নাটকের প্রদর্শনী করতে পারি সেজন্য তারা সকল দায়িত্ব নিচ্ছেন। সেই সঙ্গে অনুরোধ করেছেন আমরা যেন প্রতিবাদ সভা না করি। এখন কথা হচ্ছে– আমাদের কাজ থিয়েটার করা, প্রশাসন যখন দায়িত্ব নিয়েছে তাই প্রতিবাদ সভা স্থগিত করা হলো।’

চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখ উপলক্ষে ১৩ এপ্রিল ও ১৪ এপ্রিল ‘শেষের কবিতা’ নাটকের প্রদর্শনী করতে ঢাকার বেইলি রোডে মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তন ভাড়া নিয়েছিলো প্রাঙ্গণেমোর। প্রশাসনের আশ্বাস পেলেও আজকের পূর্বনির্ধারিত প্রদর্শনী শেষ পর্যন্ত হয়নি। এ প্রসঙ্গে নূনা আফরোজ ফেসবুকে উল্লেখ করেছেন, ‘প্রশাসন আমাদের আজকের প্রদর্শনী করার জন্য অনুরোধ জানিয়েছে। কিন্তু ততক্ষণে বিকেল ৩টা বেজে ৩৫ মিনিট। তখন আর প্রদর্শনী আয়োজন করা সম্ভব নয়।’

মহিলা সমিতি কর্তৃপক্ষ আজকের প্রদর্শনী আগামী ১৫ এপ্রিল করতে প্রাঙ্গণেমোর নাট্যদলকে ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তন বরাদ্দ দিয়েছে। ঢাকার বেইলি রোডে একই ভেন্যুতে আগামীকাল (১৪ এপ্রিল) সন্ধ্যা ৭টায় ‘শেষের কবিতা’র পূর্বনির্ধারিত প্রদর্শনী হবে।

‘শেষের কবিতা’র দৃশ্যে (ডানে) নূনা আফরোজ (ছবি: প্রাঙ্গণেমোর নাট্যদল)

ফেসবুক পোস্টের সবশেষে নূনা আফরোজ বলেন, ‘দর্শকবন্ধু, এমন একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমরা দুঃখিত। আজ যারা প্রদর্শনী দেখার জন্য টিকিট বুক করেছেন তারা ১৫ এপ্রিল কিংবা সম্ভব হলে আমরা কিছু দর্শককে ১৪ এপ্রিল স্থান সংকুলানের চেষ্টা করবো।’

এর আগে আজ সকালে নূনা আফরোজকে মহিলা সমিতি থেকে ফোন করে বলা হয়, চিঠির মাধ্যমে ‘তৌহিদী জনতা’ হুমকি দিয়েছে যেন ‘শেষের কবিতা’র মঞ্চায়ন না হয়। পরে পুরো ঘটনা ফেসবুকে তুলে ধরেন তিনি। এরপর সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীকে ট্যাগ করে তাকে খোলা চিঠি লিখে নাটকের প্রদর্শনী নির্বিঘ্নে করার ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান তিনি।

শেষমেষ ফেসবুকে নূনা আফরোজ জানিয়েছিলেন, আজ বিকেল ৫টা ৩০ মিনিটে মহিলা সমিতির সামনে নাটক বন্ধের প্রতিবাদ জানাবেন তারা। কিন্তু প্রশাসনের অনুরোধে সেই সিদ্ধান্ত স্থগিত করেছে প্রাঙ্গণেমোর।

প্রাঙ্গণেমোর নাট্যদলের ষষ্ঠ প্রযোজনা ‘শেষের কবিতা’য় লাবণ্য চরিত্রে অভিনয় করবেন নূনা আফরোজ। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষের কবিতা’ উপন্যাস থেকে এর নাট্যরূপ দিয়েছেন অনন্ত হিরা, নির্দেশনা দিয়েছেন নূনা আফরোজ।

২০২৪ সালের ২ নভেম্বর তৌহিদী জনতার প্রতিবাদের মুখে দেশনাটকের ‘নিত্যপুরাণ’ নাটকের ১২৭তম প্রদর্শনী মাঝপথে বন্ধ করে দেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির তৎকালীন মহাপরিচালক ড. সৈয়দ জামিল আহমেদ। এ ঘটনার দুই দিন পর প্রতিবাদ সমাবেশ করেন থিয়েটারকর্মীরা।

সিনেমাওয়ালা প্রচ্ছদ